মাত্র ১৪ বছর বয়সে বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi) এমন কীর্তি গড়ে তুলেছেন যা সহজে অর্জন করা যায় না। আইপিএলে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ৩৫ বলে সেঞ্চুরি হাঁকিয়েছেন বৈভব সূর্যবংশী। তার এই দুরন্ত সেঞ্চুরির পর সমাজ মাধ্যমে তাকে নিয়ে বেশ চর্চা শুরু হয়েছে। বেশিরভাগ মানুষ তাঁর ইনিংসের প্রশংসা করলেও কিছু মানুষ আছেন যারা তাকে নিয়ে প্রশ্ন তুলছেন। এমনই একজন কিংবদন্তি হলেন বিজেন্দ্র সিং যিনি অলিম্পিকে দেশের জন্য ব্রোঞ্জ পদক জিতেছেন। আর এই প্রাক্তন বক্সার অভিযোগ করেছেন যে বৈভব সূর্যবংশীর বয়সের সাথে জালিয়াতি রয়েছে।
দুরন্ত শতরান হাঁকিয়ে খবরের শিরোনামে বৈভব সূর্যবংশী

প্রসঙ্গত, গুজরাত টাইটান্স দলের বিরুদ্ধে চলতি আইপিএলের ৪৭তম ম্যাচে গুজরাত প্রথমে ব্যাটিং করে রাজস্থানের সামনে ২১০ রানের লক্ষমাত্রা রেখেছিল। আর এই রান তাড়া করতে এসে বকিভব সূর্যবংশীর ৩৮ বলে ৭টি চার ও ১১টি ছক্কায় ১০১ রানের ইনিংস এসেছিল। আর বৈভব সূর্যবংশীর (Vaibhav Suryavanshi) বিস্ফোরক ব্যাটিং দেখার পর, বিজেন্দ্র সিং এক্সে একটি পোস্ট করে লিখেছেন, “আজকাল মানুষ বয়স কমিয়ে ক্রিকেট খেলতে শুরু করেছে।” তবে বিজেন্দ্রর এই পোস্টটি ভালো চোখে নেননি বেশ কিছু ভক্ত। তবে বিজেন্দ্র হঠাৎ করেই বৈভব সূর্যবংশীর বিরুদ্ধে বয়স জালিয়াতির অভিযোগ কেন আনলেন ?
Read More: Vaibhav Suryavanshi: বৈভবের ঝড়ো ইনিংস ক্যারিয়ার শেষ করলো ঈশান-পৃথ্বী’র, জাতীয় দলের দরজা চিরতরে বন্ধ !!
আসলে বৈভবের বয়স ১৪ হলেও উচ্চতায় তিনি বেশ লম্বা। তাছাড়া তিনি যেভাবে আন্তর্জাতিক মানের বোলারদের বিরুদ্ধে ব্যাটিং করেছেন তাতে তার শটগুলো বেশ অসাধারণ দেখিয়েছে। প্রতিটি ছক্কা প্রায় ৯০ মিটারের বেশি দূরে পাঠিয়েছিলেন বৈভব। আর ১৪ বছর বয়সী একজন শিশুর কাছে এত সহজে ব্যাটিং করা সহজ নয় বলেই মনে হচ্ছে অনেকের। যদিও, বিসিসিআইয়ের বয়সভিত্তিক ক্রিকেটে বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi) কখনও বয়স-সম্পর্কিত বিষয়ে ব্যর্থ হননি।
ব্যান হতে পারেন বৈভব

যদি কোনও ভারতীয় ক্রিকেটার বয়স জালিয়াতির অভিযোগে ধরা পড়েন, তাহলে বিসিসিআই তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়। সেই খেলোয়াড়কে নিষিদ্ধও করে বিসিসিআই (BCCI)। আগেও বয়স জালিয়াতির অভিযোগে এক ক্রিকেটারকে দুই বছরের জন্য ব্যান করাও হয়েছিল। পাশাপশি, নিয়ম অনুযায়ী, বিসিসিআইয়ের আয়োজিত কোনো টুর্নামেন্টেও তিনি খেলতে পারবেন না। আগে, অঙ্কিত বাওনে, নীতিশ রানা, রসিক সালাম, মনজোত কালরা, প্রিন্স রাম নিবাস যাদবকেও বয়স জালিয়াতির অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে।