virat-kohli-angry-over-times of india

২০২৩ সাল মানেই ক্রিকেটের মরশুম। যদিও টিম ইন্ডিয়ার পারফরমেন্সে মাথায় হাত ভারতীয় ক্রিকেট ভক্তদের। সামনেই বিশ্বকাপ (WC 2023) আর এই বিশ্বকাপে টিম ইন্ডিয়াকে পথ দেখাবেন বিরাট কোহলি (Virat Kohli)। তবে, বেশ কিছুদিন ধরে বিরাট কোহলিকে নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছে। এমনকি প্রাক্তন ভারত অধিনায়ক ‘ভুয়ো খবর’ বলেও তার ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন। বর্তমানে বিরাট এশিয়া কাপ ও বিশ্বকাপ নিয়ে প্রস্তুতি নিচ্ছেন। তবে ইতিমধ্যে শোনা যাচ্ছে, আলিবাগের ফার্ম হাউসে বিরাট কোহলি খেলার জন্য পিচ তৈরি করেছেন। যদিও স্বয়ং ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সেই গুজব উড়িয়ে দিলেন।

আরও পড়ুন: ক্রিকেটকে বিদায় জানালেন কোহলির ‘প্রিয় পাত্র’, একই পথ অনুসরণ করতে পারেন প্রাক্তন অধিনায়ক !!

TOI-কে একহাত নিলেন বিরাট

Virat Kohli
Virat Kohli | Image: Getty Images

তাই শুধু নয়, একটি সংবাদমাধ্যমের এই প্রতিবেদনের স্ক্রিনশটও পোস্ট করেছেন নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে। ওই প্রতিবেদনে বলা হয়েছে যে, বিরাট কোহলি (Virat Kohli) তাঁর মহারাষ্ট্রের আলিবাগে ফার্ম হাউসে ক্রিকেট পিচ তৈরি করেছেন। এবিষয়ে মন্তব্য করে বিরাট লিখেছেন, “যে কাগজ ছোটবেলা থেকে পড়তাম, এখন সেই কাগজ ভুয়ো খবর ছড়াচ্ছে।” প্রসঙ্গত এই ফার্ম হাউসটি বিরাট এবং অনুষ্কা গতবছর কিনেছেন বলেই শোনা গিয়েছে। আট একরের জমিতে বিলাস বহুল ফার্ম হাউসটি কিনেছিলেন আলিবাগের জিরাড গ্রামের কাছে অবস্থিত এবং বিরাটকে নিয়ে এই ভুয়ো তথ্য সামনে আসতেই তিনি তার সমাজমাধ্যমে বিষয়টি নিয়ে মন্তব্য করলেন।

Virat kohli

আগেও ভুয়ো তথ্যের শিকার হয়েছেন বিরাট

Virat Kohli
Virat Kohli | Image: Twitter

পাশাপাশি, বিরাটকে নিয়ে অন্য গুঞ্জনও শোনা গিয়েছিল। আসলে, বিভিন্ন সংবাদ মাধ্যমে বিরাট কোহলির আয় নিয়ে নানা রকম প্রতিবেদন প্রকাশিত হয়েছে। আর সোশ্যাল মিডিয়ায় সেটা বেশ ভাইরাল হয়েছে। প্রতিবেদন গুলিতে লেখা ছিল ইনস্টাগ্রামে এক একটি পোষ্টের থেকে কোহলির ১১.৪ কোটি টাকা আয় হয় বলে দাবি করা হয়। যদিও এবিষয়েও হস্তক্ষেপ করেন বিরাট সমাজ মাধ্যমে এই তথ্যটিও ভুল বলে দাবি করেন তিনি। এসবের মাঝেও নিজের পারফরমেন্স বজায় রেখেছেন কিং কোহলি। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ক্যারিয়ারের ৭৬ তম শতরান করে ফেললেন বিরাট কোহলি। তার ক্যারিয়ারের কথা বলতে গেলে,বিরাট ২৭৪ টি ওডিআই ম্যাচ খেলেছেন যেখানে ৫৭.৩২ গড়ে, ১২৮৯৮ রান বানিয়েছেন। পাশাপাশি ৬৫ বার অর্ধশত রান ও ৪৬ বার শতরান হাঁকিয়েছেন। এছাড়া টেস্ট ক্রিকেটের কথা বলতে গেলে ১১১ টেস্ট ম্যাচ খেলে ৪৯.৩ গড়ে ৮৬৭৬ রান বানিয়েছেন কোহলি আর ১১৫ টি-টোয়েন্টি খেলে ৫২.৭৪ গড়ে ৪০০৮ রান বানিয়ে শীর্ষস্থানে রয়েছেন কোহলি।

আরও পড়ুন: Independence Day 2023: সচিন তেন্ডুলকর থেকে বিরাট কোহলি, ভারতীয় ক্রিকেটাররা ভারতের ৭৭ তম স্বাধীনতা দিবস এভাবে উদযাপন করছেন !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *