ক্রিকেট ভারতে অনেকটা ধর্মের মত-এমনটা প্রায়শই শোনা যায়। বাইশ গজে জাতীয় দলের পারফর্ম্যান্স নিয়ন্ত্রণ করে দেশের ১৪০ কোটি জনগণের ভালো থাকা বা মন্দ থাকা। দল যখন ওডিআই বিশ্বকাপের ফাইনালে হারে, তখন বিমর্ষতায় ডুবে যায় দুনিয়ার সবচেয়ে জনবহুল দেশ। আবার যখন টি-২০ বিশ্বকাপের ফাইনালে ছিনিয়ে নেয় রুদ্ধশ্বাস জয়, তখন আনন্দে মেতে ওঠে কাশ্মীর থেকে কন্যাকুমারী। বিশাল দেশের প্রতিটি প্রান্তে ক্রিকেটকে ছড়িয়ে দিতে সচেষ্ট ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআই’ও। সেই কারণেই কেবল বড় শহরগুলি নয়, সাথে বাণিজ্যের ভাষায় টায়ার টু, টায়ার থ্রি শহরগুলিতেও অত্যাধুনিক মানের স্টেডিয়াম নির্মাণের কর্মসূচী নিয়েছে তারা। এই মুহূর্তে দেশে আন্তর্জাতিক ভেন্যুর সংখ্যা ৫৩, যা বিশ্বে সর্বাপেক্ষা। খুব দ্রুত বাড়তে চলেছে এই সংখ্যাটা। উত্তরপ্রদেশের বারাণসীতে তৈরি হচ্ছে নতুন স্টেডিয়াম।
Read More: IND vs BAN 2nd Test: পরিত্যক্ত দ্বিতীয় দিনের খেলা, কানপুরে বৃষ্টিতে বিশ বাঁও জলে টেস্ট ম্যাচ !!
তাক লাগিয়েছে স্টেডিয়ামের অনন্য নির্মাণশৈলী-
ভারতের অন্যতম প্রাচীন শহর বারাণসী। আধ্যাত্মিকতার পীঠস্থান বলেও পরিচিত সেই বারাণসীতেই ক্রিকেটের প্রসারের উদ্দেশ্যে তৈরি করা হচ্ছে নতুন এক স্টেডিয়াম। কাশী বা বেনারসের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন বাবা বিশ্বনাথ। এখানেই শতাব্দীর পর শতাব্দী ধরে পূজিত হচ্ছেন তিনি। এই নবনির্মিত স্টেডিয়ামেও কাশীর সেই ঐতিহ্যকে ধরে রাখা হবে বলেই জানা গিয়েছে। গোটা স্টেডিয়ামটিকে গড়ে তোলা হচ্ছে দেবাদিদেব মহাদেব’কে মাথায় রেখেই। সংবাদসংস্থা দৈণিক জাগরণের রিপোর্ট জানাচ্ছে যে স্টেডিয়ামের নকশা প্রস্তুত করেছে বিখ্যাত মার্কিন নির্মাণ সংস্থা লারসেন অ্যান্ড টুবরো (L&T)। নির্মাণে আনুমানিক খরচ হতে চলেছেন ৪৫০ কোটি টাকা। ৩০০০০ আসনবিশিষ্ট হতে চলেছে স্টেডিয়ামটি।
ভারতীয় সংস্কৃতি ও বারাণসীকে কেন্দ্রে রেখেই গড়ে উঠছে ভারতীয় ক্রিকেটের এই নতুন ঠিকানা। সেখানে মহাদেবের ডমরুর আকারে নির্মিত একটি গম্বুজ থাকবে। একইসাথে চমক থাকছে স্টেডিয়ামের ফ্লাডলাইটের গঠনেও। সেগুলিকে দেখতে হবে ত্রিশূলের মত। এছাড়াও দর্শকদের প্রবেশ করার জায়গাটিকে বানানো হচ্ছে বিল্বপত্রের আদলে। স্টেডিয়ামের ছাদটি দেখে যে কোনো দর্শকের মনে পড়বে মহাদেবের মাথায় শোভা পাওয়া অর্ধচন্দ্রটির কথা। গত বছরের সেপ্টেম্বর মাসে এই স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বারাণসীর সাংসদ ও ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ’ও। এছাড়াও শচীন তেন্ডুলকর, সুনীল গাওস্কর, দিলীপ বেঙ্গসরকারদের মত ক্রিকেট নক্ষত্ররাও সেদিন ছিলেন বেনারসে।
আয়োজিত হবে টি-২০ বিশ্বকাপ-
২০২৪-এর শেষের দিকে নির্মাণ সম্পূর্ণ হওয়ার কথা থাকলেও খানিক পিছিয়েছে তা। তবে সংবাদমাধ্যম সূত্রে খবর আগামী বছরের ডিসেম্বরের মধ্যে তৈরি হয়ে যাবে বারাণসীর এই স্টেডিয়াম। ২০২৬-এর মে-জুন নাগাদ রয়েছে টি-২০ বিশ্বকাপ। শ্রীলঙ্কার সাথে যৌথ আয়োজক হিসেবে থাকছে ভারত। কলকাতা, ওয়াংখেড়ে, বেঙ্গালুরু, দিল্লী’র মত হাইপ্রোফাইল ক্রিকেট ভেন্যুগুলির পাশাপাশি কুড়ি-বিশের বিশ্বকাপের জন্য বারাণসীকেও বেছে নিতে পারে বিসিসিআই। তেমনটা খবর সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া সূত্রে। তবে সরাসরি বিশ্বকাপের মত বড় টুর্নামেন্টে ব্যবহার করার আগে আইপিএলের কিছু ম্যাচ এখানে আয়োজনের কথা ভাবতে পারে বোর্ড। একানা স্টেডিয়ামের পাশাপাশি বারাণসীকে ‘সেকেন্ড হোম’ হিসেবে ব্যবহার করতে পারে সঞ্জীব গোয়েঙ্কার মালিকানাধীন লক্ষ্ণৌ সুপারজায়ান্টস ফ্র্যাঞ্চাইজি।