আইপিএল ২০২৬ এর জন্য ইতিমধ্যেই সব দল সতর্ক হয়ে উঠেছে। প্রথম বারের জন্য আইপিএল শিরোপা জিতেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু দল। ট্রফি ডিফেন্ড করতে পরবর্তী মৌসুমের জন্য দল গঠন করে নিতে চাইবে আরসিবি সহ বাঁকি ফ্রাঞ্চাইজিগুলি। ফ্র্যাঞ্চাইজিগুলি কোন খেলোয়াড়দের নেবে বা পরবর্তী মরশুমের নিলামে কোন খেলোয়াড়দের ছেড়ে দেবে তার রূপরেখা প্রায় প্রস্তুত করে ফেলেছে। ডিসেম্বর নাগাদ মিনি নিলাম অনিষ্ঠিত হওয়ার কথা রয়েছে আর এই পরিস্থিতিতে একটি বড় খবর প্রকাশ্যে আসতে শুরু করেছে। চেন্নাই সুপার কিংস দলের অলরাউন্ডার বিজয় শঙ্কর (Vijay Shankar) আইপিএল ২০২৬ এর আগেই তার দল পরিবর্তন করে ফেলেছেন। এবারের আইপিএলে ঘরের ছেলেকে ঘরে ফিরে পেয়েছিল চেন্নাই ভিত্তিক ফ্রাঞ্চাইজি। এখন বিজয় শঙ্করকে নিজের দলের হয়ে নয়, অন্য কোনও দলের হয়ে খেলতে দেখা যাবে।
দল ছাড়লেন বিজয় শঙ্কর

আসলে বিজয় শঙ্কর ২০২৫ সালের আইপিএলে চেন্নাই সুপার কিংসের (CSK) অংশ ছিলেন। কিন্তু তিনি চেন্নাই সুপার কিংস (সিএসকে) ছেড়ে যাননি। তবে বিজয় তাঁর ঘরোয়া দল তামিলনাড়ু ছাড়তে চলেছেন। ঘরোয়া ক্রিকেটে নতুন দলে খেলতে দেখা যাবে তাঁকে। প্রায়, ১৩ বছর তামিলনাড়ুতে কাটানোর পর, এখন তাকে ত্রিপুরার হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন বিজয়। ঘরোয়া ক্রিকেটে প্রায় এক দশকের বেশি সময় কাটিয়েছেন বিজয়। দলের মিডল অর্ডারের একজন নির্ভরযোগ্য ব্যাটসম্যান ছিলেন তিনি। সাথে বোলিংয়ের হাতও মন্দ ছিল না তাঁর। এখন পরবর্তী মরশুম থেকে তাকে তামিলনাড়ুর পরিবর্তে ত্রিপুরা দলের হয়ে খেলতে দেখা যেতে পারে।
Read More: BCCI সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হল রজার বিন্নিকে, এবার টিম ইন্ডিয়ার নতুন বস হলেন এই অভিজ্ঞ ক্রিকেটার !!
আইপিএল দল থেকেও পড়বেন বাদ

চলতি ‘বুচি বাবু টুর্নামেন্টে’ প্রথমার্ধের ম্যাচগুলো তিনি তামিলনাড়ুর হয়ে খেললেও বাঁকি ম্যাচগুলো তাঁকে ত্রিপুরার হয়ে খেলতে দেখা যাবে। প্রসঙ্গত এবারের আইপিএলে চেন্নাই সুপার কিংসে আসার আগে বিজয় গুজরাট টাইটান্সের অংশ ছিলেন। কিন্তু খারাপ পারফরম্যান্সের কারণে ফ্র্যাঞ্চাইজি তাকে ছেড়ে দিয়েছিল। এবারের আইপিএলেও সেভাবে ছন্দ দেখাতে পারেননি তিনি। সিএসকে-র হয়ে মাত্র ৬টি ম্যাচ খেলেছেন, যেখানে তিনি মাত্র ১১৮ রান করেছেন। আগামী মৌসুমের আগে তাঁকে ছেড়ে দিতে পারে সিএসকে ম্যানেজমেন্ট। ২০১৮ সালে ভারতীয় দলে অভিষেক হয়েছিল শঙ্করের। ২০১৯ সালেই ক্যারিয়ার শেষ হয় তাঁর। এই সময়কালে তিনি ১২টি ওডিআই ও ৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন।