ভারতের জাতীয় টেস্ট দল নতুন রূপে ইংল্যান্ডের (IND vs ENG) মাটিতে ইতিহাস রচনা করছে। রোহিত শর্মার (Rohit Sharma) পর নতুন অধিনায়ক শুভমান গিলের (Shubman Gill) সূর্যোদয় চমকে দিয়েছে গোটা বিশ্বকে। তিনি ভারতীয় দলে প্রাণের সঞ্চার ঘটিয়েছেন। ব্যাট হাতে গড়েছেন একের পর এক রেকর্ড। এর মধ্যে পিছিয়ে নেই ভারতের অনূর্ধ্ব ১৯ দল। ইংল্যান্ডের মাটিতে তাদের দাপটও প্রতিপক্ষদের কোণঠাসা করে দিয়েছে। এবার ১৪ বছর বয়সী বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi) লিখলেন আরও এক নতুন রূপকথা। তার ব্যাটিং তান্ডব আবারও ক্রিকেট মহলে চর্চায় উঠে এলো।
Read More: “চরিত্রহীন, লম্পট..”, শামিকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য হাসিন জাহানের, বিস্ফোরক অভিযোগে তোলপাড় !!
বৈভবের নতুন রেকর্ড-

ভারতীয় টেস্ট দল বর্তমানে ইংল্যান্ডের (IND vs ENG) মাটিতে ৫ ম্যাচের টেস্ট সিরিজে অংশগ্রহণ করছে। এর সঙ্গেই ইংলিশ বাহিনীদের অনূর্ধ্ব ১৯ দলের বিপক্ষে মাঠে নেমে পড়েছে ব্লু ব্রিগেডদের অনূর্ধ্ব ১৯ দল (IND U19 vs ENG U19)। শনিবার তারা গুরুত্বপূর্ণ একদিনের ম্যাচে মুখোমুখি হয়। এই ম্যাচে ইংল্যান্ড টসে জিতে বিপক্ষদের ব্যাটিং করতে পাঠায়। ফলে ভারতের হয়ে প্রথম ইনিংসে আয়ুশ মাহাত্রে (Ayush Mhatre) এবং বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi) ওপেনিং করতে আসেন।
আয়ুশ মাহাত্রে (Ayush Mhatre) প্রথম ইনিংসে ৫ রানে আউট হয়ে গেলেও বৈভব (Vaibhav Suryavanshi) বিহান মালহোত্রার (Vihaan Malhotra) সঙ্গে জুটি বেঁধে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। ব্যাট হাতে প্রথম থেকেই বিধ্বংসী ফর্মে ছিলেন তিনি। ব্রিটিশ বোলারদের রীতিমতো নাজেহাল অবস্থা করে দিয়েছিলেন বৈভব। এই তরুণ তারকা মাত্র ৫২ বলে শতরান পূর্ণ করেন। এটা এখনও পর্যন্ত অনূর্ধ্ব ১৯ একদিনের ক্রিকেট ইতিহাসে দ্রুততম শতরান। বৈভব (Vaibhav Suryavanshi) ম্যাচে ৭৮ বলে ১৪৩ রান করেছিলেন। এর মধ্যে তিনি ১৩ টি চার এবং ১০ টি ছক্কা হাঁকান।
আইপিএলেও ছিলেন দুরন্ত ফর্মে-

এই বছর আইপিএলের (IPL 2025) মেগা নিলামে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) বৈভব সূর্যবংশীকে (Vaibhav Suryavanshi) ১.১ কোটি টাকার বিনিময়ে দলে নিয়েছিল। ফলে এই ১৪ বছর বয়সী ব্যাটসম্যানকে নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছিল। টুর্নামেন্টে ব্যাট হাতে মাঠে নেমে তিনি নিজেকে প্রমাণ করেন। রাজস্থানের (RR) হয়ে গুজরাট টাইটান্সের (Gujarat Titans) বিপক্ষে মাত্র ৩৫ বলে ১০০ রান করে নতুন রেকর্ড সৃষ্টি করেন বৈভব।
এবার অনূর্ধ্ব ১৯ দলের হয়েও ধারাবাহিকভাবে রান করে চমক দিচ্ছেন এই তারকা। ইংল্যান্ডের অনূর্ধ্ব ১৯ দলের বিপক্ষে প্রথম ওডিআই ম্যাচে মাত্র ১৯ বলে ৪৮ রান সংগ্রহ করেছিলেন। এরপর দ্বিতীয় একদিনের ম্যাচে ৩৪ ম্যাচে ৪৫ রান তুলে নেন। তবে কিছুতেই অর্ধশতরান করতে পারছিলেন না বৈভব (Vaibhav Suryavanshi)। তবে অনূর্ধ্ব ১৯ ইংলিশ বাহিনীদের বিপক্ষে তৃতীয় ম্যাচে ৩১ বলে ৮৬ রানের ইনিংস খেলে নিজের লক্ষ্যে পৌঁছান এই তরুণ তারকা। এবার চতুর্থ ওডিআই ম্যাচে দুরন্ত শতরান করে আবারও ভক্তদের মন জয় করে নিলেন বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)।