এদিন বক্সিং ডে টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুর্ধর্ষ শতরান হাঁকলেন ভারতীয় দলের স্ট্যান্ডবাই অধিনায়ক অজিঙ্ক রাহানে। প্যাট কামিন্স, জস হেজলউড, মিচেল স্টার্ক, নাথান লিয়ঁ সমৃদ্ধ অস্ট্রেলিয়ার দুরন্ত বোলিং লাইন আপের বিরুদ্ধে যে ভঙ্গিতে রাহানের শতরানটি করেন, তাতে মোহিত হয়ে যায় গোটা ক্রিকেট বিশ্ব। ধারাভাষ্যকার থেকে শুরু করে বিশ্বের সমস্ত ক্রিকেট বিশেষজ্ঞ ও ক্রিকেটপ্রেমীরা সোশ্যাল মিডিয়ায় প্রশংসায় ভাসিয়ে দেন অজিঙ্ক রাহানেকে।
আর এবার দায়িত্ব নেওয়া অধিনায়কের প্রশংসায় মাতলেন আর এক অধিনায়ক বিরাট কোহলি। কর্তব্য পালনের জন্য প্রথম টেস্ট শেষে দেশে ফিরে আসেন বিরাট কোহলি। নিজের সন্তানসম্ভবা স্ত্রীয়ের পাশে থাকলেও তার মন পড়ে রয়েছে অস্ট্রেলিয়ায়। আর এর ফলে ভারতের ক্রিকেটপ্রেমীদের মত তিনিও সর্বদা খবর রাখছেন খেলার বিষয়ে। আর যখন তার প্রিয় ‘জিঙ্কস’ অজিঙ্ক রাহানে শতরান হাঁকেন, তখন সোশ্যাল মিডিয়ায় প্রশংসায় মাতলেন ক্যাপ্টেন কোহলি।
নিজের টুইটারে বিরাট কোহলি প্রশংসা করেছেন যেভাবে ভারতীয় ব্যাটসম্যানরা দ্বিতীয় দিনে পারফর্ম করেছে। পাশাপাশি অজিঙ্ক রাহানের শতরান নিয়েও করেছেন প্রশংসা। এই নিয়ে নিজের টুইটারে বিরাট লিখেছেন, “আরও একটি দারুণ দিন গেল আমাদের জন্য। একেবারে সেরা পর্যায়ের টেস্ট ক্রিকেট। একেবারে অসাধারণ একটি ইনিংস অজিঙ্ক রাহানে।”
Another great day for us. Proper test cricket at its best. Absolutely top knock from Jinks👌@ajinkyarahane88
— Virat Kohli (@imVkohli) December 27, 2020
সিরিজের প্রথম টেস্টে বিরাট কোহলিকে অনিচ্ছাকৃত ভাবে রান আউট করে দিয়েছিলেন অজিঙ্ক রাহানে, যার ফলে শতরান করার সুযোগ মিস করেন বিরাট। আর এর পর সোশ্যাল মিডিয়ায় বিরাট কোহলির ভক্তরা অজিঙ্ক রাহানের নামে অত্যন্ত নোংরা মন্তব্য করেছিলেন। গত কয়েকটি সফরে একেবারেই ফর্মে ছিলেন না ভারতীয় টেস্ট দলের সহ অধিনায়ক। কিন্তু এবার অধিনায়কত্বের দায়িত্ব পেয়ে যেন আত্মবিশ্বাস বেড়ে গিয়েছে রাহানের, আর তার ফলে আজ তাকে যথেষ্ট ভরসাযোগ্য লেগেছিল। দিনের শেষে অপরাজিত ১০৪ রান করে মাঠ ছাড়েন রাহানে।