Rishabh Pant: দুঃস্থ শিশুদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছিলেন ভারতীয় দলের উইকেট রক্ষক ব্যাটসম্যান কেএল রাহুল (KL Rahul)। স্ত্রী আথিয়া শেট্টির সঙ্গে এই মহৎ কাজে হাত লাগলেন রাহুল। ‘ক্রিকেট ফর চ্যারিটি’ নামক এই বিশেষ অনুষ্ঠানে সতীর্থদের ক্রীড়া সরঞ্জাম নিলামে তুললেন কেএল রাহুল। আর এই নিলামের মাধ্যমে প্রায় ১.৯৩ কোটি টাকার আয়োজন করলেন তাঁরা।
মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni), বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মার (Rohit Sharma) মতো কিংবদন্তী ক্রিকেটারদের ব্যবহার করা জার্সি, ব্যাট এবং গ্লাভস নিলমে তোলা হয়েছিল। আর রেকর্ড মূল্যে বিক্রি হয় এই কিংবদন্তি ক্রিকেটারদের ব্যবহৃত সামগ্রী। জানা গিয়েছে, নিলামের মঞ্চে সবচেয়ে দামি দর উঠেছিল বিরাট কোহলির (Virat Kohli) জার্সিতে। এই জার্সির দাম ওঠে ৪০ লক্ষ্য টাকা। এমকি তার গ্লাভসের দাম ওঠে ২৮ লক্ষ্য টাকা।
Read More: IPL 2025: কে এল রাহুলকে শেষমেশ রিটেন করছে লক্ষ্ণৌ? বৈঠকে শর্ত চাপালেন সঞ্জীব গোয়েঙ্কা !!
পন্থের ব্যাট কিনলেন উর্বশী
কোহলি ছাড়া, হিটম্যান রোহিত শর্মার (Rohit Sharma) ব্যাট বিক্রি হয়েছে ২৪ লক্ষ্য টাকায়। পাশাপশি, নিলামের মঞ্চে এমএস ধোনি এবং রাহুল দ্রাবিড়ের ব্যাট যথাক্রমে ১৩ লক্ষ এবং ১১ লক্ষ টাকায় বিক্রি হয়েছে। তাছাড়া ভারতীয় দলের বাঁকি খেলোয়াড়রদের সামগ্রীও নিলামে তোলা হয়। সূত্রের খবর অনুযায়ী, ভারতীয় দলের উইকেট রক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্থ (Rishabh Pant) এই নিলামে নাকি নিজের ব্যাট দিয়েছিলেন। পন্থের সিগনেচার করা ব্যাটটি নাকি ৭ লক্ষ তাকে বিক্রি হয়েছে। তবে, পন্থের সই করা ব্যাটটি কেনেন তার শুভাকাঙ্ক্ষী উর্বশী রাউতেলা।
সমাজমাধ্যমে ঋষভ এবং উর্বশীর সম্পর্কের গুঞ্জন শোনা যেত। একসময় নেটিজেনরা জন্য প্রায় ভেবেই নিয়েছিলেন উর্বশীর সঙ্গে সম্পর্কে রয়েছেন ভারতীয় দলের এই তরুণ উইকেট রক্ষক ব্যাটসম্যান। যদিও তাদের মধ্যে এরূপ কোন সম্পর্ক নেই। সমাজ মাধ্যমে পন্থের সঙ্গে একসময় উর্বশীর বিবাদও লেগেছিল বেশ কিছু কারণে। তবে পন্থ গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হলে তার জন্য দোয়া করেছিলেন উর্বশী। তবে, পরবর্তী সময়ে সব ঘটনা এখন ধামাচাপা পড়ে গিয়েছে। উর্বশীর সঙ্গে শুধু পন্থ নয় পাকিস্তানি পেসার নাসিম শাহের (Naseem Shah) সম্পর্কের গুঞ্জনও শোনা যেত। যদিও সমাজ মাধ্যমে কেউই এই সম্পর্কে সিলমোহর লাগাননি।