এই বছর আইপিএলে (IPL 2025) অভিজ্ঞ ক্রিকেটারদের পাশাপাশি বেশ কিছু তরুণ তারকা ভক্তদের মন জয় করে নিয়েছেন। তাদের মধ্যে প্রিয়াংশ আর্য (Priyansh Arya), আয়ুশ মাহাত্রে (Ayush Mhatre), বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi) অন্যতম। বৈভব (Vaibhav Suryavanshi) রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) হয়ে মাত্র ১৪ বছর বয়সে ব্যাটিং তাণ্ডব চালিয়ে নতুন রূপকথা লিখেছিলেন। এরপর অনূর্ধ্ব ১৯ দলের হয়ে বর্তমানে ইংল্যান্ড সফরে রয়েছেন এই বিস্ময় প্রতিভা। ভারতীয় দলের জার্সিতেও নিজের বিধ্বংসী ব্যাটিংয়ের ধারাবাহিকতা বজায় রেখেছেন তিনি। এবার ইংল্যান্ডে বৈভব সূর্যবংশীর সঙ্গে (Vaibhav Suryavanshi) এক মহিলা ভক্তের ছবি সামনে এলো। যা নিয়ে সোশ্যাল মিডিয়া তৈরি হয়েছে নতুন প্রেমের গুঞ্জন।
Read More: IND vs ENG: লর্ডসের আকাশে মেঘের আনাগোনা, তৃতীয় টেস্টের আবহাওয়ার পূর্বাভাস নিয়ে এলো বড়ো আপডেট !!
বৈভব সূর্যবংশীকে নিয়ে নতুন জল্পনা-

ইংল্যান্ডের অনূর্ধ্ব ১৯ দলের বিপক্ষে চলতি সিরিজে ব্যাট হাতে দুরন্ত ফর্মে রয়েছেন বৈভব (Vaibhav Suryavanshi)। তিনি এখনও পর্যন্ত এই সিরিজে পাঁচ ম্যাচে সংগ্রহ করেছেন ৩৫৫ রান। ফলে এখনও পর্যন্ত এই তরুণ তারকা সিরিজের সর্বোচ্চ রান সংগ্রহকারী। তার ব্যাট থেকে এসেছে ২৯ টি ছয় এবং ৩০ টি চার। এর সঙ্গেই ৫২ বলে দুরন্ত শতরান করে আবারও চমক দেন বৈভব (Vaibhav Suryavanshi)। সোমবার উরস্টারে ছিল ভারতের অনূর্ধ্ব -১৯ দলের গুরুত্বপূর্ণ ম্যাচ
এই ম্যাচে ভারতের হয়ে ওপেনিং করতে নেমে ৪২ বলে ৩৩ রান সংগ্রহ করেন বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। ম্যাচ শেষে এই তরুণ তারকার সঙ্গে অতি উৎসাহী দুই মহিলা সমর্থক ছবি তোলেন। তাদের বয়সও ১৪ বছরের কাছাকাছি। সূত্র অনুযায়ী শুধুমাত্র বৈভব সূর্যবংশীর (Vaibhav Suryavanshi) সঙ্গে দেখা করার জন্য এই দুই কিশোরী বাবার সাথে ছয় ঘন্টা গাড়ি চালিয়ে পৌঁছেছিল। অন্যদিকে বৈভব সূর্যবংশীর (Vaibhav Suryavanshi) সঙ্গে দুই কিশোরীর ছবি রাজস্থান রয়্যালস সোশ্যাল মিডিয়া পোস্ট করার পর ভাইরাল হয়েছে।
দেখুন সেই ছবি-

আইপিএল থেকে স্বপ্নের উত্থান-

ঘরোয়া ক্রিকেট থেকে দুরন্ত ফর্মে থাকার পর আইপিএলের মেগা নিলামে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) ১.১ কোটি টাকার বিনিময়ে বৈভব সূর্যবংশীকে (Vaibhav Suryavanshi) দলে নেয়। এই বছর টুর্নামেন্টে বিধ্বংসী ফর্মে ছিলেন তিনি। গুজরাট টাইটান্সের (Gujarat Titans) বিপক্ষে ৩৮ বলে ১০১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন এই তরুণ তারকা। এর ফলে বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi) আইপিএলের সবচেয়ে কমবয়সী শতরান করা ক্রিকেটার হয়েছেন।
টুর্নামেন্টে ৭ ম্যাচে ২৫২ রান সংগ্রহ করেন তিনি। ফলে আগামী আইপিএল রাজস্থানের গুরুত্বপূর্ণ ক্রিকেটার হতে বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi) বলে বিশেষজ্ঞরা মনে করছেন। অন্যদিকে এজবাস্টনে ভারতীয় টেস্ট দলের খেলা দেখার জন্য স্টেডিয়ামে উপস্থিত ছিলেন বৈভব (Vaibhav Suryavanshi)। সেই অভিজ্ঞতা তুলে ধরে সংবাদমাধ্যমে তিনি বলেন, “খুব ভালো লাগছে খেলা দেখতে এসে। ইংল্যান্ডে প্রথমবার কোনো টেস্ট ম্যাচ দেখছি। কীভাবে একটি ম্যাচ খেলা হয় সেটা চোখের সামনে দেখার সুযোগ পেলাম। সবাই মিলে ম্যাচ উপভোগ করতে পারার অভিজ্ঞতাও অসাধারণ ছিলো।”