আগামী ম্যাচেই দলে ফিরছেন ভারতের এই ওপেনার 1

আগামী ম্যাচেই দলে ফিরছেন ভারতের এই ওপেনার 2

প্রায় এক মাস পর ভারতীয় টেস্ট দলের ওপেনা মুরালী বিজয় প্রতিযোগিতা মূলক ক্রিকেটে ফিরে এলেন। তিনি টিএনপিএলে মুরালী বিজয় লায়কা কোভাই কিংসের হয়ে ১০ আগস্ট মাধূরাই সুপার জায়ন্টের বিরুদ্ধে মাঠে নামবেন। মুরালী বিজয় সর্বশেষ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতকে প্রতিনিধিত্ব করেছেন এবং কোমরের ইন্জুরির কারনে আইপিএলে খেলতে পারেন নি।এরপর তিনি ফিরে আসার জন্য স্থানীয় লীগকে বেছে নিয়েছিলেন এবং শ্রীলংকাগামী ভারতীয় দলে ডাক পেয়েছিলেন। কিন্তু তিনি জানান যে তিনি আবারো কোমরের ব্যাথা অনুভব করছেন এবং এরফলে নির্বাচকরা তার পরিবর্তে শেখর ধাওয়ান কে দলে ডাকেন এবং তাকে বিশ্রামে থাকতে বলেন

বর্তমানে তিনি সম্পূর্ণ সেরে উঠেছেন এবং টিএনপিলে তার দলকে সম্পূর্ণ ভাবে প্রতিনিধিত্ব করার জন্য তৈরী। তিনি দলকে এমন সময় প্রতিনিধিত্ব করছেন তখন দল খুব সংকটময় অবস্থায় রয়েছে। তার দল তাদের চার ম্যাচের ভিতর মাত্র এক ম্যাচ জয়ী হয়ে ষষ্ঠ অবস্থানে আছে এবং পরবর্তী পর্যায় যাওয়ার আশা বাচিয়ে রাখতে হলে পরের তিনটি ম্যাচ অবশ্য ই জিততে হবে।

লায়কা কোভাই কিংস কে যখন পরের সবগুলো খেলা অবশ্যই জিততে ই হবে তখন ই তারা হারাচ্ছেন তাদের অন্যতম সেরা খেলোয়ার বিজয় সংকর কে। বিজয় সংকর ভারতীয় দলের হয়ে খেলতে দক্ষিণ আফ্রিকায় যাচ্ছেন। তিনি বর্তমানে দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে দলের সাথে অবস্থানরত প্রিয়াঙ্ক পানচালের বদলে দুম্যাচের আনঅফিসিয়াল টেস্ট ম্যাচে ভারতীয় এ দলের হয়ে খেলবেন। প্রিয়াঙ্ক পানচাল জ্বরের কারনে দক্ষিণ আফ্রিকা এ দলের বিরুদ্ধে দুম্যাচের আনঅফিসিয়াল টেস্ট সিরিজ খেলতে পারবেন না। ত্রিদেশীয় ওয়ান ডে সিরিজে ভারতীয় এ দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। একটি ম্যাচে বিজয় সংকর ৭২ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন, যখন এক প্রান্ত আগলে খেলা থাকা দরকার ছিল। আগামী ১২ আগস্ট হতে শুরু হতে যাচ্ছে দুম্যাচের আনঅফিসিয়াল টেস্ট সিরিজ, যার দ্বিতীয় ও শেষ টেস্ট হবে আগামী ১৯ আগস্ট।

Nazmus Sajid

Sports Fanatic!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *