চলতি টেস্টের মাঝে ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন এই তারকা, মাথায় হাত ভারতীয় দলের !! 1

রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলি (Virat Kohli) আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করার পর ভারতীয় ক্রিকেটে বিশাল শূন্যতা তৈরি হয়েছে। তবে নতুন টেস্ট দল বর্তমানে নিজেদের প্রমাণ করার জন্য ইংল্যান্ডের (IND vs ENG) বিপক্ষে লড়াই চালাচ্ছে। নতুন ভারতীয় দলের টেস্ট অধিনায়ক শুভমান গিল (Shubman Gill) সবরকমভাবে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। কিন্তু বর্তমানে চলতি সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে রয়েছে ব্লু ব্রিগেডরা। এর সঙ্গেই দলের চোট সমস্যা গৌতম গম্ভীরের (Gautam Gambhir) সবচেয়ে বড়ো চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এবার আজ ভারতের তারকা ক্রিকেটার অবসর ঘোষণা করলেন।

Read More: দেশের স্বার্থে শরীর বাজি রাখলেন ঋষভ পন্থ, যন্ত্রণা উপেক্ষা করেই নামলেন ব্যাট হাতে !!

অবসর তারকা ক্রিকেটারের-

চলতি টেস্টের মাঝে ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন এই তারকা, মাথায় হাত ভারতীয় দলের !! 2
Veda Krishnamurthy | Images: Getty Images

বুধবার থেকে ম্যাঞ্চেস্টারে ভারতীয় দল ইংল্যান্ডের (IND vs ENG) বিপক্ষে চতুর্থ গুরুত্বপূর্ণ টেস্ট ম্যাচে মাঠে নেমেছে। এই ম্যাচের আগেই চোটের কারণে দল থেকে ছিটকে গেছেন নীতিশ কুমার রেড্ডি (Nitish Kumar Reddy) এবং আর্শদীপ সিং (Arshdeep Singh)। এমনকি চলতি ম্যাচে চোটের কবলে পড়েছেন ঋষভ পান্থ (Rishabh Pant)। অন্যদিকে সম্প্রতি ইংল্যান্ড সফরে ভারতীয় মহিলা দল টি-টোয়েন্টি এবং ওডিআই সিরিজ জয় করে নতুন রেকর্ড করেছে। এর মধ্যেই এবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে পেশাদার ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন বেদা কৃষ্ণমূর্তি (Veda Krishnamurthy)।

এই তারকা মহিলা ক্রিকেটার পোস্ট করে লেখেন, “ছোটো শহর থেকে উঠে এসে দেশের জার্সি পড়া সত্যিই গর্বের মুহূর্ত ছিল। আজ আমি খেলা থেকে অবসর নিচ্ছি কিন্তু ক্রিকেট থেকে নয়। আমার এখনও পর্যন্ত ক্রিকেট যাত্রায় পাশে থাকার জন্য পরিবার, কোচ, সতীর্থ সহ সকলকে ধন্যবাদ জানাচ্ছি।” উল্লেখ্য বেদ কৃষ্ণমূর্তি (Veda Krishnamurthy) শেষ ভারতীয় দলের হয়ে ২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিলেন। আন্তর্জাতিক ক্রিকেটে তিনি ৪৮ টি ওডিআই ম্যাচে ৮২৯ রান এবং ৭৬ টি টি-টোয়েন্টি ম্যাচে ৮৭৫ রান সংগ্রহ করেছেন।

Read Also: জায়গা নেই শচীন-রোহিতদের, এই ২ ভারতীয় খেলোয়াড়কে নিয়েই প্রকাশ্যে বিশ্ব একাদশ !!

ম্যাঞ্চেস্টারের মহারণে ভারত-

চলতি টেস্টের মাঝে ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন এই তারকা, মাথায় হাত ভারতীয় দলের !! 3
Sai Sudarshan and Yashasvi Jaiswal | Images: Getty Images

ওল্ড ট্র্যাফোর্ডে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে ওপেনিং করতে নেমে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান কেএল রাহুল (KL Rahul) এবং যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। রাহুল ৪৬ রান করলেও যশস্বী দুরন্ত অর্ধশতরান করেন। পিছিয়ে ছিলেন না সাই সুদর্শন‌ও। ১৫১ বলে ৬১ রান করে এই তরুণ ব্যাটসম্যান দলকে ভরসা দেন। এরপর শুভমান গিল (Shubman Gill) ১২ রানে আউট হয়ে গেলে হাল ধরেন ঋষভ পান্থ (Rishabh Pant)। কিন্তু তিনি প্রথম দিন পায়ে গুরুতর চোট পেয়ে রিটায়ার্ড আউট হয়ে যান।

কিন্তু অদম্য আত্মবিশ্বাসের সঙ্গে ভারতের নতুন টেস্ট দলের সহ অধিনায়ক আবারও দ্বিতীয় দিন মাঠে ফিরে এসে দুরন্ত অর্ধ শতরান হাঁকিয়ে প্রশংসিত হয়েছেন। ৭৫ বলে ৫৪ রান সংগ্রহ করেন তিনি। এর ফলে ভারতীয় দল প্রথম ইনিংসে ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ টেস্টে ৩৫৮ রান সংগ্রহ করে। কিন্তু এই রান তাড়া করতে নেমে দুরন্ত শুরু করেছে ইংলিশ বাহিনী। জ্যাক ক্রাউলি (Zak Crawley) এবং বেন ডেকেট (Ben Duckett) দুই ওপেনার জোট বেঁধে ১৯২ বলে ১৬৬ রানের পার্টনারশিপ গড়েন। এরপর বর্তমানে অলি পোপ (Ollie Pope) এবং জো রুট (Joe Root) স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যাচ্ছেন। যার ফলে অনেকেই চাপের মুখে পড়েছে ভারতীয় দল।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *