বর্তমানে ভারতীয় দল নিউজিল্যান্ডের (India vs New Zealand ODI Series) বিপক্ষে একদিনের সিরিজে লড়াই করছে। এই গুরুত্বপূর্ণ সিরিজে দুরন্ত ফর্মে রয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। তিনি বর্তমানে শুধুমাত্র ওডিআই ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন। দেশের হয়ে গড়ছেন একের পর এক গুরুত্বপূর্ণ রেকর্ড। অন্যদিকে আইপিএল সহ ঘরোয়া ক্রিকেটে দুরন্ত পারফর্ম্যান্স করে তরুণ ক্রিকেটাররা নজর কাড়ার চেষ্টা করছেন। সাম্প্রতিক সময় বিধ্বংসী ব্যাটিং করে আলোচনায় উঠে এসেছেন বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। এবার তিনি কিং কোহলির রেকর্ড ভাঙতে চলেছেন।
Read More: বিশ্বকাপে ভারতের রাজনীতি, পাক বংশোদ্ভূত খেলোয়াড়কে দেওয়া হলো না ভিসা !!
দুরন্ত ফর্মে বৈভব সূর্যবংশী-

গত বছর আইপিএলের (IPL 2026) মেগা নিলামে বৈভব সূর্যবংশীকে ১ কোটি ১০ লক্ষ টাকার বিনিময়ে দলে নিয়েছিল রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। এই টুর্নামেন্টে সুযোগ পেয়েই জ্বলে ওঠেন এই তরুণ তারকা। গুজরাট টাইটান্সের (Gujarat Titans) বিপক্ষে মাত্র ১৪ বছর বয়সে ৩৫ বলে দুরন্ত শতরান হাঁকিয়ে দৃষ্টান্ত স্থাপন করেন। রাজস্থানের হয়ে ৭ ম্যাচে ২০০’এর ওপর স্টাইক রেটে ২৫২ রান তুলে নিয়েছিলেন। এরপর ভারতীয় অনূর্ধ্ব ১৯ দলের হয়ে সুযোগ পেয়েও নিজের ব্যাটিং দক্ষতার পরিচয় দিয়েছেন।
গত বছর অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে (U19 Asia Cup 2025) ভারতীয় দল ফাইনালে পৌঁছেছিল। এই টুর্নামেন্টে ১৮০’এর ওপর স্ট্রাইক রেটে ব্যাটিং করে বিপক্ষদের চাপের মুখে ফেলে দিয়েছিলেন বৈভব। টুর্নামেন্টে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৯৫ বলে ১৭১ রানের ইনিংস খেলেছিলেন। এই ইনিংসে তিনি ১৪ টি ছক্কা এবং ৯ টি চার মেরে রেকর্ড তৈরি করেন।
ভাঙবেন বিরাটের রেকর্ড-

আগামীকাল থেকে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ (U19 WC 2026) অনুষ্ঠিত হতে চলেছে। ভারত এই ৫০ ওভারের মহারণের গ্ৰুপ ‘এ’তে বাংলাদেশ, নিউজিল্যান্ড এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে অবস্থান করছে। ব্লু ব্রিগেডদের হয়ে এই টুর্নামেন্টের নেতৃত্ব দিতে চলেছেন আয়ুশ মাহাত্রে (Ayush Mhatre)। তবে সকালের নজর থাকবে বিশেষ করে বৈভব সূর্যবংশীর (Vaibhav Suryavanshi) দিকে। গতকাল টুর্নামেন্টের প্রথম ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামবে ব্লু ব্রিগেডরা।
এই ম্যাচে আর ৬ রান করলে বৈভব বিরাট কোহলির অনন্য রেকর্ড ভেঙে দেবেন। অনূর্ধ্ব ১৯ একদিনের ফরম্যাটে কিং কোহলি ২৫ ইনিংসে ৪৬.৫৭ গড়ে ৯৭৮ রান সংগ্রহ করেছেন। বৈভব এখনও পর্যন্ত সংগ্রহ করেছেন ৫৪.০৫ গড়ে মোট ৯৭৩ রান। ফলে ৬ রান করলেই বিরাটকে টপকে যাবেন এই বিহারি তরুণ।