শীঘ্রই প্রকাশ পেতে চলেছে দিনেশ কার্তিকের বায়োপিক, মূল চরিত্রে অভিনয় করবেন এই তারকা অভিনেতা !! 1

বিশ্ব ক্রিকেটের অন্যতম বড় সুপারস্টার হলেন দীনেশ কার্তিক (Dinesh Karthik)। খুব অল্প বয়সেই তার মধ্যে জেগে ওঠে ক্রিকেট প্রেম। ছোট থেকেই দীনেশকে বেশ সমর্থন করতেন, তার পিতা দীনেশকে পেশাদার ক্রিকেটার বানাতে নিয়েছিলেন বড় ভূমিকা। যাতে দীনেশের খেলায় কোন ব্যাঘাত না ঘটে তাই দিনেশের জন্য ছোট থেকেই একাধিক শিক্ষা প্রতিষ্ঠান পাল্টেছেন দীনেশের পিতা কৃষ্ণ কুমার। অল্প বয়সেই ঘরোয়া ক্রিকেটে নিজের পরিচিতি স্থাপন করে ফেলেন কার্তিক, সে সময় ভারতীয় ক্রিকেটের উইকেট রক্ষক ব্যাটসম্যানের অভাব লক্ষ্য করা গিয়েছিল। একাধিক উইকেটরক্ষক পরস্পর জাতীয় দলের সুযোগ পেয়েছিলেন তাদের মধ্যে একজন হলেন দীনেশ। অল্প বয়সেই ভারতের হয়ে খেলার স্বপ্ন পূরণ হয় তার, তবে নানান ব্যর্থতায় তার ক্যারিয়ারে উত্থান-পতন লেগেই ছিল।

সদ্য ক্রিকেটকে আলবিদা জানিয়েছেন কার্তিক

Dinesh Karthik | Image: Getty Images
Dinesh Karthik | Image: Getty Images

২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির খেতাব জয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন দীনেশ (Dinesh Karthik)। ভারতীয় ক্রিকেটের সেরা ফিনিশার ও প্রাক্তন ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনির ছত্রছায়ায় ক্যারিয়ার সমাপ্ত হয় দীনেশের। ব্যক্তিগত জীবনও ছিল বেদনাদায়ক। তামিলনাড়ু ও টিম ইন্ডিয়ার জনপ্রিয় ব্যাটসম্যান মুরালি বিজয় যিনি ছিলেন দীনেশ কার্তিকের একজন কাছের বন্ধু তিনি দিনেশকে ধোকা দেন। দীনেশের প্রথম স্ত্রী নিকিতা বানজরাকে বিবাহ করেন বিজয়। মানসিক অবসাদে ভুগতে শুরু করেন তিনি। তবে আবার নিজেকে সামাল দেন তিনি, ২০১৫ সালে দ্বিতীয়বার বিবাহ করেন দীনেশ। তারপর থেকেই তার জীবনে আমূল পরিবর্তন দেখা যায়।

Read More: Dinesh Karthik: “মাথাব্যথার কারণ…” কোহলিকে স্পিন দুর্বলতা কাটিয়ে ওঠার পরামর্শ দীনেশ কার্তিকের !!

এই বলিউড সুপারস্টার করবেন কার্তিকের জীবনী

Vikrant Massey
Vikrant Massey | Image: Twitter

দিনেশের এই জীবন কাহিনী পছন্দ করেছেন বলিউডের এক তারকা অভিনেতা। একটি সাক্ষাৎকারে তিনি জানিয়ে দিয়েছেন দীনেশ কার্তিকের (Dinesh Karthik) বায়োপিক করতে তিনি সিংহভাগ প্রস্তুত। সাক্ষাত্কারে, বলিউড অভিনেতা বিক্রান্ত ম্যাসি ভারতীয় ক্রিকেটার দীনেশ কার্তিকের বায়োপিকে অভিনয় করার ইচ্ছা প্রকাশ করেছেন। বলিউড অভিনেতা বিক্রান্ত কার্তিকের জীবনের গল্পটিকে “অনুপ্রেরণামূলক” বলে অভিহিত করেছেন। যদিও দীনেশ কার্তিকের বায়োপিক বিক্রান্ত ম্যাসিকে দেখা যাবে কিনা তা নিয়ে রয়েছে জল্পনা তবে সদ্য কার্তিককে নিয়ে বড় বয়ান দিয়েছেন তিনি, মন্তব্য করে তিনি বলেছেন, “দিনেশের বায়োপিক তৈরি হলে সমস্যা হবে। আমরা এই বিষয়ে একটি কথোপকথন করেছি। খুবই অনুপ্রেরণামূলক গল্প। তিনি ধারাভাষ্য দিতে শুরু করেন তারপর আবার খেলায় ফিরে আসেন, তিনি একজন অসাধারণ লোক। তিনি একজন দুর্দান্ত ব্যক্তিত্ব।

Read Also: বছরের সেরা ছক্কা হাঁকালেন তিলক, হতভম্ব পুরো স্টেডিয়াম !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *