৬,৬,৬,৬,৬,৬... একসময়ের সেরা বোলারকে পিটিয়ে ছাতু বানালেন বৈভব সূর্যবংশী, খেললেন ১০১ রানের ঝড়ো ইনিংস !! 1

IPL 2025: ১৪ বছর বয়সে যখন ছেলে মেয়েরা টেলিভিশনের সামনে বসে ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখে আর সেই বয়সে আইপিএলের মঞ্চে শতরান জুড়ে খবরের শিরোনামে উঠে আসলেন রাজস্থান রয়্যালসের বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। গুজরাতের বিরুদ্ধে চলতি আইপিএলের ৪৭তম ম্যাচে মুখোমুখি হয়েছে রাজস্থান রয়্যালস। রাজস্থানের সওয়াই মানসিং স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রাজস্থান রয়্যালস দলের অধিনায়ক রিয়ান পরাগ (Riyan Parag)। চলতি আইপিএলে জিতে যাওয়া ম্যাচগুলো হারতে হয়েছে রাজস্থানকে। যে কারণে পয়েন্ট তালিকায় তারা অষ্টম স্থানে রয়েছে। চলতি মৌসুমে রাজস্থান ৯ ম্যাচে ২টি জয় নিয়ে ৪ পয়েন্ট নিয়ে নবম স্থানে রয়েছে।

আজকের ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিং করতে এসে রাজস্থানের সামনে ২০৯ রান বানিয়ে ফেলে গুজরাত। গুজরাত দলের অধিনায়ক শুভমান গিল (Shubman Gill) ৫০ বলে ৮৪ রানের ইনিংস খেলেন এবং জোশ বাটলার (Jos Buttler) ২৬ বলে ৩টি চার ও ৪ ছক্কায় ৫০ রান বানান। জবাবে ব্যাটিং করতে এসে আগ্রাসী ব্যাটিং শুরু করে দেন বৈভব সূর্যবংশী ও যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। ব্যাট হাতে, পাওয়ার প্লের ভিতরেই ৮৭ রান বানিয়ে ফেলেন দুই তারকা। তবে, আজকের ম্যাচের লাইমলাইটে চলে এসেছেন বৈভব।

Read More: IPL 2025: প্লে অফের দরজা বন্ধ KKR’এর, নাইট ভক্তদের চোখের জলেই ফিরতে হচ্ছে রাহানেদের !!

ঈশান্ত শর্মার বিরুদ্ধে ২৮ রান নিলেন বৈভব

Ipl 2025
Vaibhav Suryavanshi | Image: Getty Images

একসময়ে ভারতের অন্যতম সেরা বোলার ছিলেন ইশান্ত শর্মা (Ishant Sharma)। আর তার বিরুদ্ধে আগ্রাসী ব্যাটিং শুরু করে দেন বৈভব। ঈশান্তের স্পেলের দ্বিতীয় ওভারে তাঁকে একহাত নেয় বৈভব। ওভারের প্রথম বলেই ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগের উপর দিয়ে ছক্কা হাঁকান বৈভব, দ্বিতীয় বলে ফ্লিক করে ডিপ মিড উইকেটের উপর দিয়ে ছক্কা হাঁকান বৈভব। তৃতীয় বলে চার মারেন ইশান্ত। আবার পঞ্চম বলে থার্ড ম্যান অঞ্চলের উপর দিয়ে ছক্কা হাঁকান ইশান্ত। শেষ বলে আবার থার্ড ম্যান অঞ্চলে চার হাঁকান।

ঈশান্তের এক ওভারে ২৮ রান তুলে নেন তরুণ বৈভব। পাশাপশি আজকের ম্যাচে অবিশ্বাস্য ব্যাটিং চালিয়েছেন বৈভব। কেবলমাত্র ৩৫ বলেই আইপিএল ইতিহাসে দ্রুত সেঞ্চুরি হাঁকানো ব্যাটসম্যান হয়ে উঠলেন বৈভব। তিনি তার ইনিংসে ৩৮ বলে ৭টি চার ও ১১টি ছক্কায় ১০১ রান বানিয়ে ফেলেন।

Read Also: IPL 2025: “চেইনকুলি কি মেনকুলি.. “, বৈভব সূর্যবংশীর বিধ্বংসী শতরানে সোশ্যাল মিডিয়ায় প্রসংশা ঝড় !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *