মাত্র ১৪ বছর বয়সেই ভারতীয় ঘরোয়া ক্রিকেটে ঝড় তুলে দিলেন বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। সদ্য অনূর্ধ ১৯ বিশ্বকাপে বিস্ফোরক ব্যাটিং করেছেন বৈভব। আজ থেকে শুরু হওয়া বিজয় হাজারে ট্রফিতে বিরাট কোহলি ও রোহিত শর্মার মতো তারকাদের প্রত্যাবর্তন থাকলেও সব আলো কেড়ে নিলেন বিহারের এই তরুণ ব্যাটার। বিহারের হয়ে খেলতে নেমে অরুণাচল প্রদেশের বিরুদ্ধে মাত্র ৩৬ বলে শতরান করে ইতিহাস গড়লেন বৈভব। মাত্র, ১৪ বছর ২৭২ দিন বয়সে শতরান করে তিনি হয়ে গেছেন লিস্ট-এ ক্রিকেটের ইতিহাসে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান। একই সঙ্গে এটি ভারতের হয়ে লিস্ট-এ ক্রিকেটে তৃতীয় দ্রুততম শতরান। তার চেয়ে দ্রুত সেঞ্চুরি আছে ঈশান কিষান যিনি আজ ৩৩ বলে সেঞ্চুরি হাঁকিয়েছেন এবং অনমোলপ্রীত সিংয়ের, যিনি ২০২৪ সালে পাঞ্জাবের হয়ে ৩৫ বলে শতরান করেছিলেন, প্রতিপক্ষ ছিল সেই অরুণাচল প্রদেশই।
বিজয় হাজারেতে বিধংসী ব্যাটিং করলেন বৈভব সূর্যবংশী

বৈভবের ব্যাটিংয়ে ছিল অসাধারণ সংযম ও আগ্রাসনের মিশেল। শতরানের পরও তিনি থেমে থাককেনি। মাত্র ৫৯ বলেই ১৫০ রান পূর্ণ করেন এই বাঁহাতি ব্যাটার। ম্যাচ চলাকালীন তিনি হাঁকিয়েছেন ১৫টি ছক্কা ও ১৬টি চার, এবং ডাবল সেঞ্চুরির খুবই কাছাকাছি পৌঁছে যান তিনি। বিজয় হাজারে ট্রফি, সৈয়দ মুস্তাক আলি ট্রফি, আইপিএল, যুব ওয়ানডে, যুব টেস্ট এবং ভারত ‘এ’ দলের হয়ে শতরান করার নজির রয়েছে তাঁর ঝুলিতে। এছাড়াও ২০২৫ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে মাত্র ৯৫ বলে ১৭১ রানের বিধ্বংসী ইনিংস খেলেও তিনি শিরোনামে এসেছিলেন।
Read More: ড্রেসিংরুমে ফিরে সতীর্থের গায়ে হাত রোহিতের, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায় !!
বিজয় হাজারে ট্রফির আজকের ম্যাচে বৈভব ৮৪ বলে ১৯০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। বৈভবের কাছে সুযোগ ছিল দ্বিশতরান হাঁকানোর তবে তিনি আগ্রাসী ব্যাটিংয়ে বেশি মনোযোগী ছিলেন। বৈভব ইতিমধ্যে আইপিএলে ভারতীয় হিসাবে দ্রুততম সেঞ্চুরিটিও হাকিয়ে ফেলেছেন। ক্যারিয়ারের শুরুতে তাঁর এই পারফরম্যান্স তাকে খুব শীঘ্রই ভারতীয় দলে খেলার সুযোগ করে দেবে। বৈভব ছাড়াও বিহারের হয়ে আরও দুই ব্যাটসম্যান সেঞ্চুরি হাঁকিয়েছেন। আয়ুশ লোহারিকা ৫৬ বলে ১১টি চার ও ৮টি ছক্কায় ১১৬ রান বানিয়েছেন ও ক্যাপ্টেন শাকিবুল গনি ৪০ বলে ১০টি চার ও ১২টি ছক্কায় ১২৮ রানের অনবদ্য ইনিংস খেলেছেন। বিহার নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ৫৭৪ রান বানিয়েছে।