CT 2025: গতকাল চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়া (IND vs AUS)। ২০২৩ বিশ্বকাপের ফাইনালে অজিরা ‘মেন ইন ব্লু’-দের ট্রফি জয়ের স্বপ্ন ভঙ্গ চুরমার করে দিয়েছিল। সেই ম্যাচে ব্যাট হাতে একাই রোহিত শর্মাদের (Rohit Sharma) বিপক্ষে পাঁচিল হয়ে দাঁড়িয়েছিলেন ট্রাভিস হেড (Travis Head)। ফলে গতকাল এই তারকা ব্যাটসম্যানকে আটকানোর জন্য ভারতীয় দল সবচেয়ে বেশি মরিয়া হয়ে ওঠে। এই ব্যাটসম্যানকে প্রথমে আটকাতে না পারলে সমস্যায় পরতে হতো ব্লু ব্রিগেডদের। কোন ফর্মুলাতে আটকনো গেল হেডকে সেই তথ্যই সামনে এলো এবার।
কোন ফর্মুলায় আটকে গেলেন ট্রেভিস হেড?

২০২৩ একদিনের বিশ্বকাপের ফাইনালে ভারতের বিপক্ষে রান তাড়া করতে নেমে হেড (Travis Head) ব্যাট হাতে ভয়ঙ্কর হয়ে উঠেছিলেন। তিনি একাই ১২০ বলে ১৩৭ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন। ফলে গতকাল সেমিফাইনালে এই ব্যাটসম্যানকে আটকানোর জন্য গৌতম গম্ভীর (Gautam Gambhir) নতুন করে ছক সাজান। ম্যাচে প্রথমে টসে জিতে অস্ট্রেলিয়া ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল। ওপেনিং করতে নেমে নিজের ছন্দে ব্যাটিং শুরু করেন ট্রেভিস হেড। কিন্তু বরুণ চক্রবর্তীর (Varun Chakaravarthy) করা বলে শুভমান গিলকে ক্যাচ দিয়ে মাত্র ৩৯ রানে মাঠ ছাড়েন তিনি। উল্লেখ্য চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy 2025) প্রথম দুই ম্যাচে বরুণ ভারতীয় একাদশের অংশ ছিলেন না। কিন্তু এই কেকেআর (KKR) বোলারকেই সেমিফাইনালে কাজে লাগানোর চিন্তা ভাবনা করেছিলেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। উল্লেখ্য ভারতীয় প্রধান কোচ কলকাতায় মেন্টর থাকাকালীন বরুণকে কাছ থেকে দেখেছেন। এমনকি গত বছর সানরাইজার্স হায়দ্রাবাদের (SRH) বিপক্ষে ফাইনাল খেলছিল নাইট বাহিনী। ফলে ট্রাভিস হেডকে (Travis Head) আউট করার পরিকল্পনা অনেক আগেই আইপিএলের মঞ্চেই তৈরি করেছিলেন গম্ভীর। ফলাফল হিসেবে গতকাল ট্রাভিস হেডের জন্য মৃত্যুকূপ তৈরি করেন তারকা স্পিনার।
সাম্প্রতিক সময়ে বরুণ চক্রবর্তীর পারফর্মেন্স-

চ্যাম্পিয়ন্স ট্রফিতে (Champions Trophy 2025) গ্রুপ পর্বে বাংলাদেশ এবং পাকিস্তানের বিপক্ষে একাদশে জায়গা না পেলেও নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিলেন এই কেকেআর (KKR) তারকা স্পিনার। তিনি কিউইদের বিপক্ষে ৫ উইকেট সংগ্রহ করে চমক দিয়েছিলেন। প্রমাণ করেছিলেন এইরকম পিচে তিনি কতটা কার্যকরী হতে চলেছেন। গতকাল সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিপক্ষে বরুণ (Varun Chakaravarthy) ১০ ওভারে ৪৯ রান দিয়ে ২ উইকেট সংগ্রহ করেন। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারতের হয়ে ইংল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ অংশগ্রহণ করেছিলেন এই নাইট তারকা। তিনি ৫ ম্যাচে ১৪ টি উইকেট সংগ্রহ করে সিরিজের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হয়েছিলেন। অন্যদিকে এখনও পর্যন্ত বরুণ চক্রবর্তী (Varun Chakaravarthy) দেশের হয়ে ১৮ টি টি-টোয়েন্টি ম্যাচে ৩৩ টি উইকেট এবং ৩ টি ওডিআই ম্যাচে ৮ টি উইকেট সংগ্রহ করেছেন।