ভারতীয় ক্রিকেটে তরুণ ক্রিকেটারদের প্রাচুর্য ভবিষ্যৎ পরিকল্পনায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে চলেছে। প্রতি বছর আইপিএল (IPL 2025) সহ ঘরোয়া ক্রিকেটে একাধিক নতুন মুখ আলোচনায় উঠে আসেন। এই বছর আইপিএলে রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) হয়ে আত্মপ্রকাশ করেই নিজের জাত চিনিয়ে ছিলেন বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। এরপর ভারতীয় অনূর্ধ্ব ১৯ দলের হয়েও নিজেকে প্রমাণ করেছেন এই তারকা। এবার বিজয় হাজারে ট্রফিতে (Vijay Hazare Trophy 2025) ব্যাট করতে নেমে জ্বলে উঠলেন এই তরুণ ব্যাটসম্যান। তার অবিশ্বাস্য ইনিংসে মুগ্ধ ক্রিকেট মহল।
Read More: ফর্মে না থাকাই হল কাল, বিশ্বকাপে দলে থেকেও নেতৃত্ব হারালেন সূর্যকুমার যাদব !!
জ্বলে উঠলেন বৈভব সূর্যবংশী-

আজ থেকে ভারতের অন্যতম ঐতিহ্যবাহী ক্রিকেট টুর্নামেন্ট বিজয় হাজারে ট্রফির নতুন মরসুম শুরু হয়েছে। এবার টুর্নামেন্টে রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলির (Virat Kohli) মতো তারকা ক্রিকেটারদেরকেও অংশগ্রহণ করতে দেখা যাচ্ছে। আজ প্রথম ম্যাচে বিহার অরুনাচল প্রদেশের বিপক্ষে মাঠে নামে। প্রথম ইনিংসে বিহারের হয়ে ওপেনিং করতে নেমে ব্যাট হাতে জ্বলে ওঠেন বৈভব। তিনি দ্রুত স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান।
২০০’এর ওপর স্ট্রাইক রেটে ব্যাটিং করে বিপক্ষদের চাপের মুখে ফেলে দেন এই তারকা। মাত্র ৩৬ বলে শতরান করে নতুন নজির স্থাপন করেন। এখানেই থেমে থাকেননি তিনি। একটি দুরন্ত ডবল সেঞ্চুরির দিকে এগিয়ে যান। কিন্তু একটুর জন্য আজ দ্বিশতরান করতে সক্ষম হনননি বৈভব। তার ব্যাট থেকে আজ ৮৪ বলে ১৯০ রান আসে। ব্যাট থেকে আসে ১৬ টি চার এবং ১৫ টি ছয়। ব্যাটিং স্ট্রাইক রেট ছিল ২২৬.১৯।
ফাইনালে হয়েছিলেন ব্যর্থ-

সাম্প্রতিক সময় বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi) ভারতীয় দলের হয়ে অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে (U19 Asia Cup 2025) অংশগ্রহণ করেছিলেন। এই টুর্নামেন্টেও তাকে ব্যাট হাতে জ্বলে উঠতে দেখা গিয়েছিল। টুর্নামেন্টের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৯৫ বলে ১৭১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। এরপর গ্ৰুপ পর্বে মালয়েশিয়ার বিপক্ষেও দুরন্ত অর্ধশতরান হাঁকান। কিন্তু ফাইনালে পাকিস্তানের বিপক্ষে ঘুরে দাঁড়াতে পারেননি এই তারকা।
১০ বলে মাত্র ২৬ রান করে মাঠ ছাড়েন। ফাইনালে পাকিস্তান ভারতের বিপক্ষে প্রথম থেকেই জ্বলে উঠেছিল। সামির মিনহাস ১৭২ রানের ইনিংস খেলে বিপক্ষদের চাপের মুখে ফেলে দেন। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে ১৯১ রানে জয় ছিনিয়ে নিয়ে পাক বাহিনী শেষ পর্যন্ত ট্রফি জয় করে। এর ফলে বর্তমানে আয়ুশ মাহাত্রেরা (Ayush Mhatre) রীতিমতো সমালোচনার মুখে পড়েছেন।