IPL 2025: গতবারের চ্যাম্পিয়ন দল কলকাতা নাইট রাইডার্সকে (Kolkata Knight Riders) নিয়ে এই বছরের ভক্তদের মধ্যে প্রত্যাশা রয়েছে। কিন্তু টুর্নামেন্টের লিগ পর্বে একের পর এক গুরুত্বপূর্ণ ম্যাচে হেরে প্লে অফের দৌড়ে অনেকটাই পিছিয়ে পড়েছে আজিঙ্কা রাহানের (Ajinkya Rahane) দল। ফলে বাকি ৪ টি ম্যাচ নাইট বাহিনীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজ ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) বিপক্ষে মাঠে নামতে চলেছে কেকেআর। তবে তার আগেই দলের কোন্দল এবার প্রকাশ্যে এলো। ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer) বর্তমানে কর্মকর্তাদের দুই চোখের বিষ হয়ে উঠেছেন।
Read More: IPL 2025: নিষিদ্ধ ড্রাগস নিয়ে নির্বাসিত রাবাডা, ফাঁস আইপিএল অনুপস্থিতির রহস্য !!
ভেঙ্কটেশকে নিয়ে সমস্যায় নাইট বাহিনী-

ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer) গত বছর কলকাতা নাইট রাইডার্সকে (KKR) ট্রফি এনে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ফাইনালে তার ব্যাট থেকে এসেছিল দুর্দান্ত একটি অর্ধশতরান। ফলে ২৩.৭৫ কোটি টাকার রেকর্ড দামে এই তারকা ব্যাটসম্যানকে ধরে রেখেছে নাইট বাহিনী। কিন্তু চলতি আইপিএলে একেবারেই ছন্দে নেই ভেঙ্কটেশ (Venkatesh Iyer)। ১০ ম্যাচে ১ টি মাত্র অর্ধশতরানের সঙ্গে সংগ্ৰহ করেছেন মাত্র ১৪২ রান। ফলে নাইট কর্মকর্তারা রীতিমতো ক্ষুব্ধ এই ব্যাটসম্যানের ওপর। উল্লেখ্য দিল্লি ক্যাপিটালসের (DC) বিপক্ষে ম্যাচ চলাকালীন আজিঙ্কা রাহানে (Ajinkya Rahane) চোট পাওয়ায় তিনি মাঠ ছাড়ে বেরিয়ে যান। সেই সময় সুনীল নারিনের (Sunil Narine) ওপর অধিনায়কত্বের দায়িত্ব তুলে দেওয়া হয়। সহ অধিনায়ক হিসেবে ভেঙ্কটেশ আইয়ারের (Venkatesh Iyer) ওপর ভরসা করতেই পারেননি কর্মকর্তারা। ফলে নাইট একাদশের বাইরেও চলে যেতে পারেন ভেঙ্কটেশ আইয়ার। নাইট কর্মকর্তাদের সঙ্গে এই তারকা ব্যাটসম্যানের কোন্দল বর্তমানে ক্রিকেট মহলে চর্চার বিষয় হয়ে উঠেছে।
প্লে অফের লড়াইয়ে কলকাতা-

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) বিপক্ষে উদ্বোধনী ম্যাচেই কলকাতা নাইট রাইডার্স (KKR) ঘরের মাঠে হারের সম্মুখীন হয়েছিল। তারপর দ্বিতীয় ম্যাচে রাজস্থান রয়্যালসকে (RR) হারিয়ে ঘুরে দাঁড়ায় আজিঙ্কা রাহানের দল। কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স (MI) এবং লখনউ সুপার জায়ান্টসের (LSG) বিপক্ষে হারের সম্মুখীন হয়ে আবারও পিছিয়ে পড়ে কলকাতা। বর্তমানে ১০ ম্যাচের মধ্যে ৪ ম্যাচে জয় তুলে নিয়ে মোট ৯ পয়েন্ট সংগ্রহ করেছে গতবারের চ্যাম্পিয়নরা। প্লে অফের দৌড়ে এগিয়ে থাকতে হলে শেষ চার ম্যাচে বড়ো ব্যবধানে জয় তুলে নিতে হবে তাদের। নেট রান-রেট খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আন্দ্রে রাসেলদের (Andre Russell) জন্য। অন্যদিকে রাজস্থান রয়্যালসের (RR) পর চেন্নাই সুপার কিংস (CSK), সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH) এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে মাঠে নামবে কলকাতা নাইট রাইডার্স।