"স্কুলের সময় থেকেই..." বিরাট কোহলির জন্য পাগল এই অভিনেত্রী, ব্যক্ত করলেন নিজের ভালোবাসা !! 1

বিশ্ব ক্রিকেটে সবথেকে বড় আইকন হলেন বিরাট কোহলি (Virat Kohli)। যদিও বেশ কয়েক সময় ধরে ক্রিকেট থেকে ছুটি নিয়েছেন ব্যক্তিগত কারণ দেখিয়ে। চলতি ভারত বনাম ইংল্যান্ডের (IND vs ENG) টেস্ট সিরিজের বাইরে রয়েছেন বিরাট। কবে তিনি দলে ফিরবেন সে বিষয়ে এখনো পর্যন্ত কোনো আপডেট নেই। তবে এই সিরিজে বিরাটকে ছাড়াই ভারতীয় দলকে খেলতে হচ্ছে শক্তিশালী ইংল্যান্ডের বিরুদ্ধে। ভারতীয় দল তাদের সেরাটা দিয়েছে গত দুই ম্যাচেই। প্রথম ম্যাচের ফলাফল ভারতের পক্ষে না গেলেও দ্বিতীয় ম্যাচে দুরন্ত কামব্যাক করেছে দল। আপাতত সিরিজে দুই দলই একটি করে ম্যাচ জিতেছে। সিরিজের তৃতীয় ম্যাচটি শুরু হতে চলেছে ১৫ই ফেব্রুয়ারি থেকে।

Read More | Virat Kohli: “টানা ১৫ বছর ক্রিকেট খেলার পর…” ইংল্যন্ড সিরিজে বিরাট না খেলায় বড় বয়ান জয় শাহ’র !!

ক্রিকেট থেকে বাইরে আছেন বিরাট

Virat kohli, sourav ganguly
Virat Kohli | Image: Getty Images

চলতি সিরিজে বিরাট কোহলি (Virat Kohli) না থাকার বিষয়টি বর্তমানে সমাজমাধ্যমে ট্রেন্ডিং। যদিও বিরাট নিজেকে সব সময় ক্রিকেটের জন্য এগিয়ে রাখেন, তবে ব্যক্তিগত সমস্যায় ক্রিকেটকে আপাতত দূরে সরিয়ে রেখেছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক। তবুও একটু কমেনি বিরাটের উপর ভক্তদের ক্রেজ। সম্প্রতি এক সাক্ষাৎকারে দক্ষিণী অভিনেত্রী বর্ষা বল্লামমা বিরাটের উপর ছোটো থেকে ক্রাশ খাওয়ার একটি গল্প শেয়ার করেছেন। তিনি জানিয়েছেন যে, তাঁর প্রথম সেলিব্রিটি ক্রাশ হলেন বিরাট। তিনি বিরাটের প্রতি তাঁর ভালবাসা ব্যক্ত করেছেন। অভিনেত্রী বর্ষা বোল্লাম্মা মন্তব্য করে আরও বলেছেন যে, “আমি বিরাট কোহলির একজন বড় ভক্ত। তিনি আমার সেলিব্রিটি ক্রাশ। আমি ছোটবেলা থেকেই তার ছবি পত্রিকা থেকে কেটে সংগ্রহ করতাম।

বিরাটের প্রেমে পড়েন বর্ষা

Virat Kohli and Vasha Bollamma
Virat Kohli and Vasha Bollamma | Image: Twitter

তাছাড়া অভিনেত্রী এটাও জানিয়েছেন যে, বিগিল নামের ছবিতে তিনি যে জার্সি পরেছিলেন তাতে ১৮ নম্বর লেখা ছিল। বিরাটের প্রতি নিজের ভালবাসা দেখানোর একটি নমুনা। অন্যদিকে বিরাটের ক্যারিয়ারের কথা বলতে গেলে, ১১৩ টেস্ট ম্যাচের ৪৯.১৫ গড়ে ৮৮৪৮ রান করেছেন ও হাঁকিয়েছেন ২৯ টি শতরান। ওডিআই ফরম্যাটে ২৯২ ম্যাচে ৫৮.৭ গড়ে ১৩,৮৪৮ রান বানিয়েছেন এবং এই সময় তিনি তার ব্যাট দিয়ে ৫০ সেঞ্চুরি ইনিংস এসেছে। পাশপাশি T20 ফরম্যাটেও, বিরাট কোহলি ১১৭ ম্যাচে ৫১.৮ গড়ে একটি সেঞ্চুরি সহ ৪০৩৭ রান করেছেন।

Read More | IPL 2024: বিদেশ নয় দেশের মাটিতেই বসবে আইপিএলের আসর, দিনক্ষণ নিয়েও বড় সিদ্ধান্ত নিল বিসিসিআই !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *