আইপিএলের মঞ্চে নতুন আগ্নেয়গিরির উত্থান, ১৪ বছর বয়সী বৈভব সূর্যবংশীর শতরানে ভাঙল একের পর এক রেকর্ড !! 1

IPL 2025: আজ আইপিএলে মঞ্চে দাঁড়িয়ে ভারতীয় ক্রিকেটের নতুন আগ্নেয়গিরির আত্মপ্রকাশ ঘটলো। মেগা নিলামে ১৪ বছর বয়সী বৈভব সূর্যবংশীকে (Vaibhav Suryavanshi) ১.১ কোটি টাকায় দলে নিয়েছিল রাজস্থান রয়্যালস। তারপর থেকেই এই তরুণ ব্যাটসম্যান চর্চায় ছিলেন। আজ গুজরাট টাইটান্সের বিপক্ষে মাঠে নেমে রীতিমতো তান্ডব চালিয়েছেন বৈভব। বিস্ময় বালকের ব্যাটিং দেখে রীতিমতো ক্রিকেট ভক্তদের রাতের ঘুম উড়ে গেছে বলা যায়। এর সঙ্গেই ব্যাট হাতে বৈভব সূর্যবংশী আজ গড়েছেন একাধিক রেকর্ড।

Read More: ব্যাঙ্গালুরুর জয়ে প্লে-অফের দৌড়ে টিকে রইলো KKR, এই সমীকরণে করবে কোয়ালিফাই !!

বৈভবের অবিশ্বাস্য ইনিংস-

আইপিএলের মঞ্চে নতুন আগ্নেয়গিরির উত্থান, ১৪ বছর বয়সী বৈভব সূর্যবংশীর শতরানে ভাঙল একের পর এক রেকর্ড !! 2
Vaibhav Suryavanshi | Image: Getty Images

আজ দ্বিতীয় ইনিংসে গুজরাট টাইটান্সের দেওয়া ২১০ রান তাড়া করতে নেমে যশস্বী জয়সওয়ালের সঙ্গে ব্যাট হাতে জ্বলে ওঠেন ১৪ বছর বয়সী এই ব্যাটসম্যান। প্রথমে মাত্র ১৭ বলে অর্ধশতরান করেন তিনি। অভিজ্ঞ ইশান্ত শর্মার করা বলে এক ওভারে মারেন ৩ টি ছয় ও ২ টি চার। এখানেই থেমে থাকেননি এই তরুণ ব্যাটসম্যান। তিনি মাত্র ৩৫ বলে শতরান করে নতুন ইতিহাস রচনা করেন। বৈভব (Vaibhav Suryavanshi) ৩৮ বলে ১০১ রান করে মাঠ ছাড়েন। তার ব্যাট থেকে আসে ১১ টি ছয় এবং ৭ টি চার। এই রানের ওপর ভর করে রাজস্থান ১৫.৫ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেন।

বৈভবের একাধিক রেকর্ড-

আইপিএলের মঞ্চে নতুন আগ্নেয়গিরির উত্থান, ১৪ বছর বয়সী বৈভব সূর্যবংশীর শতরানে ভাঙল একের পর এক রেকর্ড !! 3
Vaibhav Suryavanshi | Image: Getty Images

১৪ বছর বয়সে টি-টোয়েন্টি ক্রিকেটে শতরান করা সবচেয়ে কনিষ্ঠ ব্যাটসম্যান হয়েছেন বৈভব সূর্যবংশী। এছাড়াও আইপিএলের ইতিহাসে প্রথম ভারতীয় হিসেবে দ্রুততম শতরান করার নজির সৃষ্টি করেছেন এই তরুণ তারকা। এর আগে ভারতীয় হিসেবে ইউসুফ পাঠান আইপিএলে ৩৭ বলে শতরান করে রেকর্ড গড়েছিলেন যা আজ বৈভব ভেঙে দেন। অন্যদিকে আইপিএলের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম শতরান সংগ্রহকারীর তালিকায় নাম লিখিয়েছেন রাজস্থানের এই বিধ্বংসী ব্যাটার। এর আগে কিংবদন্তি ক্রিকেটার ক্রিস গেইল ২০১৩ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ৩০ বলে শতরান করে এই টুর্নামেন্টে দ্রুততম শতরান করার রেকর্ড গড়েছিলেন। এই রেকর্ডও ভবিষ্যতে ভেঙে দিতে পারেন বৈভব (Vaibhav Suryavanshi) বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

দেখুন বৈভবের শতরানের মূহুর্তের ভিডিও-

Read Also: ৬,৬,৬,৬,৬,৬… একসময়ের সেরা বোলারকে পিটিয়ে ছাতু বানালেন বৈভব সূর্যবংশী, খেললেন ১০১ রানের ঝড়ো ইনিংস !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *