চলতি আইপিএলে কলকাতার শেষ ম্যাচেই অবসর নেবেন আন্দ্রে রাসেল, বরুণ চক্রবর্তীর মন্তব্যে চাঞ্চল্য !! 1

IPL 2025: চলতি আইপিএলে পিছিয়ে পড়েও প্লে অফের দৌড়ে আশা এখনও বজায় রেখেছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। বাকি ম্যাচগুলিতে জয় তুলে নিয়ে শেষ চারের জায়গা পাকা করে নিতে চাইছে নাইট বাহিনী। আজিঙ্কা রাহানের (Ajinkya Rahane) দল শেষ ম্যাচে রাজস্থান রয়্যালসের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ১ রানে জয় ছিনিয়ে নেয়। এই ম্যাচে ব্যাট হাতে আন্দ্রে রাসেল (Andre Russell) পুরোনো ছন্দে ধরা দিয়ে ভক্তদের মধ্যে আত্মবিশ্বাস ফিরেয়ে এনেছেন। তবে এর মধ্যেই ৩৭ বছর বয়সী এই ক্যারিবিয়ান তারকার আইপিএল থেকে অবসর নেওয়ার জল্পনা শুরু হয়েছে। এই বিষয়ে এবার নাইট তারকা বরুণ চক্রবর্তীর (Varun Chakaravarthy) মন্তব্য সামনে এলো।

Read More: ঋষভ পন্থের খপ্পড়ে মাথা খারাপ লখনৌ মালিক সঞ্জীব গোয়েঙ্কার, সামাদ আউট হতেই দিলেন হাততালি !!

রাসেলের অবসর নিয়ে মন্তব্য বরুণের-

চলতি আইপিএলে কলকাতার শেষ ম্যাচেই অবসর নেবেন আন্দ্রে রাসেল, বরুণ চক্রবর্তীর মন্তব্যে চাঞ্চল্য !! 2
Andre Russell | Images: Getty Images

২০১৪ মরসুম থেকে ধারাবাহিকভাবে আন্দ্রে রাসেল (Andre Russell) কলকাতা নাইট রাইডার্সের (KKR) হয়ে অংশগ্রহণ করে আসছেন। দলকে ট্রফি এনে দেওয়ার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা করেছিলেন তিনি। কিন্তু চলতি আইপিএলে সেইভাবে প্রভাব ফেলতে পারছিলেন না রাসেল। ব্যাট হাতে বড়ো ইনিংস গড়তে ধারাবাহিকভাবে ব্যর্থ হচ্ছিলেন এই ক্যারিবিয়ান তারকা। ফলে ২০২৫ আইপিএলের পর তার এই টুর্নামেন্ট থেকে অবসর নেওয়ার জল্পনা তৈরি হয়। রাজস্থান রয়্যালসের (RR) বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের পর এবার এই বিষয়ে বরুণ চক্রবর্তী (Varun Chakaravarthy) মুখ খুললেন। তিনি বলেন, “আমি যতদূর জানি, রাসেলের (Andre Russell) সঙ্গে কথা বলে যতটা বুঝতে পেরেছি তাতে তিনি আরও দু-তিনটি আইপিএলের নিলামে উপলব্ধ থাকতে চান। ফলে রাসেল আর‌ও ছয় বছর সহজেই খেলতে পারেন। তিনি বর্তমানে যথেষ্ট ফিট। যতক্ষণ কেউ দলের হয়ে ভালো পারফর্মেন্স করছে ততক্ষণ তার বয়স বিবেচ্য বিষয় নয়‌।”

“স্পিনারদের ভয় পান না রাসেল..”-

চলতি আইপিএলে কলকাতার শেষ ম্যাচেই অবসর নেবেন আন্দ্রে রাসেল, বরুণ চক্রবর্তীর মন্তব্যে চাঞ্চল্য !! 3
Andre Russell | Images: Getty Images

সাম্প্রতিক সময়ে আন্দ্রে রাসেলের (Andre Russell) ধারাবাহিকভাবে ব্যর্থতায় অনেকেই প্রশ্ন তুলেছিলেন যে রাসেল স্পিন বোলিংয়ের সামনে ব্যাটিং করতে ভয়। তবে এই বিষয়টি সম্পূর্ণ উড়িয়ে দিয়ে বরুণ চক্রবর্তী (Varun Chakaravarthy) বলেন, “কথাটি একেবারেই সত্যি নয়। রাসেল স্পিন বোলিংয়ের সামনেও বড়ো শট খেলতে পারেন। আমরা এটা আগেও দেখেছি।নেট অনুশীলনে বহুবার দেখেছি আমি। তবে আজ রাসেল ভিন্ন মানসিকতা নিয়ে ব্যাটিং করেছেন। এর মধ্যে দিয়ে ওনার ব্যাটিং উন্নতি দেখতে পেয়েছি।” উল্লেখ্য রাসেল (Andre Russell) রাজস্থান রয়্যালসের বিপক্ষে ইডেন গার্ডেন্সে ব্যাট হাতে রীতিমতো জ্বলে উঠেছিলেন। তিনি ২৫ বলে অপরাজিত ৫৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। এই ক্যারিবিয়ান অলরাউন্ডারের ব্যাট থেকে এসেছিল ৪ টি চার এবং ৬ টি ছয়।

Read Also: বিচ্ছেদ সারা-শুভমানের, বলিউড দুনিয়ায় নতুন প্রেম খুঁজে নিয়েছেন দু’জনেই !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *