"ওদের ডাল-রুটি জোটে না..", বিরাটকে নিয়ে মন্তব্যকে কটাক্ষ করে মাঞ্জরেকারকে আক্রমণ কোহলির দাদার !! 1

বিশ্ব ক্রিকেটে এখনও টেস্ট ফরম্যাট নিজের ঐতিহ্য ধরে রেখেছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) মতো টুর্নামেন্ট চালু হ‌ওয়ার পর এই ফরম্যাটের জনপ্রিয়তা গত কয়েক বছরে অনেকটই বৃদ্ধি পেয়েছে। গত বছরের শুরুতেই হঠাৎ করে বিরাট কোহলি (Virat Kohli) আন্তর্জাতিক টেস্ট থেকে অবসর ঘোষণা করেন। কম বয়সে লাল বলের ক্রিকেটকে বিদায় জানানোর জন্য ভক্তরা রীতিমতো হতাশ হন। এই বিষয়ে সম্প্রতি সঞ্জয় মাঞ্জরেকারের (Sanjay Manjrekar) মন্তব্য সামনে এসেছে। এই মন্তব্যের জবাবে রীতিমতো কটাক্ষ ছুঁড়ে দিলেন কোহলির দাদা।

Read More: ‘কলকাতায় ঢুকতেই দেব না…’, শাহরুখ খানকে হুঁশিয়ারি দিলেন BJP নেতা, করলেন বিতর্কিত মন্তব্য !!

সঞ্জয় সাঞ্জরেকারের মন্তব্য-

কোহলি
Virat Kohli | Image: Getty Images

সাম্প্রতিক সময় জো রুট (Joe Root), স্টিভ স্মিথ (Steve Smith), কেন উইলিয়ামসনের (Kane Williamson) মতো তারকা ক্রিকেটারদের টেস্ট ক্রিকেটে রাজত্ব করতে দেখা যাচ্ছে। এই ফরম্যাটে দুরন্ত ফর্মে রয়েছেন তারা। ফলে সময়ের আগেই বিরাট কোহলির টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নেওয়া মেনে নিতে পারছেন না সঞ্জয় মাঞ্জরেকার। তিনি সম্প্রতি একটি ভিডিও পোস্ট করে নিজের মনের আবেগ প্রকাশ করেন। এই প্রাক্তন ক্রিকেটার বলেন, “টেস্ট ক্রিকেট ছেড়ে বিরাটের ওডিআই ক্রিকেট খেলা আমায় খুবই অবাক করেছে।

জো রুট, স্টিভ স্মিথ, কেন উইলিয়ামসনের মতো ক্রিকেটার টেস্টে নিজেদের প্রতিষ্ঠিত করে চলেছেন। এটা দেখে আমার বিরাট কোহলির জন্য খুব হতাশ লাগে। অবসরের আগে কিছু সমস্যার মধ্যে পড়েছিলেন কিং কোহলি। শেষ পাঁচ বছরে তার টেস্ট ব্যাটিং গড় ছিল ৩১। কিন্তু তিনি ত্রুটিগুলি সমাধান করে কামব্যাক করলেন না। সমাধান না করে অবসরের পথ বেছে নিলেন বিরাট। এটা খুবই হতাশাজনক।”

মন্তবের জবাব কোহলির দাদার-

Ravi shastri, বিরাট কোহলি
Virat Kohli | Image: Getty Images

সঞ্জয় সাঞ্জরেকারের মন্তব্য মন্তব্য নিয়ে বর্তমানে ক্রিকেট মহলে চর্চা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, ‘বিরাটের (Virat Kohli) অবসর ঘোষণা করা তার নিজস্ব সিদ্ধান্ত। তার মত ব্যাটসম্যান জানেন কখন অবসর ঘোষণা করতে হয়।’ এই আবহে এবার কোহলির দাদা তীব্র কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন। নাম না করে বিকাশ কোহলি (Vikash Kohli) সোশ্যাল মিডিয়ায় চাঞ্চল্যকর পোস্ট করেন।

তিনি লেখন, “অনেকেরই বিরাটের নাম না নিয়ে ডাল-রুটি চলে না।” উল্লেখ্য এখনও পর্যন্ত এই তারকা ব্যাটসম্যান দেশের হয়ে ১২৩ টি টেস্ট ম্যাচে ৯২৩০ রান সংগ্রহ করেছেন। এই ফরম্যাটে গড় ৪৬.৯। টেস্টে তার ব্যাট থেকে এসেছে মোট ৩০ টি শতরান।

Read Also: ৬,৬,৬,৬,৬,৬… দক্ষিণ আফ্রিকায় ব্যাট হাতে ঝড় তুললেন বৈভব সূর্যবংশী, বানালেন ৬৮ রানের গুরুত্বপূর্ণ ইনিংস !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *