IND vs AUS: ‘ব্রিসবেন’ গাব্বা টেস্টে সমাপ্ত হলো চতুর্থ দিনের খেলা। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ভারতীয় দলকে ব্যাকফুটে ঠেলে দিয়েছে অস্ট্রেলিয়া। তবে চতুর্থ দিন শেষে ভারতীয় দলের পারফরমেন্স নজর কেড়েছে নেটিজেনদের। বিশেষ করে তারকা পেশার জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) এবং আকাশ দীপ ভারতের মান সম্মান বাঁচালেন। ব্রিসবেনে অনুষ্ঠিত হওয়া ভারত এবং অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্ট ম্যাচে ফলো অনের হাত থেকে রেহাই পেল টিম ইন্ডিয়া। আর ফলো অন থেকে বাঁচতেই সেলিব্রেশনে মেতে উঠলেন বিরাট কোহলি (Virat Kohli) থেকে শুরু করে গৌতম গাম্ভীরও (Gautam Gambhir)।
আজকে ভারতীয় দলের কথা বলতে গেলে সকালেই ক্যাপ্টেন রোহিত শর্মা কেবলমাত্র ১০ রান বানিয়ে প্যাভেলিয়ানে ফেরেন। দলের হয়ে একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন কেএল রাহুল। রাহুলের ব্যাট থেকে ৮৪ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস দেখতে পাওয়া যায়। ফলো অন এড়াতে ভারতীয় দলকে ২৪৬ রান বানানোর প্রয়োজন ছিল। তবে একের পর এক উইকেট হারাতে শুরু করে টিম ইন্ডিয়া। রাহুলের পর নীতিশ কুমার রেড্ডি প্যাভেলিয়ানে ফেরেন। আজকের ম্যাচে তিনি কেবলমাত্র ১৬ রান বানিয়েই প্যাভিলিয়নে ফিরেছেন। তবে দলের হয়ে আজকে দুর্দান্ত প্রদর্শন দেখালে রবীন্দ্র জাদেজা। চলতি টেস্ট ছেড়েছে এটি তার প্রথম ম্যাচ।
Read More: IND vs AUS 3rd Test: বিরাটের মাস্টারপ্ল্যানেই বিধ্বংসী আকাশ দীপ, ‘কোচ’ কোহলির ঝলক দেখলো ব্রিসবেন !!
ভারতকে ফলো অন থেকে বাঁচালেন আকাশ দীপ ও বুমরাহ
গাব্বায় ভারত ফলো-অন এড়াতেই টেস্ট জয়ের মতো সেলিব্রেশনে মেতে উঠলেন বিরাট কোহলি এবং গৌতম গম্ভীর। আকাশদীপের মারা শটটা গালির ফিল্ডারকে পেরিয়ে যেতেই বোঝা গিয়েছিল যে চার হচ্ছে। আর ভারত ফলো-অন এড়িয়ে ফেলছে। সেটা বুঝেই ড্রেসিংরুমে বসে আগ্রাসী সেলিব্রেশনে মেতে ওঠেন গম্ভীর এবং বিরাট। নিজের আসনে বসেছিলেন ভারতীয় দলের হেড কোচ গম্ভীর। ট্রেডমার্ক স্টাইলে আগ্রাসী সেলিব্রেশন করেন। তাঁর ডানদিকে থাকা বিরাটও একইরকম আগ্রাসী সেলিব্রেশনে মেতে ওঠেন। দু’জনেই হাত মিলিয়ে নেন। হাততালি দিতে থাকেন রোহিত শর্মা, কেএল রাহুলরা। ভারতীয় দর্শকরাও উচ্ছ্বাসে ফেটে পড়েন।
ভারতের যখন নবম উইকেট পড়ে, তখন দলের স্কোর ছিল মাত্র ২১৩ রান। অর্থাৎ ফলো-অন এড়াতে তখনও ৩৩ রান প্রয়োজন ছিল। সেই পরিস্থিতিতে জসপ্রীত বুমরাহ এবং আকাশদীপ ভারতকে প্রয়োজনীয় লক্ষমাত্রায় পৌঁছে দিতে সক্ষম হয়। রোহিত-কোহলিরা যেটি করতে পারেনি সেটি করে দেখালেন আকাশ ও বুমরাহ। ৭৪.২ ওভারে প্যাট কামিন্সের বলে আকাশদীপ চার মারতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন বিরাট-গম্ভীররা।
কোহলি-গম্ভীরের উচ্ছাস হলো ভাইরাল
অন্যদিকে মাঠে আকাশদীপ ‘ফিস্ট পাম্প’ করতে থাকেন। তিনি দলকে বুঝিয়ে দিলেন যে ‘তিনি আছেন।’ ফলো অন পর্যন্ত শান্ত ছিল আকাশের ব্যাট তবে, ফলো-অন এড়ানোর পর ডিপ মিড উইকেট অঞ্চলে হাঁকান এক লম্বা ছক্কা। দিনের শেষে ৩১ বলে ২৭ রানে অপরাজিত রয়েছেন আকাশ দীপ এবং ২৭ বলে ১০ রানে অপরাজিত রয়েছেন বুমরাহ। চতুর্থ দিন শেষে ভারত ৯ উইকেটে ২৫২ রান বানিয়েছেন। ভারতের স্কোর নয় উইকেটে ২৫২ রান। আর বুমরাহ এবং আকাশের পার্টনারশিপ ৩৯ রান দাঁড়িয়েছে।
🤣🤣🤣 pic.twitter.com/tfCrwGqhSn
— sourav (@Purplepatch22) December 17, 2024