গত কয়েকটি বহুদলীয় প্রতিযোগিতায় মুখ থুবড়ে পড়েছে পাকিস্তান ক্রিকেট দল। ২০২৩-এর ওয়ান ডে বিশ্বকাপে শেষ চারের ছাড়পত্র পান নি শাহীন শাহ আফ্রিদিরা। ২০২৪-এর টি-২০ বিশ্বকাপ বা ২০২৫-এর চ্যাম্পিয়ন্স ট্রফিতেও মেলে নি কোনো সাফল্য। গ্রুপ পর্বের বাধাটুকুও অতিক্রম করতে পারে নি পাকিস্তান। আসন্ন এশিয়া কাপে (Asia Cup 2025) অন্ধকার কাটিয়ে আলোয় ফিরতে তাই মরিয়া সলমন আলি আঘা’র দল। সংযুক্ত আরব আমিরশাহী ও আফগানিস্তানের বিরুদ্ধে ত্রিদেশীয় টি-২০ সিরিজ জয় আশার আলো দেখাচ্ছে তাদের। সাফল্যের সন্ধানে স্কোয়াডে বেশ কিছু রদবদল করেছে পিসিবি। সরানো হয়েছে বাবর-রিজওয়ানদের মত তারকাকে। প্রত্যাবর্তন অসম্ভব বুঝে সরেও দাঁড়িয়েছেন বেশ কয়েকজন অভিজ্ঞ খেলোয়াড়। দিনকয়েক আগে অবসর নিয়েছিলেন আসিফ আলি। সেই তালিকায় যুক্ত হয়েছে উসমান খান শিনওয়ারির নাম’ও।
Read More: Asia Cup 2025 AFG vs HKG Preview: উদ্বোধনী ম্যাচে ‘ফেভারিট’ আফগানিস্তান, ‘জায়ান্ট কিলার’ হওয়ার স্বপ্ন দেখছে হং কং !!
সরে দাঁড়ালেন শিনওয়ারি-

২০১৩ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে একটি টি-২০ ম্যাচে প্রথমবার পাকিস্তানের প্রতিনিধিত্ব করেন উসমান খান শিনওয়ারি (Usman Khan Shinwari)। ২০১৭ সালে ওয়ান ডে ও ২০১৯-এ টেস্ট অভিষেক হয় বাম হাতি মিডিয়াম পেসারের। প্রতিভা থাকা সত্ত্বেও পাক স্কোয়াডে নিয়মিত হয়ে উঠতে পারেন নি তিনি। মহম্মদ আমির, শাহীন শাহ আফ্রিদি, হারিস রউফ, নাসিম শাহ, হাসান আলিদের মত তারকার ছায়ার ঢাকা পড়ে গিয়েছিলেন উসমান। দেশের হয়ে মাত্র ১৬টি কুড়ি-বিশের ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন তিনি। নিয়েছেন ১৩টি উইকেট। কেরিয়ারের একমাত্র টেস্টে ১টি মাত্র উইকেট নিয়েছেন উসমান (Usman Khan Shinwari)। পঞ্চাশ ওভারের ক্রিকেটে তাঁর পরিসংখ্যান বেশ ভালো। মাত্র ১৭টি ম্যাচ খেলে ১৮.৬১ গড়ে নিয়েছেন ৩৪টি উইকেট। তা সত্ত্বেও তাঁকে আরও বেশী সুযোগ দেওয়ার পথে হাঁটে নি পিসিবি।
দীর্ঘ সময় জাতীয় দলে ব্রাত্য ছিলেন উসমান খান শিনওয়ারি (Usman Khan Shinwari)। ২০১৮’র এশিয়া কাপ ছাড়া কোনো বড় টুর্নামেন্টেই দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পান নি বাম হাতি মিডিয়াম ফাস্ট বোলার। ২০১৯-এর পর কোনো ফর্ম্যাটে পাকিস্তানের জার্সি গায়ে বোলিং রান আপেও দেখা যায় নি তাঁকে। পিএসএল, এলপিএল, বিবিএলের মত লীগে নিয়মিত খেলেছেন তিনি। অংশ নিয়েছেন ঘরোয়া ক্রিকেটেও। তবু খুঁজে পান নি আন্তর্জাতিক আঙিনায় প্রত্যাবর্তনের পথ। ফলে মাত্র ৩১ বছর বয়সেই পাকিস্তান জার্সি চিরকালের জন্য তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সাধারণত ইন্সটাগ্রাম বা ট্যুইটারের মত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে নিজেরাই বিদায়বার্তা পোস্ট করেন ক্রিকেটাররা। কিন্তু উসমান সেই পথে হাঁটেন নি। পিসিবি’র ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে তাঁর অবসরের খবর।
আফগানদের ফাইনালে হারালো পাকিস্তান-

শারজাতে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে জ্বলে উঠলো পাকিস্তান দল। গত রবিবার টসে জিতে প্রথমে ব্যাটিং-এর সিদ্ধান্ত নিয়েছিলেন সলমন আলি আঘা। রশিদ খান (Rashid Khan), নূর আহমেদদের ঘূর্ণি বোলিং-এর বিরুদ্ধে সমস্যায় পড়েছিলেন পাক ব্যাটাররা। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪১ রানের বেশী তুলতে পারেন নি তাঁরা। ইনিংসের বিরতিতে আফগানদেরই ‘ফেভারিট’ ধরছিলেন বিশেষজ্ঞরা। কিন্তু খেলার মোড় ঘুরে যায় এরপর। রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদ্রানরা দ্রুত সাজঘরে ফেরেন। আফগানিস্তান ব্যাটিং-কে ধসিয়ে দেন মহম্মদ নওয়াজ (Mohammad Nawaz)। ৪ ওভারে মাত্র ১৯ রান খরচ করে ৫ উইকেট তুলে নেন তিনি। তাঁর দাপটেই মাত্র ৬৬ রানে গুটিয়ে যায় আফগান শিবির। হারতে হয়ে ৭৫ রানের বিশাল ব্যবধানে। “আমি ভালো অবস্থায় রয়েছি। এশিয়া কাপের জন্য দল সম্পূর্ণ প্রস্তুত,” ম্যাচ শেষে জানিয়েছেন পাক অধিনায়ক।