ভারত-পাক ম্যাচে বাড়তি উত্তেজনা, স্টেডিয়ামে থাকছেন রোহিত-বিরাট !! 1

এশিয়া কাপের প্রথম দিনেই সংযুক্ত আরব আমিরশাহীকে পরাস্ত করে পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে এসেছে ভারতীয় দল। ভারতীয় দলের কথা বলতে গেলে, সূর্যকুমার যাদবের নেতৃত্বে ভারতের সূচনটা বেশ ভালোই করেছে ভারত। প্রথম ম্যাচে ভারতীয় বোলারদের অনবদ্য বোলিং পারফরম্যান্সে নাজেহাল হয়ে পড়ে UAE দলের ব্যাটসম্যানরা। ভারতীয় দল খুব সহজেই এই ম্যাচ নিজেদের নামে করে নিয়েছিল। ২০০৮ সাল থেকে এই প্রথমবার অবশ্য ভারতীয় দল এশিয়া কাপ খেললো রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলিকে (Virat Kohli) ছাড়া। দুই সুপারস্টারের মধ্যে কোনো একজন ২০০৮’এর এশিয়া কাপের মঞ্চে থেকেছেন। তবে, ২০২৫’এই এশিয়া কাপে রোহিত ও কোহলি দুজনকেই দেখতে পাওয়া যাচ্ছে না।

প্রসঙ্গতা ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় লাভ করার পর এই ফরমেট থেকে বিদায় ঘোষণা করেছিলেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি দুজনেই যে কারণে তাদের দুজনকে আর এবারের এশিয়া কাপের মঞ্চে দেখতে পাওয়া যাচ্ছে না।অন্যদিকে, আইসিসি ইভেন্ট কিংবা এশিয়া কাপের ইভেন্টে ভক্তদের মধ্যে ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে বাড়তি উত্তেজনা থাকে। এবারে পেহেলগাঁও জঙ্গি হামলার পর ভারত ও পাকিস্তানের রাজনৈতিক সম্পর্কের বেশ টানাপোড়েন দেখা গিয়েছিল। যে কারণে ভারত ও পাকিস্তানের মধ্যে ম্যাচ নিয়ে বেশ জল্পনা ছিল। তবে, দুবাইতে এবারের আসরেও এই চিরপ্রতিদ্বন্দ্বীদের লড়াই ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে আলোড়ন।

Read More: “বুমরাহকে ছয় ছক্কা হাঁকাবে…” পাক তরুণকে নিয়ে বড় ভবিষ্যদ্বাণী প্রাক্তনীর, খোঁচা দিলেন হার্দিককেও !!

রোহিত – বিরাট থাকবেন হাজির

Champions trophy 2025, এশিয়া কাপ, ভারত
Virat Kohli and Rohit Sharma | Image: Getty Images

তবে সবচেয়ে বড় চমক হলো – রোহিত শর্মা ও বিরাট কোহলিকে নিয়ে। এদিন দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারতীয় ক্রিকেটের দুই মহাতারকা রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলি (Virat Kohli)। ভারতের হয়ে এক যুগেরও বেশি সময় ধরে ব্যাট হাতে অসাধারণ সব মুহূর্ত উপহার দিয়ে তারা এখন আন্তর্জাতিক মঞ্চে আর খেলছেন না। তবে দেশের হয়ে অসংখ্য ভারত-পাকিস্তান ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা তাঁরাই রেখেছিলেন।

বোর্ড সূত্রে জানা গেছে, রোহিত ও বিরাটকে বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (ACC)-এর পক্ষ থেকে। ১৪ সেপ্টেম্বর তারা ভিআইপি গ্যালারিতে বসে ম্যাচ উপভোগ করবেন বলে শোনা গিয়েছে। ভারত-পাকিস্তান ম্যাচ মানেই সবসময়ই একটি বাড়তি চাপ ও প্রত্যাশা। এবারের টুর্নামেন্টে ভারতীয় দলকে নেতৃত্ব দিচ্ছেন সূর্যকুমার যাদব। প্রথম ম্যাচে ২৭ বলেই ম্যাচ জিতে যায় ভারত। UAE’কে নিমেষে উড়িয়ে দেওয়ার পর এবার পাকিস্তানের বিরুদ্ধে জয়ের ধারা বজায় রাখতে চাইবে ভারত।

Read Also: তারকা ক্রিকেটারের হানিমুনে সঙ্গে ছিলেন রিঙ্কু, এশিয়া কাপের মধ্যেই সামনে এলো চাঞ্চল্যকর তথ্য !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *