বিরাট কোহলি (Virat Kohli) ভারত তথা বিশ্ব ক্রিকেটের অন্যতম সফল একজন ব্যাটসম্যান। তিনি ব্যাট হাতে গড়েছেন একাধিক রেকর্ড। দেশের হয়ে এই তারকা একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচে নিজেকে ধারাবাহিকভাবে প্রমাণ করেছেন। ফলে তরুণ প্রজন্মের কাছে আইডল হিসেবে গড়ে উঠেছেন বিরাট কোহলি (Virat Kohli)। জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে ক্রিকেটের বাইরেও এই তারকার ব্যাক্তিগত জীবন নিয়ে আগ্ৰহ প্রকাশ করেছেন ক্রিকেট ভক্তরা। অন্যদিকে সম্প্রতি আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে আলোচনা রয়েছেন কিং কোহলি (Virat Kohli)। এবার তার দশম শ্রেণীর রেজাল্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো।
Read More: “ঘাড় ধাক্কা দিয়ে বার করবে…” সানরাইজার্সের বিরুদ্ধে ৭ রানে উইকেট হারালেন ঋষভ পন্থ, সমাজ মাধ্যমে চর্চা শুরু !!
পড়াশোনাতেও সফল বিরাট-

বিশ্ব ক্রিকেটের মানচিত্রে সাম্প্রতিক সময় ভারতীয় দলকে সন্মান এনে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বিরাট (Virat Kohli)। তিনি আধুনিক ব্যাটিং কৌশলকে এক অনন্য মাত্রায় নিয়ে গেছেন। দেশের হয়ে এই তারকা একদিনের ক্রিকেটে এখনও পর্যন্ত ৩০২ ম্যাচে সংগ্রহ করেছেন ১৪১৮১ রান। এছাড়াও ১২৩ টি আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে তার ব্যাট থেকে ৯২৩০ রান এসেছে। অন্যদিকে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত চ্যাম্পিয়ন হওয়ার পর বিরাট কোহলি (Virat Kohli) এই ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেছিলেন। এরপর সম্প্রতি তিনি আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটকেও বিদায় জানিয়েছেন। তবে এই সিদ্ধান্ত এতো তাড়াতাড়ি নেওয়া উচিত হয়নি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এবার এর মধ্যেই কোহলির (Virat Kohli) দশম শ্রেণীর রেজাল্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এই রেজাল্ট অনুযায়ী এই তারকা ক্রিকেটার ইংরাজিতে ৮৩, হিন্দিতে ৭৫ এবং অঙ্কতে ৫১ পেয়েছেন। এছাড়াও সাইন্স এন্ড টেকনোলজিতে ৫৫, সোশ্যাল সাইন্সে ৮১ এবং ইন্ট্রোডাক্টরিতে ৭৪ নম্বর সংগ্রহ করেছেন বিরাট। ফলে ক্রিকেটের সঙ্গে সঙ্গে তার এই দুর্দান্ত রেজাল্ট বর্তমানে সোশ্যাল মিডিয়ায় প্রসংশিত হচ্ছে।
দেখুন বিরাটের দশম শ্রেণীর রেজাল্ট-
চলতি আইপিএলে দুরন্ত ফর্মে বিরাট-

এই বছর আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bangaluru) নতুন অধিনায়ক রজত পাটিদারের নেতৃত্বে মাঠে নেমেছে। উদ্বোধনী ম্যাচেই কলকাতা নাইট রাইডার্সকে (KKR) হারিয়ে যাত্রা শুরু করেছিল বেঙ্গালুরু। অন্যদিকে শেষ ৫ ম্যাচের মধ্যে ৪ ম্যাচে জয় তুলে নিয়ে দুর্দান্ত ফর্মে রয়েছে আরসিবি (RCB)। বর্তমানে তারা টুর্নামেন্টে ১২ ম্যাচের মধ্যে ৮ ম্যাচে জয় তুলে নিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে। দলের হয়ে ব্যাট হাতে দুরন্ত ফর্মে রয়েছেন বিরাট (Virat Kohli)। ১১ ম্যাচে ৭ টি অর্ধশতরানের সঙ্গে ৫০৫ রান সংগ্রহ করে অরেঞ্জ ক্যাপের দৌড়ে লড়াই চালাচ্ছেন তিনি। উল্লেখ্য কিং কোহলির (Virat Kohli) ব্যাট থেকে এখনও পর্যন্ত আইপিএলের ইতিহাসে ২৬৩ ম্যাচে ৮৫০৯ রান এসেছে। ফলে এখনও পর্যন্ত তিনি আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রহকারী হিসেবে নিজের জায়গা ধরে রেখেছেন।