IPL 2025: চোটের কারণে চেন্নাইয়ের বিপক্ষে নেই তারকা ব্যাটসম্যান, নাইট শিবিরে চিন্তার ভাঁজ !! 1

IPL 2025: কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) আজ জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) বিপক্ষে শেষ মুহূর্তের প্রস্তুতি শুরু করে দিয়েছে। প্লে অফের দৌড়ে এগিয়ে থাকতে হলে প্রতিটি ম্যাচেই বড়ো ব্যবধানে জয় তুলে নিতে হবে আজিঙ্কা রাহানেদের (Ajinkya Rahane)। কিন্তু নাইট একাদশের একাধিক সমস্যা এখনও কর্মকর্তাদের চিন্তার মধ্যে রেখেছে। এইরকম পরিস্থিতিতে এবার তারকা ব্যাটসম্যান ভেঙ্কটেশ আইয়ারকে (Venkatesh Iyer) নিয়ে চাপের মুখে পড়েছে কলকাতা। তাকে ছাড়াই আজ মাঠে নামতে হতে পারে গতবারের চ্যাম্পিয়নদের।

Read More: ‘বিরাট কোহলি একটা জোকার…’ ক্রিকেট তারকাকে নেটমাধ্যমে তুলোধোনা গায়ক রাহুল বৈদ্য’র !!

একাদশে নেই ভেঙ্কটেশ-

IPL 2025: চোটের কারণে চেন্নাইয়ের বিপক্ষে নেই তারকা ব্যাটসম্যান, নাইট শিবিরে চিন্তার ভাঁজ !! 2
Venkatesh Iyer | Images: Getty Images

কলকাতা নাইট রাইডার্স (KKR) এখনও পর্যন্ত ১১ ম্যাচের মধ্যে ৫ ম্যাচে জয় তুলে নিয়ে প্লে অফের দৌড়ে আশা বজায় রেখেছে। শেষ ৩ ম্যাচেও জয় তুলে নিয়ে শেষ চারে পৌঁছাতে চাইছে আজিঙ্কা রাহানের (Ajinkya Rahane) দল। আজ চেন্নাইয়ের বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে মাঠে নামতে চলেছেন নাইট বাহিনী। চেন্নাই সুপার কিংস (CSK) চলতি আইপিএলে সেইভাবে নজর কাড়তে না পারলেও মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) যেকোনো সময় সমস্ত পরিসংখ্যান বদলে দিতে পারেন। ফলে ৫ বারের চ্যাম্পিয়নদের একেবারেই হালকাভাবে নিচ্ছে না নাইটরা। তবে চেন্নাই সুপার কিংসের (CSK) বিপক্ষে ম্যাচের আগে এবার কেকেআরের জন্য চিন্তা বাড়াচ্ছেন ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer)। তিনি শেষ ম্যাচে রাজস্থান রয়্যালসের (RR) বিপক্ষে ম্যাচ চলাকালীন ফিল্ডিং করার সময় চোট পেয়েছিলেন। চোট এতটাই গুরুতর ছিল যে মাঠে ফিজিও ছুটে আসেন এবং ভেঙ্কটেশ (Venkatesh Iyer) মাঠ ছাড়তে বাধ্য হন। এখনও পর্যন্ত এই তারকার চোট নিয়ে অফিসিয়ালি কিছু জানা না গেলেও সূত্র অনুযায়ী তিনি চেন্নাইয়ের বিপক্ষে নাইট একাদশে থাকবেন না। তার বদলে মনিশ পান্ডে জায়গা পেতে পারেন।

ধারাবাহিক ভাবে ব্যর্থ ভেঙ্কটেশ-

IPL 2025: চোটের কারণে চেন্নাইয়ের বিপক্ষে নেই তারকা ব্যাটসম্যান, নাইট শিবিরে চিন্তার ভাঁজ !! 3
Venkatesh Iyer | Images: Getty Images

গত বছর ফাইনালে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) হয়ে অপরাজিত ৫২ রান সংগ্রহ করে দলকে ট্রফি এনে দিয়েছিলেন ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer)। ফলে এই বছর আইপিএলেয মেগা নিলামের আগে এই তারকা ব্যাটসম্যানকে ২৩.৭৫ কোটি টাকায় রেকর্ড দামে ধরে রাখে নাইট বাহিনী। কিন্তু চলতি টুর্নামেন্টে ব্যাট হাতে ধারাবাহিকভাবে ব্যর্থ হয়ে সমালোচনার মুখে পড়েছেন ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer)। তিনি এখনও পর্যন্ত ১১ ম্যাচে মাত্র একটি অর্ধশতরানের সঙ্গে মোট ১৪২ রান সংগ্রহ করেছেন। ফলে এই তারকা ব্যাটসম্যানকে নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু করেছেন কর্মকর্তারা। অন্যদিকে ওপেনিং জুটিও সেইভাবে এখনও সফলতা খুঁজে পাইনি। রহমানুল্লাহ গুরবাজের (Rahmanullah Gurbaz) ওপর ভরসা রাখার চেষ্টা করছে দল। এইরকম পরিস্থিতিতে মিডল অর্ডারে একজন অভিজ্ঞ ব্যাটসম্যানকে আনতে চাইছেন নাইট কর্মকর্তারা।

কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য একাদশ-

রহমানুল্লাহ গুরবাজ (উইকেটকিপার), সুনীল নারিন, আজিঙ্কা রাহানে (অধিনায়ক), অঙ্গকৃষ রঘুবংশী, মনিশ পান্ডে, রিঙ্কু সিং, ম‌ঈন আলী, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী

ইম্প্যাক্ট প্লেয়ার- হর্ষিত রানা/রোভমান পাওয়েল

Read Also: শুভমান গিলের টানে ওয়াংখেড়েতে হাজির অবনীত কৌর, IPL’এর পরেই হবে ‘চার হাত’ এক !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *