অভিনেত্রী উর্বশী রাউতেলা প্রায়শই তার চলচ্চিত্রের কারণে নয় বরং ক্রিকেটারের সাথে তার নাম যুক্ত হওয়ার কারণে প্রায়শই খবরের শিরোনামে থাকেন। ঋষভ পন্থের সঙ্গে উর্বশীর নানান গুজব শোনা যায়। পন্থের উপর আবার ভালোবাসা জেগে উঠলো উর্বশীর। সদ্য ২৭ বছর বয়সে পা দিলেন ঋষভ পন্থ (Rishabh Pant), ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার আবার ক্রিকেটে কামব্যাক করেছেন। বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে ব্যাট হাতে পন্থের তান্ডব লক্ষ করা গিয়েছে। প্রথম টেস্টে শতরান হাঁকিয়ে পন্থ তার ক্রিকেটে কামব্যাক বেশ জাকজমকপূর্ণ বানিয়ে তুলেছেন।
ঋষভ পন্থকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন উর্বশী
সদ্য উর্বশীকে পন্থের জন্মদিনের শুভেচ্ছা জানাতে দেখা গিয়েছে। যদিও সেই শুভেচ্ছা বার্তায় পন্থের নাম উল্লেখ করেননি উর্বশী। ইনস্টাগ্রামে একটি স্টোরি শেয়ার করেন উর্বশী যেখানে ‘Happy Birthday’ লেখা ছিল। আর উর্বশী ৪ঠা অক্টোবর অর্থাৎ পন্থের জন্মদিনের দিনেই এই স্টোরিটি পোস্ট করেছিলেন।
Urvashi Rautela's latest Instagram post and Story 😭😭 pic.twitter.com/O8oyLPk0lD
— Dhruv (@I_m_dhruv_) October 4, 2024
Read More: বিশ্বকাপের শুরুতেই মুখ থুবড়ে পড়লেন ভারতের মেয়েরা, নিউজিল্যান্ডের বিরুদ্ধে জুটলো লজ্জার হার !!
উর্বশীকে ঋষভ পন্থের (Rishabh Pant) গুজব বান্ধবীও বলা হয়ে থাকে। আবারও পন্থের প্রতি তার ভালবাসা প্রকাশ করেছেন। তবে সমাজ মাধ্যমে উর্বশীর আরও একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে পন্থ নয় বরং অন্য এক খেলোয়াড়ের প্রশংসায় মেতেছিলেন উর্বশী। প্রসঙ্গত, উর্বশী সম্প্রতি আইফা অ্যাওয়ার্ড 2024-এর জন্য আবুধাবি পৌঁছেছেন। যেখানে অভিনেত্রীকে তার ব্যক্তিগত পছন্দ নিয়ে প্রশ্ন করা হয়েছিল। তাকে তার প্রিয় ক্রিকেটারের নাম জিজ্ঞাসা করা হয়। উর্বশী রাউতেলার হৃদয় কোনো ভারতীয় নয়, বরং একজন পাকিস্তানি ক্রিকেটার চুরি করেছেন।
পন্থকে নিয়ে বেশি ভাবতে চান না উর্বশী
আসলে, উর্বশী রাউতেলাকে তার প্রিয় ক্রিকেটার হিসাবে পাকিস্তানের নাসিম শাহের উল্লেখ করেছেন। তার পুরো ভিডিও ইন্টারনেটে দ্রুত ভাইরাল হচ্ছে। অন্যদিকে পন্থকে নিয়ে কয়েকদিন আগেই বেশ বেফাঁস মন্তব্য করতে দেখা গিয়েছিল পন্থকে। আসলে নেটিজেনরা বিশ্বাস করেন যে অভিনেত্রী আরপি অর্থাৎ ক্রিকেটার ঋষভ পন্থ (Rishabh Pant) সম্পর্কে কথা বলেন আর তার সাথেই গোপনে ডেটিং করছেন উর্বশী। তবে সবকিছু গুজব বলে জানিয়ে দিয়েছেন অভিনেত্রী নিজেই। এমনকি নিজের ব্যক্তিগত জীবনকে মিডিয়া থেকে দূরে রাখতে চাইছেন তিনি আর পন্থের সঙ্গে তার সম্পর্কের ঘটনা ভিত্তিহীন বলে জানিয়ে দিয়েছেন।