আপাতত ক্রিকেটজনতার ফোকাসে এশিয়া কাপ (Asia Cup 2025)। ৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে টুর্নামেন্ট। গতবারের চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া খেতাবরক্ষার দৌড় শুরু করবে ১০ তারিখ থেকে। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ স্বাগতিক দেশ সংযুক্ত আরব আমিরশাহী। এরপর ১৪ তারিখ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে ‘মেন ইন ব্লু।’ আর ১৯ সেপ্টেম্বর গ্রুপ পর্বে ভারতের শেষ ম্যাচ ওমানের বিপক্ষে। ইংল্যান্ড সফরের পর বিশ্রামেই রয়েছেন তারকারা। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ৪ সেপ্টেম্বর সন্ধ্যের মধ্যে দুবাই পৌঁছাবেন তাঁরা। নাম গোপন রাখার শর্তে সংবাদসংস্থা পিটিআই-কে এক বিসিসিআই কর্তা জানিয়েছেন যে ৫ তারিখ আইসিসি অ্যাকাডেমিতে এশিয়া কাপের (Asia Cup 2025) জন্য অনুশীলন শুরু করতে চলেছে দল। পরিবহন খরচ বাঁচাতে ক্রিকেটারদের ছাড়পত্র দেওয়া হয়েছে নিজ নিজ শহর থেকে দুবাই যাওয়ার।
Read More: এশিয়া কাপের আগেই দু’সংবাদ রশিদ খানের জন্য, হঠাৎ করেই হারালেন প্রিয়জনকে !!
দলীপ ট্রফিতে নেই বিজয়কুমার-

৪ঠা সেপ্টেম্বর যেদিন এশিয়া কাপের (Asia Cup 2025) ‘ক্যাম্পে’ সম্মিলিত হবেন ভারতীয় ক্রিকেটাররা, সেদিনই থেকেই শুরু হচ্ছে দলীপ ট্রফির (Duleep Trophy) সেমিফাইনাল ম্যাচ। বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সের মাঠে মুখোমুখি হওয়ার কথা নর্থ জোন ও সাউথ জোনের। জাতীয় দলের স্কোয়াডে থাকায় নর্থ জোন শিবির ছাড়তে হবে হর্ষিত রাণা, আর্শদীপ সিং-দের (Arshdeep Singh) মত তারকা বোলারদের। ম্যাচ শুরুর আগে উত্তরাঞ্চলের সেই ক্ষতে খানিক প্রলেপ দিতে পারে প্রতিপক্ষ সাউথ জোনের শক্তিক্ষয়। পেস বিভাগের অন্যতম তারকাকে পাচ্ছে না তারাও। বিসিসিআই ফিট সার্টিফিকেট না দেওয়ায় ছিটকে যাচ্ছেন বিজয়কুমার বৈশাখ (Vijaykumar Vyshak)। তাঁর চোট কতটা গুরুতর এখনও স্পষ্ট নয়। তবে বৈশাখ যে মাঠে নামার জন্য প্রস্তুত নন, তা বিজ্ঞপ্তিতে জানিয়ে দিয়েছে বিসিসিআই।
মাসখানেক আগে কোয়াডসের চোটে ভুগছিলেন পেস তারকা। তবে আইপিএল (IPL) খেলার ছাড়পত্র তাঁকে দিয়েছিলেন চিকিৎসকেরা। পাঞ্জাব কিংসের জার্সিতে পাঁচটি ম্যাচও খেলেন তিনি। নেন চার উইকেট। কিন্তু ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট শেষ হওয়ার পর থেকেই ফের অন্তরালে ডান হাতি মিডিয়াম পেসার। টাইমস অফ ইন্ডিয়া সূত্রে জানা গিয়েছে যে আপাতত বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সেই (CoE) বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে রিহ্যাব চলছে তাঁর। বৈশাখের পাশাপাশি আসন্ন সেমিফাইনালে অধিনায়ক তিলক বর্মাকেও (Tilak Varma) পাচ্ছে না দক্ষিণাঞ্চল। হায়দ্রাবাদের তরুণও দুবাই যাচ্ছেন এশিয়া কাপে (Asia Cup 2025) অংশ নিতে। তাঁর বদলে নর্থ জোনের বিপক্ষে দক্ষিণাঞ্চলকে নেতৃত্ব দেবেন কেরলের মহম্মদ আজহারউদ্দিন। হাতের চোটের জন্য সাউথ জোন জার্সিতে দেখা যাবে না সাই কিশোরকেও।
ঘোষণা হয়েছে বিকল্পের নাম-

তড়িঘড়ি বিজয়কুমার বৈশাখের (Vijaykumar Vyshak) বিকল্প বেছে নিয়েছেন নির্বাচকেরা। সুযোগ পেয়েছেন বাসুকি কৌশিক। বৈশাখের মতই তিনিও ডান হাতি মিডিয়াম পেসার। এখনও পর্যন্ত ২৩টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন তিনি। তাঁর পরিসংখ্যান বেশ চমকপ্রদ। ২.১৩ ইকোনমি রেটে নিয়েছেন ৯৩টি উইকেট। গড় ১৭.৩৮। ইনিংসে চারবার পাঁচ উইকেটও নিয়েছেন বাসুকি। এতদিন কর্ণাটকের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলতেন তিনি। কিন্তু এই মরসুমে দলবদলের সিদ্ধান্ত নিয়েছেন কৌশিক (Vasuki Koushik)। ৩২ বর্ষীয় তারকা যোগ দিয়েছেন গোয়াতে। নতুন দলের হয়ে রঞ্জি মরসুম শুরুর আগে দলীপ ট্রফিতে হঠাৎ এসে যাওয়া সুযোগ কাজে লাগাতে চাইবেন তিনি। ইস্ট জোন’কে ধরাশায়ী করে সেমিফাইনালে গিয়েছে নর্থ জোন। যশ ধূল, আয়ুষ বাদোনির মত ব্যাটার রয়েছেন তাদের দলে। জ্বলে উঠতে পারলে নিঃসন্দেহে জায়গা করে নেবেন নির্বাচকদের রেডারে।