IPL 2025: বৈভব সূর্যবংশীর সাফল্যে খুশি নন সঞ্জু স্যামসন, ক্যারিয়ারে কাঁটা হয়ে উঠলেন তারকার !! 1

IPL 2025: আইপিএলে এখন প্লে অফের লড়াই জমে উঠেছে। পিছিয়ে থাকা দলগুলি ধারাবাহিকভাবে জয় তুলে নিয়ে পয়েন্ট তালিকার উপর দিকে উঠে আসার চেষ্টা করছে। এর মধ্যেই গুজরাট টাইটান্সের (Gujarat Titans) বিপক্ষে বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi) মাত্র ১৪ বছর বয়সে অবিশ্বাস্য ইনিংস খেলে হইচই ফেলে দিয়েছেন। ফলে তার হাত ধরেই বর্তমানে ঘুরে দাঁড়াতে চাইছে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। অন্যদিকে বৈভব সূর্যবংশীর (Vaibhav Suryavanshi) এই অসাধারণ ব্যাটিংয়ে সকালেই উল্লসিত হলেও একজন তারকা থেকে গেলেন অন্ধকারেই। তার চিন্তিত মুখ এখন ক্রিকেট ভক্তদের প্রধান চর্চার বিষয় হয়ে উঠেছে।

Read More: চলতি আইপিএলেই বদলে যাচ্ছে KKR’এর হেড কোচ, অভিষেক নায়ার পাচ্ছেন এই গুরু দায়িত্ব !!

বৈভবের সাফল্যে অখুশি সঞ্জু-

IPL 2025: বৈভব সূর্যবংশীর সাফল্যে খুশি নন সঞ্জু স্যামসন, ক্যারিয়ারে কাঁটা হয়ে উঠলেন তারকার !! 2
Vaibhav Suryavanshi and Sanju Samson | Image: Getty Images

গুজরাট টাইটান্সের (GT) বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে ২১০ রান তাড়া করতে নেমে যশস্বী জয়সওয়ালের (Yashasvi Jaiswal) সঙ্গে বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi) ওপেনিং করতে আসেন। তিনি ম্যাচে ব্যাট হাতে রীতিমতো জ্বলে ওঠেন। ৩৫ বলে অবিশ্বাস্য শতরান করে ১৪ বছর বয়সী এই বিস্ময় বালক ইতিহাস তৈরি করেন। ভারতীয় হিসেবে তিনি বর্তমানে আইপিএলে দ্রুততম শতরান করা ব্যাটসম্যান। তার এই শতরান করার মহুর্তে চোট পাওয়া রাহুল দ্রাবিড় (Rahul Dravid) পর্যন্ত হুইলচেয়ারে ছেড়ে উঠে দাঁড়িয়েছিলন। কিন্তু সঞ্জু স্যামসনকে (Sanju Samson) উঠে দাঁড়িয়ে এই বিধ্বংসী ইনিংসকে প্রসংশা করতে দেখা যায়নি। মুখে ছিলো না কোনো উচ্ছাস। উল্লেখ্য এই তারকা ব্যাটসম্যান এই বছর আইপিএলের প্রথম থেকেই চোটের মধ্যে রয়েছেন। হাতের আঙুলের চোটের কারণে প্রথম তিন ম্যাচে তিনি অধিনায়কত্ব করেননি।

এরপর টুর্নামেন্ট চলাকালীন পাঁজরে চোট পেয়ে বর্তমানে সঞ্জু একাদশের বাইরে রয়েছেন। তার জায়গায়তেই বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi) ব্যাটিং করতে এসে নিজেকে প্রমাণ করেছেন। ফলে এই তরুণ ব্যাটসম্যান সঞ্জুর (Sanju Samson) ক্যারিয়ারে প্রভাব ফেলতে চলেছেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। চোট সারিয়ে এলেও বৈভবের জন্য এই তারকা ব্যাটসম্যানের একাদশে জায়গা পেতে অসুবিধা হতে পারে। এমনকি জাতীয় দলে নির্বাচনের ক্ষেত্রেও সাদা বলের ক্রিকেটে সঞ্জুর থেকে অনেকটাই এগিয়ে থাকতে চলেছেন এই ১৪ বছরের ব্যাটসম্যান।

প্লে দৌড়ে কঠিন লড়াই রাজস্থানের-

IPL 2025: বৈভব সূর্যবংশীর সাফল্যে খুশি নন সঞ্জু স্যামসন, ক্যারিয়ারে কাঁটা হয়ে উঠলেন তারকার !! 3
Rajasthan Royals | Image: Getty Images

রিয়ন পরাগের (Riyan Parag) নেতৃত্বে শেষ ম্যাচে গুজরাট টাইটান্সের (Gujarat Titans) বিপক্ষে ৮ উইকেটে বিশাল জয় ছিনিয়ে নিয়েছে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। কিন্তু টুর্নামেন্টে ১০ ম্যাচের মধ্যে ৭ ম্যাচে হারের সম্মুখীন হয়ে অনেকটাই পিছিয়ে রয়েছে তারা। ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় ৮ নম্বরে লড়াই চালাচ্ছে রাজস্থান। বাকি ৪ ম্যাচে জয় তুলে নিলেও প্লে অফের পৌঁছানোর জন্য রিয়ান পরাগদের নেট রান রেটের ওপর নির্ভর করছে হবে। ১ মে রাজস্থান রয়্যালস গুরুত্বপূর্ণ ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিপক্ষে মাঠে নামতে চলেছে। হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) দল পরপর ৫ ম্যাচে জয় তুলে নিয়ে বর্তমানে বিধ্বংসী ফর্মে রয়েছে। তাই এই ম্যাচে জয় তুলে নেওয়া যশস্বীদের যথেষ্ট কঠিন হবে। তবে বৈভব সূর্যবংশীর বিধ্বংসী ব্যাটিং দলকে বর্তমানে অনেকটাই ভরসা দিচ্ছে।

Read Also: ব্যাঙ্গালুরুর জয়ে প্লে-অফের দৌড়ে টিকে রইলো KKR, এই সমীকরণে করবে কোয়ালিফাই !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *