অস্ট্রেলিয়ার (India vs Australia ODI Series) মাটিতে ভারতীয় দল ৩ ম্যাচের ওডিআই সিরিজে হারলেও আজ সিডনিতে রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলির (Virat Kohli) দুরন্ত ব্যাটিং ভক্তদের মন জয় করে নিয়েছে। এই সিরিজ শুরু হওয়ার আগে থেকেই দুই তারকা চর্চার মধ্যে ছিলেন। ২০২৭ ওডিআই বিশ্বকাপে (ODI WC 2027) তারা সুযোগ পাবেন কিনা তা নিয়ে এখনও জল্পনা চলছে। এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ম্যাচ শেষে ভক্তদের উদ্দেশ্যে নিজেদের অবসরের বিষয়ে ইঙ্গিত দিয়ে রাখলেন হিটম্যান ও কিং কোহলি। বিদায় বার্তায় ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন তারা।
Read More: মিনি নিলামের আগেই KKR’এ ঈশান কিষাণ, বড়ো চমক নাইট কর্মকর্তাদের !!
দুরন্ত ফর্মে রোহিত-বিরাট-

আজ সিডনির মাটিতে ভারতীয় বোলিং আক্রমণের সামনে চাপের মুখে পড়ে গিয়েছিল অজি বাহিনী। ৮.৪ ওভারে ৩৯ রান দিয়ে ৪ টি গুরুত্বপূর্ণ উইকেট সংগ্রহ করে বল হাতে জ্বলে ওঠেন হর্ষিত রানা (Harshit Rana)। তবে চাপের মুখে দাঁড়িয়ে মিচেল মার্শ (Mitchell Marsh) একাই ৫০ বলে ৪১ রান সংগ্রহ করেন। ম্যাট রেনশোর (Matt Renshaw) ব্যাট থেকে আসে ৫৮ বলে ৫৬ রান। এর ফলে অস্ট্রেলিয়া ২৩৬ রান তুলে নিতে সক্ষম হয়।
এই রান তাড়া করতে নেমে প্রথম থেকেই রোহিত শর্মা নিজের ভাবনা চিন্তা স্পষ্ট করে দেন। গিল ২৪ রানে আউট হয়ে গেলে হিটম্যান কিং কোহলির সঙ্গে জোট বেঁধে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। ১৬৯ বলে ১৬৮ রানের পার্টনারশিপ গড়েন দুই তারকা। ৩৩ তম ওডিআই সেঞ্চুরি সম্পন্ন করেন রোহিত। তার ব্যাট থেকে আসে ১২৫ বলে অপরাজিত ১২১ রান। তিনি ১৩ টি ছক্কা এবং ৩ টি চার দিয়ে ইনিংসটি সাজিয়েছিলেন। অন্যদিকে বিরাট ৮১ বলে অপরাজিত ৭৪ রান করেন। এর ফলে শেষ পর্যন্ত ব্লু ব্রিগেডরা ৯ উইকেটে বিশাল জয় ছিনিয়ে নিয়ে সন্মান রক্ষা করতে সক্ষম হয় আজ।
রোহিত বিরাটের বিদায় বার্তা-

বিরাট কোহলি (Virat Kohli) বলেন, “রোহিতের সঙ্গে বড় ম্যাচ জয়ী পার্টনারশিপ গড়ে ভালো লাগছে। শুরু থেকেই আমরা পরিস্থিতি ভালো করে বোঝার চেষ্টা করছিলাম। আমরা সম্ভবত এখন সবচেয়ে অভিজ্ঞ জুটি। আমরা যখন ক্রিকেট খেলা শুরু করেছিলাম তখনও বিশ্বাস করতাম বড় পার্টনারশিপের মাধ্যমে ম্যাচ ছিনিয়ে আনতে পারি। আমার মনে হয় ২০১৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজ থেকে বিষয়টি শুরু হয়েছিল। আমরা এই দেশে বেশ কিছু ভালো ক্রিকেট খেলেছি। আমরা এই দেশে আসতে ভালোবাসি। এই স্টেডিয়ামের বিপুল সমর্থনকে ধন্যবাদ জানাই।”
রোহিত শর্মা (Rohit Sharma) বলেন, “আমি সব সময় অস্ট্রেলিয়ায় ক্রিকেট খেলতে ভালোবাসি। সিডনিতে খেলা উপভোগ করেছি। ২০০৮ সালে অস্ট্রেলিয়া সফরের সুন্দর স্মৃতি ফিরিয়ে এনেছে। আমরা জানি না ক্রিকেটার হিসেবে আবার এখানে ফিরে আসব কিনা। তবে আমরা সব কিছু উপভোগ করেছি বছরের পর বছর ধরে। গত ১৫ বছর যা ঘটেছে ভুলে যাও। আমার মনে হয় বিরাটও এখানে খেলতে ভালোবাসেন। ধন্যবাদ অস্ট্রেলিয়া।”
উল্লেখ্য ২০২৭ বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের আর কোনো ওডিআই সিরিজে নেই। সুযোগ পেলে পরবর্তী বিশ্বকাপের পরেই এই দুই তারকা জুটি অবসর নেবেন তা কার্যত নিশ্চিত। ফলে এটা রোহিত শর্মা এবং বিরাট কোহলি অফিশিয়ালি অস্ট্রেলিয়া সফর ছিল।