Virat Kohli: আপাতত গত দুইবারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের (WTC Final) পরাজয়ের শোক কাটিয়ে ভারতীয় দল ওয়েস্ট ইন্ডিজে তাদের পুনরায় আধিপত্য বিস্তার করতে চলেছে। এখানে প্রথম টেস্ট ম্যাচটি ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে। প্রথম টেস্ট ম্যাচে ভারতীয় দল এক অসাধারণ পারফরম্যান্স দেখালো ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। ব্যাটিং ও বোলিংয়ের পাশাপাশি দলের ফিল্ডিং ছিল অসাধারণ। ম্যাচের দিন উইন্ডিজ দলের অধিনায়ক ক্রেগ ব্রেথওয়েট ব্যাটিং করার সিদ্ধান্ত নেন। তবে ভারতীয় দুই স্পিন তারকা রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার সামনে টিকতে পারল না দল। জবাবে ব্যাটিং করতে এসে, ক্যাপ্টেন রোহিত শর্মা (Rohit Sharma) ও অভিষেক করা যশস্বী জসওয়াল (Yashasvi Jaiswal) দুজনেই শতরান জোরেন। রোহিতের ব্যাট থেকে এসেছিল ১০৩ রান ও জয়সওয়াল বানান ১৭১ রান।
Read More: Asia Cup 2023: এশিয়া কাপ খেলতে ১৫ জনের দল পৌঁছে গেল শ্রীলঙ্কায়, আইপিএলে নজরকাড়া এই খেলোয়াড় পেলেন সুযোগ !!
টেস্টের বেস্ট হলেন বিরাট

পাশাপাশি চুপ ছিল না বিরাট কোহলির (Virat Kohli) ব্যাট। গড়ে ফেললেন আবার একটি রেকর্ড। কোহলি এখন টিম ইন্ডিয়ার হয়ে পঞ্চম সর্বোচ্চ টেস্ট রান (৮৫৫৫) করেছেন। বীরেন্দ্র সেহবাগের ৮৫০৩ রান ছাড়িয়ে গেছেন তিনি। আপাতত টেস্ট ক্রিকেটে ভারতের হয়ে তেন্ডুলকর (১৫৯২১), রাহুল দ্রাবিড় (১৩২৬৫), সুনীল গাভাস্কার (১০১২২), এবং ভিভিএস লক্ষ্মণ (৮৭৮১) রান বানিয়ে শীর্ষ চার স্থানে রয়েছেন। বিরাটের সামনে আগামী দিনে রয়েছে অনেক সুযোগ রেকর্ড ভাঙার। কোহলি টেস্ট ক্রিকেটে ২৯ বার অর্ধশতরান ও ২৮ বার শতরান করেছেন।
প্রথম টেস্ট জিতলো টিম ইন্ডিয়া

পাশাপাশি, প্রথম ইনিংসে ভারত ৪২১ রান বানিয়ে ইনিংস ডিক্লিয়ার দিয়ে দেয়। উইন্ডিজ ব্যাটসম্যানরা ব্যাটিং করতে আসলে আবার চাপের মুখে পড়েন। অশ্বিন-জাদেজার স্পিনের সামনে একেবারে হাল বেহাল হয়ে ওঠে ব্রেথওয়েটদের। দ্বিতীয় ইনিংসেও রবিচন্দ্রন অশ্বিনের সামনে টিকলো না উইন্ডিজ ব্যাটিং। ৭ উইকেট নিলেন এই অভিজ্ঞ স্পিনার। পাশাপাশি, জাদেজা ১ টি ও সিরাজ ১ উইকেট পান। দ্বিতীয় ইনিংসে ৫০ ওভার ব্যাটিং করে ১৩০ রান বানিয়ে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ভারতীয় দল উইন্ডিজকে ইনিংস ও ১৪১ রানে পরাজিত করলো। প্রথম টেস্টের সেরা হলেন যশস্বী জয়সওয়াল।