আগামী আইপিএলের (IPL 2026) মিনি নিলামের আগেই দল বদলের খেলা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। গুজরাট টাইটান্স (Gujarat Titans) থেকে শেরফান রাদারফোর্ডকে (Sherfane Rutherford) দলে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। এছাড়াও পাঁচবারের চ্যাম্পিয়নরা লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants) থেকে শার্দুল ঠাকুরকে (Shardul Thakur) তুলে নিয়ে রীতিমতো চমক দিয়েছে। কলকাতা নাইট রাইডার্সও (Kolkata Knight Riders) বেশ কিছু তারকা ক্রিকেটারকে এনে দল গোছানোর কাজে ইতিমধ্যেই নেমে পড়েছে। গত বছরের চ্যাম্পিয়নরা এই বছর টুর্নামেন্টে একেবারেই ছন্দে ছিল না। এর মধ্যেই এবার এই দলের তারকা স্পিনারের অধিনায়ক হওয়ার খবর সামনে এসেছে।
Read More: IPL 2026: বাদ রোহিত-হার্দিক-বুমরাহ, ২০২৬ IPL’এর জন্য রিটেন লিস্ট প্রকাশ করল মুম্বাই ইন্ডিয়ান্স !!
অধিনায়ক হলেন বরুণ চক্রবর্তী-

বিসিসিআই (BCCI) স্পষ্ট করে দিয়েছে যে আন্তর্জাতিক ক্রিকেট খেলা তারকাদেরও ঘরোয়া ক্রিকেটে নিয়মিত অংশগ্রহণ করতে হবে। ২৬ নভেম্বর থেকে শুরু হতে চলেছে সৈয়দ মুশতাক আলী ট্রফির (Syed Mushtaq Ali Trophy) টি-টোয়েন্টি টুর্নামেন্ট। এই গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় এবার তামিলনাড়ুর নেতৃত্ব দিতে চলেছেন বরুণ চক্রবর্তী (Varun Chakaravarthy)। টিএনসিএ’র সিনিয়র নির্বাচক কমিটি আসন্ন ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে। এই দলে সহ অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে এন. জগদীশনকে (N Jagadeesan)।
বরুণ প্রথমবারের মতো তামিলনাড়ুকে নেতৃত্ব দিতে চলেছেন। তার আন্তর্জাতিক এবং আইপিএলের অভিজ্ঞতা দলকে সাহায্য করবে বলে কর্মকর্তারা মনে করছেন। সৈয়দ মুশতাক আলী ট্রফির টি-টোয়েন্টি টুর্নামেন্টে এবার তামিলনাড়ু এলিট গ্ৰুপ-ডি’তে রয়েছে। এই গ্ৰুপে রয়েছে দিল্লি, সৌরাষ্ট্র, রাজস্থান, ঝাড়খণ্ড, কর্ণাটক, উত্তরাখণ্ড এবং ত্রিপুরা।
দুরন্ত ফর্মে বরুণ চক্রবর্তী-

এই বছরের শুরুতেই চ্যাম্পিয়নস ট্রফিতে (Champions Trophy 2025) ভারতীয় দল ট্রফি জয় করে নজির স্থাপন করে। এই টুর্নামেন্টে বল হাতে দুবাইয়ের পিচে জ্বলে উঠেছিলেন বরুণ। তিনি ৩ ম্যাচে তুলে নেন ৯ টি গুরুত্বপূর্ণ উইকেট। এরপর আইপিএলেও তার দাপট অব্যাহত ছিল ১৩ ম্যাচে ১৭ টি উইকেট সংগ্রহ করে তিনি দলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। অস্ট্রেলিয়া সফরে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সেইভাবে প্রভাব ফেলতে না পারলেও ৫ টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন বরুণ।
ফলে এই রকম দুরন্ত ফর্মে থাকা স্পিনারকে কলকাতা নাইট রাইডার্স (KKR) পরবর্তী মরসুমের জন্য রিটেন করবে বলেই মনে করা হচ্ছে। আগামীকাল ফ্র্যাঞ্চাইজিগুলি তাদের রিটেন তালিকা প্রকাশ করতে চলেছে। প্রসঙ্গত বরুণ চক্রবর্তী (Varun Chakaravarthy) এখনও পর্যন্ত আইপিএলে ৮৪ টি ম্যাচে ১০০ টি উইকেট সংগ্রহ করেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে ২৯ টি টি-টোয়েন্টি ম্যাচে তার আছে ৪৫ টি উইকেট।