শুরু হয়ে গিয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ (T20 World Cup 2024)। বেশ জমকালো ভঙ্গিতে শুরু হয়েছে চলতি মরশুম। কানাডাকে হারিয়ে হোস্ট আমেরিকা যুক্তরাষ্ট্র (USA) চলতি বিশ্বকাপের প্রথম জয় ছিনিয়ে নিলো। কানাডার বানানো ১৯৫ রানের লক্ষমাত্রা তাড়া করতে এসে ১৪ বল বাঁকি থাকতেই জয় সুনিশ্চিত করে আমেরিকা যুক্তরাষ্ট্র।
কানাডাকে পরাস্ত করলো আমেরিকা যুক্তরাষ্ট্র
টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় আমেরিকা যুক্তরাষ্ট্র (USA)। কানাডা দলের হয়ে প্রথমে ব্যাটিং করতে এসে নবনীত ধালিওয়াল (Navneet Dhaliwal) ৪৪ বলে ৬টি চার ও ৩টি ছক্কার বিনিময়ে ৬১ রানের ইনিংস খেলেন। নিকোলাস কিরটন (Nicholas Kirtan) ৩১ বলে ৩টি চার ও ২টি ছক্কার বিনিময়ে ৫১ রানের ইনিংস খেলেন এবং শেষের দিকে উইকেট রক্ষক ব্যাটসম্যান শ্রেয়াস মোভার (Shreyas Movva) ১৬ বলে ৩২ রানের বিধ্বংসী ব্যাটিংয়ে কানাডা দল নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৪ রান বানায়।
এই রান তাড়া করতে এসে, স্টিভেন টেলর (Steven Taylor) ও ক্যাপ্টেন মোনাঙ্ক প্যাটেল (Monank Taylor) জলদি প্যাভিলিয়নে ফেরেন। তবে দলের হয়ে ৪৬ বলে ৭টি চার ও ৩টি ছক্কার বিনিময়ে অ্যান্ড্রিস গাউস (Andries Gous) বানিয়ে ফেলেন ৬৫ রান এবং ৪০ বলে ৪টি চার ও ১০টি ছক্কার বিনিময়ে ৯৪ রানের ইনিংস খেলে দলের হয়ে জয় সুনিশ্চিত করেন অ্যারন জোন্স (Aaron Jones)। আজকের প্রথম ম্যাচটি জিতে ‘A’- গ্রুপের শীর্ষে পৌঁছে গেল আমেরিকা যুক্তরাষ্ট্র।