IPL 2025: অভিষেক নায়ার এন্ট্রি নিতেই কপাল পুড়লো আইয়ারের, একাদশ থেকে করছেন আউট !! 1

IPL 2025: কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) চলতি আইপিএলে নতুন অধিনায়ক আজিঙ্কা রাহানের (Ajinkya Rahane) নেতৃত্বে খুব বেশি চমক দিতে পারেনি। ৭ ম্যাচের মধ্যে তারা ৪ ম্যাচে হারের সম্মুখীন হয়ে চাপের মুখে পড়েছে। সোমবার ইডেন গার্ডেন্সে নাইট বাহিনী গুজরাট টাইটান্সের (Gujarat Titans) বিপক্ষে মাঠে নামবে। তার আগেই দলে সহকারী কোচ হিসেবে অভিষেক নায়ার (Abhishek Nayar) যোগ দিয়েছেন। তার তত্ত্বাবধানেই গত বছর কলকাতা ট্রফি জয় করেছিল। এবার তিনি দলের প্রবেশ করেই একাদশে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন করে রীতিমতো চমক দিতে চলেছেন।‌

Read More: আইপিএলের মধ্যেই প্রাক্তন ভারতীয় অধিনায়কের ওপর অ্যাকশন, স্টেডিয়াম থেকে সরানো হলো নাম !!

একাদশে বড়ো পরিবর্তন করছেন অভিষেক-

IPL 2025: অভিষেক নায়ার এন্ট্রি নিতেই কপাল পুড়লো আইয়ারের, একাদশ থেকে করছেন আউট !! 2
Venkatesh Iyer | Image: Getty Images

গত বছর অভিষেক নায়ার (Abhishek Nayar) কলকাতা নাইট রাইডার্সের হয়ে সহকারী কোচ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। যার ফলে তিনি জাতীয় দলের সহকারী কোচ হিসেবে সুযোগ পান। তবে বর্তমানে বিসিসিআই অভিষেক নায়ারের (Abhishek Nayar) চুক্তি বাতিল করে দওয়ায় তিনি আবার নাইট শিবিরে যোগ দিয়েছেন। দলে এসেই তিনি এবার একাদশে ঘটালেন বড়ো রদবদল। সূত্র গুজরাট টাইটান্সের (Gujarat Titans) বিপক্ষে ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer) কেকেআর একাদশ থেকে বাদ দেওয়া হচ্ছে। সাম্প্রতিক সময় ধারাবাহিকভাবে ব্যাট হাতে ব্যর্থ হচ্ছেন এই তারকা ব্যাটসম্যান। পাঞ্জাব কিংসের (PBKS) বিপক্ষে মাত্র ১১১ তাড়া করতে নেমে দায়িত্বজ্ঞানহীন ব্যাটিং করে মাত্র ৭ রানে আউট হয়ে সমর্থকদের হতাশ করেন ভেঙ্কটেশ (Venkatesh Iyer)। তিনি চলতি আইপিএলের ৭ ম্যাচে করেছেন মাত্র ১২১ রান। ২৩.৭৫ কোটি টাকার এই তারকার ব্যাট থেকে এই বছর টুর্নামেন্টে এসেছে মাত্র একটি অর্ধশতরান। তাই তাকে একাদশের বাইরে পাঠাতে চলেছেন কর্মকর্তারা।

চোট সমস্যাও রয়েছে ভেঙ্কটেশের-

IPL 2025: অভিষেক নায়ার এন্ট্রি নিতেই কপাল পুড়লো আইয়ারের, একাদশ থেকে করছেন আউট !! 3
Venkatesh Iyer | Image: Getty Images

এই বছর রঞ্জি ট্রফিতে ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer) মধ্যপ্রদেশের হয়ে কেরালার বিপক্ষে ম্যাচ চলাকালীন গোড়ালিতে চোট পেয়েছিলেন। চলতি আইপিএলেও চোট সমস্যা তার পিছু ছাড়ছে না ফলে সেই দিকটিও কর্মকর্তাদের চিন্তায় রেখেছে। রবিবার অনুশীলনের সময় এই তারকা ব্যাটসম্যানকে হাঁটুতে আইসপ্যাক বাঁধা দেখতে পাওয়া যায়। তিনি দীর্ঘক্ষণ হাঁটতে এই আইসপ্যাক লাগিয়ে রেখেছিলেন।

একাদশে প্রবেশ করবেন অভিজ্ঞ তারকা-

IPL 2025: অভিষেক নায়ার এন্ট্রি নিতেই কপাল পুড়লো আইয়ারের, একাদশ থেকে করছেন আউট !! 4
Manish Pandey | Image: Getty Images

ভেঙ্কটেশ আইয়ারের বদলে অভিষেক নায়ার মনিশ পান্ডেকে (Manish Pandey) goদলে এনে চমক দিতে পারেন। এই তারকা ব্যাটসম্যান ২০১৪ সালে নাইট রাইডার্সকে ট্রফি এনে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ফাইনালে কিংস ইলেভেন পাঞ্জাবের (বর্তমানে পাঞ্জাব কিংস) বিপক্ষে করেছিলেন ৫০ বলে ৯৪ রান। এখনও পর্যন্ত আইপিএলে ১৭২ ম্যাচে ৩৮৬৯ রান করেছেন মনিশ পান্ডে। চলতি আইপিএলে কলকাতার (KKR) হয়ে মাত্র ১ টি ম্যাচে মাঠে নামার সুযোগ পেয়েছিলেন তিনি। সুযোগ পেলে এই অভিজ্ঞ ব্যাটসম্যান কলকাতার হয়ে ম্যাচ জয়ের নায়ক হয়ে উঠতে পারেন বলে বিশেষজ্ঞরা মনে করছেন। তাই একাদশে অভিষেক নায়ার মনিশ পান্ডেকে (Manish Pandey) একাদশে নিয়ে এসে ব্যাটিং অর্ডারকে আরও শক্তিশালী করতে চাইছেন।

কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য একাদশ-

কুইন্টন ডি কক (উইকেটকিপার), সুনীল নারিন, আজিঙ্কা রাহানে (অধিনায়ক), অঙ্গকৃষ রঘুবংশী, মনিশ পান্ডে, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, হর্ষিত রানা, বৈভব অরোরা, এনরিচ নরখিয়া

ইম্প্যাক্ট প্লেয়ার- বরুণ চক্রবর্তী/ভেঙ্কটেশ আইয়ার

Read Also: IPL 2025: বিরাটের সেলিব্রেশনে ‘বিরক্ত’ শ্রেয়স, মাঠের মধ্যেই তুমুল বচসা দুই তারকার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *