IPL 2025: বর্তমানে ক্রিকেট মহলে বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi) চর্চায় রয়েছেন। গুজরাট টাইটান্সের (Gujarat Titans) বিপক্ষে এই তরুণ ব্যাটসম্যানের বিধ্বংসী ইনিংস রীতিমতো চমকে দিয়েছে। রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) বিপর্যয়ের সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছেন বৈভব। ফলে বলাই যায় আগামী কয়েক বছরে ভারতে হয়ে আন্তর্জাতিক মঞ্চেও এই ১৪ বছর বয়সী ব্যাটসম্যান নিজের ছাপ ফেলতে চলেছেন। অন্যদিকে ক্রিকেটের বাইরে ব্যক্তিগত জীবনেও বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi) কতটা সফলতার সঙ্গে এগিয়ে চলেছেন তা নিয়ে ক্রিকেট ভক্তদের মধ্যে উৎসাহ তৈরি হয়েছে। জেনে নেওয়া যাক এই এই বিস্ময় কিশোরের কিছু ব্যক্তিগত তথ্য।
১৪ বছর বয়সেই শতরান করলেন বৈভব-

এই বছর মেগা নিলামে রাজস্থান রয়্যালস (RR) ১.১ কোটি টাকার বিনিময়ে বৈভব সূর্যবংশীকে (Vaibhav Suryavanshi) দলে নিয়ে রীতিমতো হইচই ফেলে দিয়েছিল। তবে টুর্নামেন্টের প্রথম দিকে এই ১৪ বছর বয়সী ব্যাটসম্যান একাদশে জায়গা করে নিতে পারছিলেন না। সঞ্জু স্যামসন (Sanju Samson) চোট পাওয়ায় ওপেনার হিসেবে রাজস্থানের হয়ে মাঠে নেমে বৈভব সূর্যবংশী নিজেকে প্রমাণ করেছেন। গুজরাট টাইটান্সের (GT) বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে ২১০ রান তাড়া করতে নেমে মাত্র ৩৫ বলে শতরান করে নতুন ইতিহাস রচনা করেন তিনি। আইপিএলে ভারতীয়দের মধ্যে সবচেয়ে দ্রুততম শতরান গড়ার রেকর্ড গড়েছেন বৈভব (Vaibhav Suryavanshi)। এছাড়াও এই মুহূর্তে আইপিএলের ইতিহাসে বৈভব দ্বিতীয় দ্রুততম শতরান করা ব্যাটসম্যান।
Read More: চলতি আইপিএলেই বদলে যাচ্ছে KKR’এর হেড কোচ, অভিষেক নায়ার পাচ্ছেন এই গুরু দায়িত্ব !!
বৈভবের একাধিক রেকর্ড-

বিজয় হাজারে ট্রফির ২০২৪-২৫ মরসুমে বিহারের হয়ে বরোদার বিরুদ্ধে অভিষেক করেছিলেন বৈভব। এই ম্যাচে তিনি ৪২ বলে ৭১ রান করে লিস্ট-এ ক্রিকেটে অর্ধশতরান করা সবচেয়ে কম বয়সী ভারতীয় ক্রিকেটার হিসেবে নিজের নাম লেখান। এছাড়াও ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের হয়ে চেন্নাইতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫৮ বলে শতরান করে তরুণ ভারতীয় হিসেবে টেস্ট ক্রিকেটে দ্রুত শতরান করার রেকর্ড গড়েন। অন্যদিকে গত বছর অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে দুটি অর্ধশতরান করে ভারতীয় দলকে ফাইনালে নিয়ে গিয়েছিলেন বৈভব (Vaibhav Suryavanshi)।
অষ্টম শ্রেণীর ছাত্র বৈভব-
বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi) বর্তমানে ১৪ বছর বয়সী এবং তিনি এখনও স্কুলে পড়ছেন। তার বাবা সঞ্জীব সূর্যবংশী জানিয়েছেন বৈভব বিহারের তাজপুরে অবস্থিত মুক্তেশ্বর সিনহা মডেস্টি স্কুলের অষ্টম শ্রেণীতে পড়াশোনা করছেন। বাবা-মা দুজনের অনুপ্রেরণায় এই তরুণ প্রতিভাবান ক্রিকেটার নিজেকে গড়ে তুলেছেন। বাবার নিজের ক্রিকেটার হওয়ার স্বপ্ন তিনি ছেলেকে দিয়ে পূরণ করেছেন। বৈভব (Vaibhav Suryavanshi) সকলে উঠে টিউশনিতে যায় কিন্তু সবসময় ক্রিকেটের প্রতি তার মনোযোগ থাকে।
বৈভবের কি কোনো প্রেমের সম্পর্ক আছে?

আইপিএলে দুরন্ত শতরান করে বর্তমানে জনপ্রিয়তা অর্জন করেছেন বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। ফলে এই তরুণ ব্যাটসম্যানকে নিয়ে নানা মহলে বিভিন্নরকমের আলোচনা চলছে। তবে এখনও পর্যন্ত বৈভব কোনো প্রেমের সম্পর্কে জড়িয়েছেন কিনা তার জানা যায়নি। তার পরিবার সূত্রে এই বিষয়ে বলা হয়েছে যে,”এই মুহূর্তে বৈভব শুধুমাত্র ক্রিকেটের বিষয়েই বেশি মনোযোগী। ওর সঙ্গে কোনো মেয়ের নাম জড়ানো ঠিক নয়।”