IPL 2025: চলমান আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের (Sunrisers Hyderabad) বিপক্ষে বিশাল জয় তুলে নিয়ে জয়ের মধ্যে ফিরেছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। সমস্ত সমস্যা কাটিয়ে এখন ধারাবাহিকতা বজায় রাখতে মরিয়া আজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। দলের একাধিক তারকা বর্তমানে দুরন্ত ফর্মে রয়েছেন। ব্যাট হাতে রানে ফিরেছেন ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer)। তার বিস্ফোরক ব্যাটিংয়ে নতুন করে আত্মবিশ্বাস ফিরে ফিরে পেয়েছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। মনে করা হচ্ছে বাকি মরসুম জুড়ে ব্যাট হাতে তান্ডব চালাবেন তিনি।
Read More: IPL 2025: ভাগ্য খুলছে মুস্তাফিজুর রহমানের, এই খেলোয়াড়কে রিপ্লেস করে আইপিএলে নিচ্ছেন এন্ট্রি !!
ভেঙ্কটেশ আইয়ারের দুরন্ত কামব্যাক-

গুরুত্বপূর্ণ ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের (SRH) বিপক্ষে প্রথম ইনিংসে ব্যাট করতে আসে কেকেআর। ওপেনিং করতে নেমে নাইট তারকা সুনীল নারিন (Sunil Narine) এবং কুইন্টন ডি কক (Quinton de Kock) ১৬ রানের মধ্যে পরপর আউট হয়ে গেলে দল সমস্যায় পড়ে যায়। এইরকম পরিস্থিতিতে ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer) ৫ নম্বরে ব্যাট করতে নেমে জ্বলে ওঠেন। তিনি মাত্র ২৯ বলে ৬০ বলে বিধ্বংসী ইনিংস খেলেন। তার ব্যাট থেকে আসে ৭ টি চার এবং ৩ টি ছয়। এর ফলে হায়দ্রাবাদের (SRH) বিপক্ষে কলকাতা শেষ পর্যন্ত ৮০ রানে বিশাল জয় ছিনিয়ে নিতে সক্ষম হয়। ভেঙ্কটেশ বাকি মরসুমে দুরন্ত ব্যাটিং করে এই বছর দলকে আরও একটি ট্রফি এনে দিতে সাহায্য করবেন বলে বিশেষজ্ঞরা মনে করছেন।
নাইটদের ভরসা ভেঙ্কটেশ আইয়ার-

গত বছর আইপিএলের প্লে অফে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে ২৮ বলে অপরাজিত ৫১ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন ভেঙ্কটেশ (Venkatesh Iyer)। এরপর ফাইনালেও তার ব্যাট থেকে এসেছিল ২৬ বলে অপরাজিত ৫২ রানের ম্যাচ জয়ী ইনিংস। ফলে এই বছর আইপিএলে ২৩.৭৫ কোটি টাকার বিনিময়ে এই তারকা ব্যাটসম্যানকে দলে ধরে রেখেছে কেকেআর। তবে প্রথম ৩ ম্যাচে ব্যাট হাতে রান না পেয়ে সমালোচনার মুখে পড়েছিলেন ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer)। উল্লেখ্য এখনও পর্যন্ত এই নাইট তারকা আইপিএলে ৫৫ ম্যাচে ১৩৯৫ রান সংগ্রহ করেছেন।