জুয়ার ধান্দা বন্ধ হতেই গুটখার প্রচারে BCCI, বিমল হচ্ছে ভারতে নতুন স্পন্সর !! 1

এই বছর এশিয়া কাপে (Asia Cup 2025) ভারতীয় দল শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে মাঠে নামতে চলেছে। এই টুর্নামেন্টেও ট্রফি জয় করে নতুন রেকর্ড গড়তে প্রস্তুত প্রধান কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। তবে এর মধ্যেই স্পন্সরশিপ নিয়ে জটিলতার মধ্যে পড়েছে বিসিসিআই (BCCI)। ভারত সরকারের নতুন নিয়মের জন্য ইতিমধ্যেই ড্রিম-১১’এর সঙ্গে ক্রিকেট বোর্ডের সম্পর্ক শেষ হয়েছে। এই রকম ফ্যান্টাসি অ্যাপের সঙ্গে চুক্তি করায় সমালোচনার মুখে পড়তে হয়েছিল কর্মকর্তাদের। এবার আর‌ও একটি বিতর্কিত কোম্পানির সঙ্গে সম্পর্ক জুড়তে চলছে তারা।

Read More: “MS ধোনিকে প্রশ্ন করব…” বিস্ফোরক মনোজ তিওয়ারি, বঙ্গতারকা কাঠগড়ায় তুললেন ‘ক্যাপ্টেন কুল’কে !!

সম্পর্ক শেষ ড্রিম-১১’এর সঙ্গে-

ipl-2025-bcci-plan-to-evacuate-players
BCCI | Image: Twitter

ড্রিম-১১ ফ্যান্টাসি বেটিং অ্যাপ হিসেবে পরিচয় তৈরি করেছিল। সহজে অর্থ উপার্জন করার নেশায় সাধারণ ব্যবহারকারীরা এই সমস্ত অ্যাপগুলির মাধ্যমে ভুল পথে চালিত হন। এই কারণে ভারত সরকার অনলাইন গেমিং’এর নিয়ন্ত্রণের জন্য একটি বিশেষ বিল পাশ করেছে। যার জন্য ড্রিম-১১’এর মতো সংস্থাদের নিষিদ্ধ করা হয়েছে। এরপরই ‌বিসিসিআইয়ের (BCCI) স্পন্সরশিপের ভূমিকা থেকেই সরে গেলো তারা।

ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি দেবজিৎ সাইকিয়া (Devajit Saikia) এই বিষয়ে স্পষ্ট করে দিয়ে বলেন, “অনলাইন গেমিং বিলের পর বিসিসিআই ড্রিম-১১’এর সঙ্গে সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করেছে। আমরা ভবিষ্যতে আর এই ধরনের সংস্থার সাথে কখন‌ও চুক্তি করব না। নতুন বিল অনুসারে এই ধরনের ফ্যান্টাসি অ্যাপের যুক্ত থাকতে পারে না ক্রিকেট সংস্থা। আমরা ইতিমধ্যেই এর বিকল্প খুঁজতে শুরু করেছি।”

নতুন স্পনসর বিমল-

জুয়ার ধান্দা বন্ধ হতেই গুটখার প্রচারে BCCI, বিমল হচ্ছে ভারতে নতুন স্পন্সর !! 2
India Cricket Team | Images: Getty Images

ড্রিম-১১’এর সঙ্গে চুক্তি ছিন্ন হয়ে যাওয়ার পর বর্তমানে সমস্যার মধ্যে রয়েছে বিসিসিআই (BCCI)। নতুন কোম্পানির সঙ্গে তাড়াতাড়ি চুক্তি স্বাক্ষরিত না করতে পারলে এশিয়া কাপে ভারতীয় ক্রিকেটারদের কোনো স্পন্সর ছাড়াই মাঠে নামতে হবে। সূত্র অনুযায়ী ইতিমধ্যেই নতুন স্পনসর হিসেবে বিমল পান মশলার সঙ্গে চুক্তির বিষয়ে আলোচনা শুরু করেছেন কর্মকর্তারা। ২০২৮ সাল পর্যন্ত চুক্তি হ‌ওয়ার সম্ভবনা রয়েছে। এই কোম্পানি পান মশলার বিজ্ঞাপন দিলেও বাস্তবে নেশা জাতীয় দ্রব্য গুটখা প্রস্তুতকারী সংস্থা হিসেবে পরিচিত।

বিমলের হয়ে বলিউড অভিনেতা অজয় দেবগানকে (Ajay Devgan) প্রচার করতে দেখা যায়। যা নিয়ে তাকে বিভিন্ন সময় সমালোচনার মুখে পড়তে হয়েছে। ফলে বিসিসিআইয়ের সঙ্গে এই চুক্তির বিষয়ে সামনে আসতে সোশ্যাল মিডিয়ায় ‌ট্রোলিং শুরু হয়েছে। অন্যদিকে বিখ্যাত গাড়ি প্রস্তুতকারী সংস্থা টয়োটা মোটরস‌ও নতুন টাইটেল স্পন্সর হ‌ওয়ার দৌড়ে এগিয়ে আছে। খুব তাড়াতাড়ি এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন কর্মকর্তারা।

Read Also: সরে দাঁড়িয়েছে DREAM 11, টিম ইন্ডিয়ার স্পন্সর হওয়ার দৌড়ে এই প্রতিথযশা সংস্থা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *