ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মঞ্চে ঝড়ো ব্যাটিং করে ভক্তদের মন জিতে নিয়েছিলেন ১৪ বছরের বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। রাজস্থান রয়্যালস দলের হয়ে এবারের আইপিএলে খেলার সুযোগ পেয়েছিলেন তিনি। আর প্রথম মৌসুমে নিজের জাত চিনিয়ে ছিলেন তিনি। এবারের আইপিএলে ৩৬ গড়ে ও ২০৬.৫৫ স্ট্রাইক রেটে ২৫২ রান করেছিলেন বৈভব। ধীরে ধীরে তিনি নিজেকে আরও পরিণত বানিয়ে ফেলছেন। ভারতীয় ক্রিকেটের উজ্জ্বল নক্ষত্র হয়ে উঠতে পারেন এই তরুণ তারকা। ভারতীয় দলের উদীয়মান এই খেলোয়াড়কে আরও বিধ্বংসী দেখাচ্ছে। ইংল্যান্ডের অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে আরও একটা ঝোড়ো ইনিংস খেললেন এই তরুণ তারকা। তৃতীয় এক দিনের ম্যাচে রান তাড়া করতে নেমে চার ছক্কার বৃষ্টি করলেন বৈভব।
ইংল্যান্ডের মাটিতে তান্ডব অব্যহত বৈভবের

ভারতের তিনটি দল ইংল্যান্ডে পারি দিয়েছে। ভারতীয় পুরুষ দল এখন ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলছে, মহিলা দল টি-টোয়েন্টি সিরিজ খেলছে এবং অনূর্ধ্ব ১৯ দল ওডিআই সিরিজ খেলছে। ভারতের অনূর্ধ্ব ১৯ দলের ওপেনার ব্যাটসম্যান হলেন বিহারের বৈভব সূর্যবংশী। সিরিজের তৃতীয় ম্যাচে আগ্রাসী ব্যাটিং করে ভক্তদের মন জিতে নিলেন বৈভব (Vaibhav Suryavanshi)। এদিনের খেলায় ৮৬ রানের ধ্বংসাত্মক ইনিংস খেললেন বৈভব। ইংল্যান্ড ও ভারতের অনূর্ধ্ব-১৯’এর তৃতীয় ম্যাচটি বৃষ্টির কারণে ৫০ ওভারের বদলে ৪০ ওভার করা হয়েছিল। ইংল্যান্ড এই ম্যাচে প্রথমে ব্যাটিং করে ৬ উইকেটে ২৬৮ রান বানিয়ে ফেলেছিল। ম্যাচ জেতার জন্য ভারতের শুরুটা ভালো হওয়ার প্রয়োজন ছিল। তার উপর ক্যাপ্টেন আয়ুষ মাত্রে এই ম্যাচে খেলেন নি। ওপেন করতে নেমে ঝোড়ো ইনিংস খেলে বৈভব।
Read More: মাসে ৪ লাখ খোরপোশেও খুশি নন হাসিন জাহান, শামিকে নিয়ে কটাক্ষ — ‘এই টাকাতে কিচ্ছু হয়না!’
৮৬ রানের ইনিংস খেললেন বৈভব

পাওয়ার প্লের ভরপুর ফায়দা তোলেন বৈভব। তার একের পর এক শট গিয়ে পড়ে বাউন্ডারিতে। মাত্র ২০ বলে অর্ধশতরান করে ফেলেছিলেন বৈভব। বৈভব তাঁর ইনিংসটি ৬টি চার ও ৯টি ছক্কা দিয়ে সাজিয়েছিলেন। কেবলমাত্র ৩১ বলে ৮৬ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরতে হয়েছিল বৈভবকে। বাউন্ডারির বিচারে মাত্র ১৫ বলেই ৭৮ রান বানিয়ে ফেলেছিলেন তিনি। বৈভবের (Vaibhav Suryavanshi) দুর্দান্ত সূচনার দৌলতে ভারত ৪ উইকেটে এই ম্যাচটি জয়লাভ করে নেয়। প্রথম ম্যাচে ১৯ বলে ৪৮, দ্বিতীয় ম্যাচে ৩৪ বলে ৪৫ এবং শেষ ম্যাচে তাঁর ৮৬ রানের ইনিংসের দৌলতে এই সিরিজে ভারতের সেরা ব্যাটসম্যান হয়ে উঠেছেন।