টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতিতে বড় পরিবর্তনের পথে হাঁটল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। এবার ভারত ও শ্রীলঙ্কার মাটিতে যৌথ ভাবে অনুষ্ঠিত হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর বিশ্বকাপের মঞ্চে শিরোপা জয়ের লড়াইয়ে নিজেদের এগিয়ে রাখতে বিশ্বকাপ জয়ী কোচকে গুরু দায়িত্ব দিতে চলেছে শ্রীলঙ্কা দল। ২০১৪ সালে ভারতকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল শ্রীলঙ্কা। তবে দীর্ঘ ১১ বছরের সময়কালে শ্রীলঙ্কা ক্রিকেটের সেভাবে উন্নতি হয়নি। ২০২৪’এর টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে গ্রুপ পর্যায় থেকে ছিটকে গিয়েছিল শ্রীলঙ্কা, কেবলমাত্র একটি ম্যাচ জিততে সক্ষম হয়েছিল তারা।
বিশ্বকাপ জয়ী কোচকে করলো শামিল

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে পাখির চোখ করতে নিজেদের দলকে নতুনভাবে সাজাতে শুরু করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। যে কারণে, ভারতের প্রাক্তন ব্যাটিং কোচ বিক্রম রাঠোরকে জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত করেছে। ভারতীয় ক্রিকেটে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতাই এবার শ্রীলঙ্কার ভরসা। ভারতের পাশাপশি আইপিএলে রাজস্থান রয়্যালস দলের কোচিংয়ের ভূমিকা পালন করে থাকেন। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করছে ভারত ও শ্রীলঙ্কা। ঘরের মাঠে বিশ্বকাপ হওয়ায় শ্রীলঙ্কার প্রত্যাশা অনেক বেশি। সেই কারণেই কোচিং স্টাফে অভিজ্ঞ ও বিশ্বকাপ জয়ী কোচকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। ব্যাটিং কোচ হিসেবে বিক্রম রাঠোরের পাশাপাশি ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন ভারতের প্রাক্তন কোচ রামকৃষ্ণণ শ্রীধর।
Read More: রহস্যময়ীর সঙ্গে প্রেম আদান-প্রদান শ্রেয়সের, ভিডিও ভাইরাল হতেই শুরু চর্চা !!
কোচ হিসাবে প্রতিভার খনি বিক্রম

২০১৪ থেকে ২০২১ সাল পর্যন্ত ভারতীয় দলের ফিল্ডিং কোচ ছিলেন শ্রীধর। তাঁর সময়েই ভারতীয় দল ফিল্ডিংয়ে নতুন মানদণ্ড স্থাপন করে। সেই সংস্কৃতি এবার শ্রীলঙ্কায় আনার লক্ষ্যেই এই নিয়োগ। অন্যদিকে, বিক্রম রাঠোর ২০১৯ সালে ভারতীয় দলের ব্যাটিং কোচ হন। রবি শাস্ত্রীর সঙ্গে কোচিং স্টাফ হিসাবে এন্ট্রি হয়েছিল রাঠোরের। তারপর রাহুল দ্রাবিড়ের সঙ্গেও কাজ করেন বিক্রম। এমনকি, রাহুল দ্রাবিড়ের সহকারী হিসেবে রাজস্থান রয়্যালসের দায়িত্ব পালন করেন। ১৫ জানুয়ারি শ্রীলঙ্কা জাতীয় দলের সঙ্গে যোগ দিয়ে আসন্ন ইংল্যান্ড সিরিজ থেকেই তাঁর কাজ শুরু হবে। খেলোয়াড় হিসেবে রাঠোর খুব বেশি সফল না হলেও কোচ হিসেবে তিনি বারবার নিজেকে প্রমাণ করেছেন। শুধু রাঠোর বা শ্রীধর নয় শ্রীলঙ্কা বোর্ড লাসিথ মালিঙ্গাকেও বিশ্বকাপের আগে শামিল করেছে।