কে বলেছে, বিরাট কোহলি টেস্ট ক্রিকেট তেমন সফল নন? পরিসংখ্য়ান কিন্তু অন্য় কথা বলছে। ক্রিকেটের স্বর্গোদ্য়ানে লেজেন্ডারি গাভাস্কারকে ছুঁয়ে ফেলেছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। বিশ্বাস না হলেও এটাই সত্য়ি। বিরাট মাঠে নামা মানেই যেন রেকর্ড গড়া হবে নতুন। আর নাহলে পুরনো রেকর্ড নিজের নামের পাশে লিখিয়ে নেবেন।
শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্য়াচের টেস্ট সিরিজের প্রথম ম্য়াচ কলকাতা ইডেন গার্ডেন্সে ড্র হয়েছে। শ্রীলঙ্কান অধিনায়ক দিনেশ চান্দিমল যতই বলুন বলুন, ভালো খেলেছি ভালো খেলেছি। অল্পের জন্য় রক্ষা পেয়েছে লঙ্কা টিম এটা মেনে নিতেই হবে। বৃষ্টির কারণ খেলা প্রথম দু’দিন পণ্ড না হলে, এই ম্য়াচের রেজাল্ট ভারতের দিকেই ঝুঁকত।
প্রথম ইনিংসে কিছু করতে না পারলেও দ্বিতীয় ইনিংসে খামতি মিটিয়ে দিয়েছেন দলনেতা। ১০৪ রানের অপরাজিত ইংনিস খেলেন বিরাট। আর এই পথে একাধিক রেকর্ডও নিজের নামের পাশে লিখিয়ে নিয়েছেন। টেস্টের আসরে বিরাটের এটি আঠারোতম শতরান। ওদিকে, একদিনের ক্রিকেটে ৩২টা শতরান নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে কোহলি পঞ্চাশটা শতরান করা হয়ে গেল।
ভারত অধিনায়ক হিসেবে বিরাটের আবার এটি একাদশতম শতরান। ভারতের ব্য়াটিং লেজেন্ড এবং প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাস্কারের সঙ্গে এখন কোহলির নামও জ্বলজ্বল করছে রেকর্ড বুকে। শ্রীলঙ্কা সফরে শতরান করার পর সানির থেকে একধাপ পিছিয়ে ছিলেন ক্য়াপ্টেন কোহলি। ইডেনে এসে নিজেকে এক সারিতে বসিয়ে নিলেন। এখানে বলে রাখা ভালো, ইডেন গার্ডেন্সে বিরাটের আবার এটি প্রথম শতরান টেস্টের আসরে। এই নিয়ে কলকাতায় চারটি টেস্টে মাঠে ভারতের হয়ে টেস্ট ম্য়াচ খেলতে নামলেন দিল্লির ক্রিকেটারটি।
আন্তর্জাতিক ক্রিকেটে পঞ্চাশটির বেশি শতরানের মালিক –
১০০ – শচীন তেন্ডুলকর (ভারত)
৭১ – রিকি পন্টিং (অস্ট্রেলিয়া)
৬৩ – কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা)
৬২ – জ্য়াক কালিস (দক্ষিণ আফ্রিকা)
৫৪ – মাহেলা জয়বর্ধনে (শ্রীলঙ্কা)/ হাশিম আমলা (দক্ষিণ আফ্রিকা)*
৫৩ – ব্রায়ান লারা (ওয়েস্ট ইন্ডিজ)
৫০ – বিরাট কোহলি (ভারত)*
ভারত অধিনায়ক হিসেবে টেস্টে সর্বাধিক শতরান –
১১* – বিরাট কোহলি (৪৮টি ইনিংস)
১১ – সুনীল গাভাস্কার (৭৪টি ইনিংস)
৯ – মহম্মদ আজহারউদ্দিন (৬৮টি ইনিংস)
৭ – শচীন তেন্ডুলকর (৪৩টি ইনিংস)