Video: নাইটদের বিপক্ষেও ব্যর্থ বৈভব সূর্যবংশী, দুরন্ত ক্যাচ নিয়ে ফেরালেন আজিঙ্কা রাহানে !! 1

IPL 2025: আজ কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) প্লে অফের দৌড়ে টিকে থাকার লড়াইয়ে রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) বিপক্ষে মাঠে নেমেছে। ইডেন গার্ডেন্সে ম্যাচের প্রথম ইনিংসে নাইটদের হয়ে আন্দ্রে রাসেল (Andre Russell) ব্যাট হাতে জ্বলে ওঠেন। তার দুরন্ত অর্ধশতরানে ভর করে নাইট বাহিনী ২০৭ রানের লক্ষ্যমাত্রা দিয়েছে। এই রান তাড়া করতে নেমে যশস্বী জয়সওয়ালের সঙ্গে ওপেনিং করতে আসেন বৈভব সূর্যবংশী‌ (Vaibhav Suryavanshi)। এই তরুণ তারকার দিকে আজ‌ও ক্রিকেটপ্রেমীদের বিশেষ নজর ছিল। কিন্তু ব্যাট হাতে ব্যর্থ হলেন বৈভব।

Read More: IPL 2025: “বলের সুতো খুলে নিয়েছে…” রবিবারের ইডেনে রাসেল ঝড়, জয়ের স্বপ্নে বিভোর নাইট সমর্থকেরা !!

নাইটদের বিপক্ষে ব্যর্থ বৈভব-

Video: নাইটদের বিপক্ষেও ব্যর্থ বৈভব সূর্যবংশী, দুরন্ত ক্যাচ নিয়ে ফেরালেন আজিঙ্কা রাহানে !! 2
KKR vs RR | Images: Getty Images

গুজরাট টাইটান্সের বিপক্ষে মাত্র ১৪ বছর বয়সে শতরান করে চমক দিয়েছিলেন বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। তার ব্যাটিং বর্তমানে ক্রিকেট ভক্তদের চর্চায় রয়েছে। আজ ইডেন গার্ডেন্সে কলকাতার বিপক্ষে বড়ো ইনিংস খেলার উদ্দেশ্য মাঠে নামেন বৈভব (Vaibhav Suryavanshi)। কিন্তু এই তরুণ তারকা আজও মাত্র ৪ রান করে সমর্থকদের হতাশ করেন। যশস্বী জয়সওয়ালের (Yashasvi Jaiswal) সঙ্গে ওপেনিং করতে নেমেই প্রথম বলেই ৪ মারেন বৈভব। তারপর প্রথম ওভারের চতুর্থ বলে বড়ো শট খেলার চেষ্টা করেন তিনি। কিন্তু বৈভব অরোরার করা বল ব্যাটের উপরের দিকে লেগে উঠে যায়। ফলে বেশি দূরত্ব অতিক্রম করতে পারিনি বলটি এবং আজিঙ্কা রাহানে দুর্দান্ত ক্যাচ নিয়ে বৈভব সূর্যবংশীকে (Vaibhav Suryavanshi) ড্রেসিংরুমের রাস্তা দেখান। এই তরুণ ব্যাটসম্যানের ব্যাট থেকে ২ বলে ৪ রান আসে।

দেখুন সেই ভিডিওটি-

ফর্মে ফিরলেন রাসেল-

Video: নাইটদের বিপক্ষেও ব্যর্থ বৈভব সূর্যবংশী, দুরন্ত ক্যাচ নিয়ে ফেরালেন আজিঙ্কা রাহানে !! 3
KKR vs RR | Images: Getty Images

আজ প্রথম ইনিংসে ওপেনিং করতে নেমে রহমানুল্লাহ গুরবাজ ২৫ বলে ৩৫ রানে মাঠ ছাড়েন। সুনীল নারিনের ব্যাট থেকে আসে ৯ বলে ১১ রান। এইরকম পরিস্থিতিতে আজিঙ্কা রাহানে অঙ্গকৃষ রঘুবংশীর (Angkrish Raghuvanshi) সঙ্গে জুটি বেঁধে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। তারা ৩১ বলে ৪১ রানের পার্টনারশিপ গড়েন। রাহানের ব্যাট থেকে ২৪ বলে ৩০ এবং অঙ্গকৃষের ব্যাট থেকে ৩১ বলে ৪৪ রান আসে। এরপর পঞ্চম স্থানে ব্যাটিং করতে নেমে আন্দ্রে রাসেল (Andre Russell) ব্যাট হাতে জ্বলে ওঠেন। আজ তাকে পুরনো ছন্দে দেখতে পাওয়া গেছে। এই ক্যারিবিয়ান তারকা ২৫ বলে অপরাজিত ৫৭ রান করেন। তার ব্যাট থেকে আসে ৬ টি ছয় এবং ৪ টি চার। এই রানে ভর করে নাইট বাহিনী প্রথম ইনিংসে ২০৬ রান সংগ্রহ করেছে।

Read Also: ইডেনে উঠলো ‘রাসেল’ ঝড়, রাজস্থানের সামনে ২০৭ রানের লক্ষমাত্রা রাখলো KKR !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *