“থাপ্পড় দেব তোকে…” ম্যাচ শেষে অভিষেককে একহাত নিলেন বিজয় ধাইয়া, ভিডিও ভাইরাল !! 1

সমাপ্ত হয়েছে আইপিএল ২০২৫’এর (IPL 2025) ৬১তম ম্যাচ। গতকাল সানরাইজার্স হায়দ্রাবাদের (SRH) কাছে ৬ উইকেটে পরাজিত হয়েছে লখনৌ সুপার জায়ান্টস (LSG)। গতকাল ম্যাচে সানরাইজার্সের কাছে পরাজিত হওয়ার পর চলতি আইপিএল থেকে ছিটকে যেতে হলো লখনৌ সুপার জায়ান্টস (LSG) দলকে। ১২ ম্যাচ খেলে পন্থদের সংগ্রহ ১০ পয়েন্ট। আর এই পয়েন্ট নিয়ে এবারের আইপিএল প্লে-অফ খেলা সম্ভব নয়। তবে গতকাল ম্যাচে লখনৌ দলের তারকা স্পিনার দিগবেশ রাঠির (Digvesh Rathi) এবং অভিষেক শর্মার (Abhishek Sharma) দ্বন্দ্ব সমাজ মাধ্যমের হট টপিক হয়ে উঠেছে।

অভিষেকের সঙ্গে বচসায় জড়ান দিগবেশ

Ipl 2025
Abhishek Sharma and Digvesh Rathi | Image: Getty Images

আসলে, গতকাল প্রথমে ব্যাটিং করতে এসে লখনউ সুপার জায়ান্টস ২০ ওভারে ৭ উইকেটে ২০৫ রান বানিয়েছিল। সেই রান তাড়া করতে এসে অভিষেক শর্মা (Abhishek Sharma) প্রথম থেকেই মারমূখী ব্যাটিং করতে থাকেন। অভিষেক মাত্র ১৮ বলেই অর্ধ শতরান হাঁকিয়ে লখনৌকে ম্যাচ থেকে প্রায় বার করেই দিয়েছিলেন। পন্থ দিগবেশকে অষ্টম ওভারে ফিরিয়ে আনেন এবং ওভারের তৃতীয় বলে তিনি অভিষেককে প্যাভিলিয়নে ফেরান। আর তারপরই দিগবেশ তাঁর ‘নোটবুক’ সেলিব্রেশনটি করার সাথে সাথে অভিষেককে ড্রেসিং রুমে ফিরে যাওয়ার ইঙ্গিত দেন এবং কিছু বলতেও শোনা গিয়েছিল তাকে। আর তারপর দিগবেশের দিকে তেড়ে আসেন অভিষেক।

দুজনকে সামলাতে গিয়ে হস্তক্ষেপ করেন আম্পায়ার মাইকেল গফও। তবে, তাদের মধ্যে বাকবিতন্ডা থামার নামই নিচ্ছিল না।শেষমেষ অভিষেক মাঠ ছেড়ে চলে যান। তবে, অন্যদিকে ম্যাচ শেষেও দুই খেলোয়াড়ের মধ্যে বন্ধ হয়নি সেই দ্বন্দ্ব। খেলা শেষে যখন উভয় দল করমর্দনে লিপ্ত হয় তখন দিগবেশের সঙ্গে আবার কিছু বলতে দেখা যায় অভিষেককে। সেই সময় দিগবেশের আগে দাঁড়িয়ে ছিলেন লখনৌ দলের পরামর্শদাতা বিজয় ধাইয়া।

পরিস্থিতি সামাল দেন ধাইয়া

Ipl 2025
Vijay Dahiya and Abhishek Sharma | Image: Twitter

অভিষেকের সাথে বিজয় প্রথমে কিছুক্ষন কথা বলেন, তারপরেই দিগবেশের সাথে হাত মেলাতে গিয়ে অভিষেক আবার তাঁর সাথে কথা বলতে শুরু করেন। তখনই বিজয় ধাইয়া অভিষেকের গালে হাত রাখেন এবং তখন অভিষেক সামনের দিকে এগিয়ে যান। দুজনের মধ্যে এই বাকবিতন্ডার জেরে সমস্যায় পড়তে হয়েছে দুজনকেই। প্রথমত দিগবেশ রাঠির ৫০ শতাংশ ম্যাচ ফাইন হয়েছে এবং আগামী ম্যাচের জন্য তাকে বরখাস্ত করা হয়েছে, পাশাপাশি অভিষেক শর্মাকে (Abhishek Sharma) ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে।

Read Also: এশিয়া কাপ থেকে ভারত নাম তুলে নেওয়ায় মালামাল নেপাল, করবে এই টুর্নামেন্ট আয়োজন !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *