এশিয়া কাপ আয়োজন নিয়ে ভারত ও পাকিস্তানের ক্রিকেটসম্পর্ক একেবারে তলানিতে এসে ঠেকেছে। এমনিতেই দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ বহুদিন। শেষবার ভারত পাকিস্তান গিয়েছিলো ২০০৮ সালের এশিয়া কাপ খেলতে। সেই বছর’ই ২৬শে নভেম্বর মুম্বই-এর তাজ হোটেল সহ বেশ কয়েকটি জায়গায় জঙ্গী নাশকতার পর আর পাকিস্তানের মাটিতে ভারত-পাক দ্বৈরথ দেখা যায় নি। ২০০৯ সালে ওয়াঘার ওপারে যাওয়ার কথা থাকলেও তা বাতিল করে ‘মেন ইন ব্লু।’ ২০১২ সালে পাক দল শেষবার ভারতে এসেছিলো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে। এরপর আর দ্বিপাক্ষিক সিরিজ হয় নি দুই দেশের মধ্যে। দুই পড়শি দেশের মধ্যে সামান্য যেটুকু ক্রিকেটীয় সম্পর্ক ছিলো, তাও এবার মুছে যাওয়ার মুখে। ২০২৩ এর সেপ্টেম্বরে পাকিস্তানে আয়োজিত হওইয়ার কথা ছিলো এশিয়া কাপ তবে পাক ভূমে পা রাখতে নারাজ ভারতীয় দল। নিরপেক্ষ কোনো দেশে হোক প্রতিযোগিতা এই দাবী তুলেছে তারা। এতেই চটেছে পাকিস্তানের ক্রিকেটমহল। ভারতকে লক্ষ্য করে একের পর এক বাক্যবাণ ছুঁড়ছেন সেদেশের ক্রিকেট বিশেষজ্ঞরা। প্রাক্তন পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রধান রামিজ রাজা (Ramiz Raja) থেকে শুরু করে, সঈদ আনোয়ার (Saeed Anwar), শাহীদ আফ্রিদিদের (Shahid Afridi) মত অনেকেই এই বিতর্কে নাম লিখিয়েছেন। ভারত থেকেও তাঁদের মন্তব্যের পাল্টা দিয়েছেন ইরফান পাঠান, গৌতম গম্ভীরেরা। গতকাল এই বিতর্কে নাম লিখিয়েছিলেন জাভেদ মিয়াদাঁদ। ভারতের উদ্দেশ্যে কটুক্তি করেন তিনি। এবার তাঁকে পাল্টা দিলেন প্রাক্তন ভারতীয় পেসার বেঙ্কটেশ প্রসাদ (Venkatesh Prasad)।
এশিয়া কাপ সরতে চলেছে পাকিস্তান থেকে-

ভারতের ক্রিকেট বোর্ড সচিব জয় শাহ (Jay Shah) আগেই জানিয়েছিলেন পাকিস্তানে গিয়ে খেলতে রাজী নন তাঁরা। সেইদেশের রাজনৈতিক পরিস্থিতি ক্রিকেটের অনুকূল নয়। ক্রিকেটারদের সুরক্ষার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত বলে স্পষ্ট করে দিয়েছিলেন তিনি। এরপর থেকেই একের পর এক বিরূপ মন্তব্য আসতে শুরু করে সীমান্তের ওপার থেকে। পাকিস্তানকে ক্রিকেটের জন্য আদর্শ এবং নিরাপদ দাবী করে ভারতের দিকে আক্রমণ শানান পাক ক্রিকেটবোদ্ধারা। গত বছরে উর্দু নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তৎকালীন পাক বোর্ড প্রধান রামিজ রাজা (Ramiz Raja) বলেছিলেন, “ভারতে আগামী বছর যে একদিনের বিশ্বকাপ হওয়ার কথা আছে, পাকিস্তান যদি সেখানে না খেলে, তবে খেলা দেখবে কে? আমাদের অবস্থান স্পষ্ট, যদি ভারত এখানে আসে, আমরাও যাবো বিশ্বকাপ খেলতে। যদি ওরা না আসে, তবে আমাদের ছাড়াই বিশ্বকাপ খেলতে হবে ভারত’কে। আগ্রাসী নীতি নেওয়ার কথা ভাবছি আমরা।” আরেক প্রাক্তণী সঈদ আনোয়ার (Saeed Anwar) পাকিস্তান বোর্ডকে পরামর্শ দিয়েছিলেন ভারতের বিরুদ্ধে আইসিসি’র কাছে অভিযোগ জানানোর। বলেন ভারত থেকে বিশ্বকাপ কোনো নিরপেক্ষ দেশে সরিয়ে দেওয়ার দাবী জানানোর। তবে সুরক্ষা বিষয়ে ভারতের দাবী যে ভিত্তিহীন নয় তার প্রমাণ সম্প্রতি দেখেছে ক্রিকেটদুনিয়া। পেশোয়ারে ভয়াবহ বিস্ফোরণ হয়েছে কিছুদিন আগেই। এমনকি কোয়েট্টাতে PSL এর প্রদর্শনী ম্যাচ চলাকালীন স্টেডিয়ামের অদূরেই বোমা বিস্ফোরণ হয়। মাঠে দেখা যায় পাথরবৃষ্টি। আয়োজক দেশ নিয়ে বিতর্কের আবহে সম্প্রতি বাহরিনে ACC (Asian Cricket Council)-এর বৈঠক বসেছিলো। সেখানে পাকিস্তান থেকে এশিয়া কাপ সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলেই সূত্র মারফত জানা গিয়েছে।
মিয়াদাঁদের কুবাক্যের পালটা দিলেন বেঙ্কটেশ প্রসাদ-

এশিয়া কাপ বিতর্কে মুখ খুলে বিতর্ক বাড়িয়েছিলেন পাকিস্তানের কিংবদন্তী ক্রিকেটার জাভেদ মিয়াদাঁদ (Javed Miandad)। ভারতকে তীব্র আক্রমণ করে মিয়াদাঁদ বলেন, “ভারত যদি এশিয়া কাপ খেলতে পাকিস্তানে না আসে, তবে জাহান্নামে যাক ওরা। ভারতকে ছাড়াও পাকিস্তান ক্রিকেট টিকে থাকবে।” প্রতিবেশী দেশ সম্পর্কে এমন শব্দের ব্যবহার ভালো চোখে নেন নি ভারতের ক্রিকেটজনতা। সমাজমাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়েন মিয়াদাঁদ। ক্ষুব্ধ হয়েছেন ভারতের প্রাক্তন পেসার বেঙ্কটেশ প্রসাদও (Venkatesh Prasad)। এর আগে মাঠের লরাইতে পাকিস্তান’কে জবাব দেওয়ার নজির রয়েছে তাঁর। ১৯৯৬ বিশ্বকাপে প্রসাদের বলে চার মেরে আমির সোহেল (Amir Sohail) ব্যাট দিয়ে ইঙ্গিত করে বলেছিলেন বাউন্ডারি থেকে বল কুড়িয়া আনতে। পরের বলেই সোহেলের উইকেট উড়িয়ে দিয়েছিলো বেঙ্কটেশ প্রসাদের (Venkatesh Prasad) ডেলিভারি। পাক ঔদ্ধত্য’ক আরও একবার মাঠের বাইরে পাঠালেন কর্ণাটকের ক্রিকেটার। ট্যুইটারে মিয়াদাঁদের (Javed Miandad) বক্তব্যের পাল্টা তিনি লেখেন, “নরকে যেতেই তো রাজী হচ্ছে না ওরা।” ‘ওরা’ বলতে তিনি ‘টিম ইন্ডিয়া’কে বুঝিয়েছেন আর ‘নরক’ বলতে তিনি এখানে পাকিস্তানকে বুঝিয়েছেন বলেই মনে করা হচ্ছে। বর্তমানে তীব্র আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে পাকিস্তান। মূল্যবৃদ্ধির কোপে পড়ে জীবনধারণ প্রায় অসম্ভব হয়ে পড়েছে সাধারণ জনগণের কাছে। খাদ্য, বিদ্যুতের সংকট দেখা দিয়েছে। এর সাথে রয়েছে রাজনৈতিক অচলাবস্থা। পড়শি দেশের এই দুঃসহ সামাজিক অবস্থার দিকেই ইঙ্গিত প্রসাদের।
দেখে নিন বেঙ্কটেশ প্রসাদের ট্যুইট’টি-
But they are refusing to go to hell 🙂 https://t.co/gX8gcWzWZE
— Venkatesh Prasad (@venkateshprasad) February 6, 2023
Read More: Top 5: ৫ ভারতীয় ক্রিকেটার যারা হয়েছেন প্রতারণার শিকার, হারিয়েছেন কোটি কোটি টাকা !!