তারকা ক্রিকেটার হয়ে ওঠার জন্য ভারতে নতুন প্রজন্মের আগ্রহ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বিভিন্ন ক্রিকেট অ্যাকাডেমি থেকে নিজেদের তৈরি করে ঘরোয়া ক্রিকেট বা আইপিএলের (IPL 2025) মতো মঞ্চে কম বয়সেই জায়গা করে নিচ্ছেন অনেকে। এই বছর ভারতের সবচেয়ে জনপ্রিয় টি-টোয়েন্টি লিগে আয়ুশ মাহাত্রে (Ayush Mhatre), বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi) মতো তরুণ ক্রিকেটাররা বিশেষ নজর কেড়েছিলেন। ফলে স্বাভাবিকভাবেই অনূর্ধ্ব ১৯ এবং ভারতীয় ‘এ’ দলে জায়গা করে নেওয়ার দৌড়ে এগিয়ে গিয়েছিলেন তারা। ব্লু ব্রিগেডদের তরুণ দল এবার এশিয়া কাপ রাইজিং স্টারসে (Asia Cup Raising Stars) অংশগ্রহণ করতে চলেছে। এবার এই টুর্নামেন্টের জন্য ভারতীয় দল প্রকাশ্যে এল।
Read More: “ভারতকে শাস্তি দিতে বারণ করা হয়েছিল..”, ম্যাচ রেফারির বিস্ফোরক মন্তব্যে চাঞ্চল্য ক্রিকেট মহলে !!
আরও এক এশিয়া কাপে ভারত-

এশিয়ান ক্রিকেট কাউন্সিল (ACC) ক্রিকেটের উন্নতির জন্য একাধিক গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট আয়োজন করে থাকে। সম্প্রতি শেষ হওয়া এশিয়া কাপে (Asia Cup 2025) সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) নেতৃত্বে ভারতীয় দল দুবাইয়ের মাটিতে চ্যাম্পিয়ন হয়েছে। এবার তরুণ ক্রিকেটারদের নিয়ে এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে চলেছে। এই টুর্নামেন্ট ১৪ নভেম্বর থেকে ২৩ নভেম্বর কাতারের দোহায় অনুষ্ঠিত হবে। অংশগ্রহণকারী দলগুলির মধ্যে গ্ৰুপ ‘এ’তে রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, হংকং ও চীন।
অন্যদিকে গ্রুপ বি’তে ভারত-পাকিস্তানের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত ও ওমান অবস্থান করছে। ফলে ১৬ নভেম্বর আবারও ক্রিকেট মাঠে মুখোমুখি হতে চলেছে ভারত এবং পাকিস্তান। উল্লেখ্য এই বছর রাইজিং স্টারস এশিয়া কাপে টেস্ট খেলা দেশগুলির ‘এ’ দলকে অংশগ্রহণ করতে দেখা যাবে। বাকি দেশগুলির পূর্ণ শক্তির দল পাঠাতে পারবে।
সুযোগ পাবেন একাধিক তারকা-

আসন্ন তরুণদের নিয়ে আয়োজিত এই এশিয়া কাপে ভারতীয় দলে কোন ক্রিকেটাররা সুযোগ পাবেন তা নিয়ে ইতিমধ্যে চর্চা শুরু হয়েছে। সূত্র অনুযায়ী আয়ুশ মাহাত্রে (Ayush Mhatre), প্রিয়াংশ আর্য (Priyansh Arya) এবং বৈভব সূর্যবংশীর (Vaibhav Suryavanshi) মতো তারকা ভারতীয় ‘এ’ দলে সুযোগ পেতে পারেন। ২০২৫ আইপিএলে এই তিন তারকা দুরন্ত পারফর্মেন্স করে ইতিমধ্যেই নজর কেড়েছেন। মাত্র ১৪ বছর বয়সে রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) হয়ে শতরান হাঁকিয়ে চমক দেন বৈভব। টুর্নামেন্টে তাকে ২০০ ওপর স্ট্রাইক রেটে ব্যাটিং করতে দেখা গিয়েছিল।
আয়ুশ মাহাত্রে চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) হয়ে ৭ ম্যাচে ১৮৮ স্ট্রাইক রেটে ২৪০ রান সংগ্রহ জ্বলে উঠেছিলেন। ব্যাট হাতে বিধ্বংসী ফর্মে ছিলেন প্রিয়াংশ আর্যও। তিনি ১৭ ম্যাচে ৪৭৫ রান সংগ্রহ করে পাঞ্জাব কিংসকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন। অন্যদিকে বোলিং বিভাগে আসন্ন এই এশিয়া কাপে অনশুল কম্বোজের মতো তারকে জ্বলে উঠতে দেখা যাবে বলে জানা যাচ্ছে।
ভারতের সম্ভাব্য দল-
আয়ুশ মাহাত্রে, প্রিয়াংশ আর্য, বৈভব সূর্যবংশী, সাই সুদর্শন (অধিনায়ক), আয়ুশ বাদোনি, নেহাল ওয়াধেরা, রমনদীপ সিং, হৃতিক শোকিন, অনুজ রাওয়াত, প্রভসিমরান অংশুল কম্বোজ, আকিব খান, বৈভব অরোরা, সাই কিশোর, খলিল আহমেদ