IPL 2025: এই বছর আইপিএলেও ট্রফি জয়ের জন্য প্রস্তুত কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। সানরাইজার্স হায়দ্রাবাদের (Sunrisers Hyderabad) বিপক্ষে বিশাল জয় ছিনিয়ে নিয়ে বার্তা স্পষ্ট করে দিয়েছে আজিঙ্কা রাহানের (Ajinkya Rahane) দল। নাইটদের হয়ে ব্যাট হাতে রানে ফিরেছেন ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer) থেকে রিঙ্কু সিং (Rinku Singh)। অঙ্গকৃষ রঘুবংশীর (Angkrish Raghuvanshi) ওপরেও ভক্তদের প্রত্যাশা বাড়ছে। এর মধ্যেই বল হাতে প্রায় প্রতি ম্যাচেই জ্বলে উঠছেন বরুণ চক্রবর্তী (Varun Chakaravarthy) । প্রতিপক্ষ ব্যাটসম্যানদের ত্রাস হয়ে উঠেছেন এই মিস্ট্রি বোলার।
Read More: IPL 2025: কাটছে মুম্বাই ইন্ডিয়ান্সের শনির দশা, দলে এন্ট্রি নিচ্ছেন ‘আতঙ্ক’!!
সামনে থেকে লড়াই করছেন বরুণ-

এই বছর চ্যাম্পিয়ন্স ট্রফি জয় করে ভারতীয় দল ইতিহাস তৈরি করেছে। এই টুর্নামেন্টে জাতীয় দলের জার্সিতে ৩ ম্যাচে ৯ উইকেট সংগ্রহ করেছিলেন বরুণ চক্রবর্তী (Varun Chakaravarthy)। চলতি আইপিএলেও কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে ভয়ঙ্কর হয়েছে উঠেছিলেন এই তারকা স্পিনার। থালাপতি বিজয়ের ভক্ত এই নাইট সদস্য হায়দ্রাবাদের (SRH) বিপক্ষে ৪ ওভারে মাত্র ২২ রান দিয়ে ৩ টি গুরুত্বপূর্ণ উইকেট সংগ্রহ করেছেন। রাজস্থান রয়্যালসের (RR) বিপক্ষেও ৪ ওভারে মাত্র ১৭ রান খরচ করে ২ গুরুত্বপূর্ণ উইকেট ঝুলিতে ভরেছিলেন বরুণ চক্রবর্তী (Varun Chakaravarthy)। ফলে বলাই যায় এই তারকার হার না মানা লড়াইয়ে ঘুরে দাঁড়িয়েছে দল।
এক নজরে নাইট রাইডার্সের পারফর্মেন্স-

এই বছর আইপিএলে কলকাতা নাইট রাইডার্স (KKR) উদ্বোধনী ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) বিপক্ষে ৭ উইকেটে পরাজিত হয়। এরপর রাজস্থান রয়্যালসের বিপক্ষে ৮ উইকেটে জয় ছিনিয়ে নেয় আজিঙ্কা রাহানের (Ajinkya Rahane) দল। তবে মুম্বাই ইন্ডিয়ান্সের (MI) বিপক্ষে ৮ উইকেটে হেরে আবারও চাপের মুখে পড়ে যায় কলকাতা। ফলে ইডেন গার্ডেন্সে সানরাইজার্স হায়দ্রাবাদের (SRH) বিপক্ষে ৮০ রানে বিশাল জয় তুলে নিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে নাইট বাহিনী। আসন্ন মঙ্গলবার কেকেআর (KKR) গুরুত্বপূর্ণ ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের (LSG) বিপক্ষে মাঠে নামবে।