৬,৬,৬,৬,৬,৬…শচীন–বিরাটদের স্বপ্ন ভেঙে ১০৮ রানের বিধ্বংসী ইনিংস বৈভবের !! 1

১৪ বছর বয়সী বৈভব সূর্যবংশী আবারও টি-টোয়েন্টি ক্রিকেটে ঝড় তুললেন। বিহারের এই তরুণ প্রতিভা একের পর এক ম্যাচে দুর্দান্ত ছন্দ দেখিয়ে আসছেন আইপিএলের মঞ্চে রাজস্থান রয়্যালসের হাত ধরেই প্রতিযোগিতামূলক ক্রিকেটে অভিষেক হয়েছিল তার। আইপিএলের মতন বড় মঞ্চেই নিজের প্রতিভার প্রমাণ দিয়েছিলেন তিনি। একের পর এক দুর্দান্ত পারফরমেন্স দেখতে পাওয়া যাচ্ছে তার ব্যাট থেকে। এই বয়সে শচীন তেন্ডুলকর (Sachin Tendulkar) কিংবা বিরাট কোহলিও (Virat Kohli) এমন ধ্বংসাত্মক ব্যাটিং করেননি। এবার, সৈয়দ মুশতাক আলি ট্রফি ২০২৫’ এ মহারাষ্ট্রের বিরুদ্ধে ম্যাচে তিনি দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকালেন। মাত্র ৫৮ বলে নিজের তৃতীয় টি-টোয়েন্টি শতরান পূর্ণ করেন এই তারকা ক্রিকেটার।

ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হওয়া এই ম্যাচে, তিনি ৬১ বলে ৭ ছক্কা ও ৭ চার মেরে অপরাজিত ১০৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। তাঁর ধ্বংসাত্মক ইনিংসের দৌলতে বিহার দল ইডেন গার্ডেন্সে ৩ উইকেটে ১৭৬ রান তুলতে সক্ষম হয়। এই ম্যাচে মহারাষ্ট্রের নেতৃত্বে ছিলেন পৃথ্বী শ। এই সেঞ্চুরির সঙ্গে বৈভব এক অনন্য রেকর্ডও গড়ে ফেললেন। তিনি বিশ্বের প্রথম কিশোর ক্রিকেটার, যিনি ১৪ বছর বয়সে তিনটি টি-টোয়েন্টি শতক করেছেন। মাত্র ১৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে এই কীর্তি ছুঁয়েছেন তিনি। প্রথমবারের মতো সৈয়দ মুশতাক আলি ট্রফিতেও শতরান করলেন বৈভব। একই সঙ্গে মাত্র ১৪ বছর ২৫০ দিনে এই প্রতিযোগিতায় সবচেয়ে কম বয়সে সেঞ্চুরি করার রেকর্ডও এখন তাঁর দখলে।

অনবদ্য ইনিংস খেললেন বৈভব

বৈভব সূর্যবংশী
Vaibhav Suryavanshi | Image: Twitter

বিহারের হয়ে টি-টোয়েন্টিতে এটি ছিল তাঁর মাত্র পঞ্চম ম্যাচ। এর আগেই তিনি আইপিএল ২০২৫’এ সেঞ্চুরি হাঁকিয়ে আলোচনায় এসেছিলেন। এরপর এশিয়া কাপ রাইজিং স্টারস’এ UAE- এর বিরুদ্ধে ৪২ বলে ১৪৪ রানের বিস্ফোরক ইনিংস খেলেছিলেন, যা তাঁর টি-টোয়েন্টি ক্যারিয়ারের সর্বোচ্চ সংগ্রহ। সেই ইনিংসে ছিল ১৫ ছক্কা ও ১১ চার। মহারাষ্ট্রের বিরুদ্ধে ম্যাচে বৈভব ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন। বাকি ব্যাটাররা দ্রুত রান তুলতে না পারায় বিহার বেশি রানের লক্ষমাত্রা ছুঁতে পারেনি। উল্লেখযোগ্য বিষয় হলো – বৈভব তাঁর ১৬ টি-টোয়েন্টি ইনিংসের মধ্যে তিনটি ভিন্ন দলে খেলতে খেলতে তিনটি সেঞ্চুরি করেছেন। যদিও বৈভবের দুর্দান্ত ইনিংস সত্ত্বেও ম্যাচটি ৩ উইকেটে জিতে নেয় মহারাষ্ট্র। দলের ক্যাপ্টেন পৃথ্বী শ ৩০ বলে ৬৬ রান করে দলকে ৫ বল বাকি থাকতে জয় এনে দেন।

Read Also: TOP 3: বিরাট কোহলির সেঞ্চুরিতে এই ৩ ক্রিকেটারের টিম ইন্ডিয়ায় ফেরার দরজা হলো বন্ধ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *