‘না ঘর কা না ঘাট কা…’ উন্মুক্ত চাঁদের জন্য বন্ধই রইলো মার্কিন দলের দরজা !! 1

২০১২ সালে ভারতের অনুর্দ্ধ-১৯ দলের অধিনায়ক হিসেবে বিশ্বকাপ জিতেছিলেন উন্মুক্ত চাঁদ (Unmukt Chand)। অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়াকে হারিয়ে দেশকে ট্রফি উপহার দিয়েছিলেন ভারতের তরুণ তুর্কি’রা। ফাইনালে রান তাড়া করতে নেমে দুর্দান্ত শতরান করেছিলেন অধিনায়ক উন্মুক্ত। দিল্লীর ছেলে তিনি। অনুর্দ্ধ-১৯ বিশ্বকাপজয়ী নেতা হিসেবে তুলনা শুরু হয়ে গিয়েছিলো বিরাট কোহলির (Virat Kohli) সাথে। উন্মুক্তের মধ্যেই দেশের পরবর্তী ব্যাটিং সুপারস্টারকে খুঁজে নেওয়ার চেষ্টা শুরু করে দিয়েছিলেন বিশেষজ্ঞরা। কেরিয়ারের শুরুটা বিরাটসুলভ হলেও বাকি অংশ সেই দুর্দান্ত ধারাবাহিকতা বজায় রাখতে পারেন নি তিনি। কোহলি যখন একের পর এক শৃঙ্গ জয় করে নিজেকে ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা হিসেবে প্রতিষ্ঠা করছেন, তখন ধীরে ধীরে হারিয়ে যেতে বসেছিলেন উন্মুক্ত।

কেরিয়ারের গ্রাফ নীচের দিকে যাওয়া শুরু করে আইপিএল (IPL) থেকে। দিল্লী ডেয়ারডেভিলস (ক্যাপিটালস) স্কোয়াড থেকে প্রথমে বাদ পড়েন তিনি। এরপর দিল্লী ক্রিকেট সংস্থার সাথে মনোমালিন্যের জেতে তাঁকে ছেঁটে ফেলা হয় ঘরোয়া ক্রিকেট থেকেও। আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের হয়ে নামার কখনও সুযোগই পান নি তিনি। দিশাহারা উন্মুক্ত (Unmukt Chand) এর পরেই এক কঠিন সিদ্ধান্ত নিয়েছিলেন। ভারত ত্যাগের কথা ভাবেন তিনি। ২০২১ সালে বিসিসিআই-এর সাথে সব ধরণের সম্পর্ক ছিন্ন করে তিনি পাড়ি জমান মার্কিন যুক্তরাষ্ট্রে। সেখানেই ক্রিকেট কেরিয়ারকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা ভেবেছিলেন তিনি। চেয়েছিলেন আমেরিকার হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে। কিন্তু বিধি বাম। মার্কিন মুলুকেও মেলে নি সুযোগ।

Read More: IND vs SL: KL রাহুল’কে ধোঁকা দিলেন কোচ গম্ভীর, দিলেন না ২০০তম ম্যাচ খেলার সুযোগ !!

টি-২০ বিশ্বকাপে ডাক পান নি উন্মুক্ত-

USA TEAM | Unmukt Chand | Image: Getty Images
USA TEAM | Image: Getty Images

২০২৪ সালে আইসিসি আয়োজিত কোনো বড় মাপের টুর্নামেন্টে প্রথমবার অংশ নেয় মার্কিন যুক্তরাষ্ট্র। সহ-আয়োজক হিসেবে তারা সরাসরি খেলার সুযোগ পায় টি-২০ বিশ্বকাপে। গ্রুপ-এ’তে ভারত, পাকিস্তান, আয়ারল্যান্ড ও কানাডার সাথে ছিলো তারা। আবির্ভাবেই নজর কেড়ে নেয় আমেরিকা দল। হেভিওয়েট পাকিস্তানকে পরাজিত করে তারা। জয় ছিনিয়ে নেয় কানাডার বিরুদ্ধেও। এমনকি ভারতের বিরুদ্ধেও দুর্দান্ত লড়তে দেখা গিয়েছিলো তাদের। পাক শিবিরকে পিছনে ফেলে ভারতের সাথে সুপার এইটে পৌঁছে গিয়েছিলো মার্কিন যুক্তরাষ্ট্র’ও। এই পারফর্ম্যান্সকে অভাবনীয় বলে ব্যাখ্যা করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। ভারতের হয়ে বয়সভিত্তিক ক্রিকেট খেলা সোউরভ নেত্রাভালকার (Saurabh Netrabhalkar), হরমীত সিং-রা ছিলেন মার্কিন স্কোয়াডে, ছিলেন নিউজিল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলা কোরি অ্যান্ডারসন (Corey Anderson)। কিন্তু ডাক আসে নি উন্মুক্তের জন্য।

ভালো খেলেও ব্রাত্যই রইলেন উন্মুক্ত চাঁদ-

Unmukt Chand | Image: Getty Images
Unmukt Chand | Image: Getty Images

আমেরিকাতে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলছেন উন্মুক্ত চাঁদ (Unmukt Chand)। সম্প্রতি ফ্র্যাঞ্চাইজি টি-২০ টুর্নামেন্ট মেজর লীগ ক্রিকেটে (MLC) তিনি মাঠে নেমেছিলেন শাহরুখ খানের মালিকানাধীন লস অ্যাঞ্জেলিস নাইট রাইডার্সের (LAKR) জার্সিতে। টুর্নামেন্টে সেরার শিরোপা জিততে পারে নি নাইট রাইডার্স। পয়েন্ট তালিকায় তারা শেষ করে ছয় দলের মধ্যে পাঁচ নম্বরে। ৭টি লীগ ম্যাচের মধ্যে জেতে কেবল দু’টি। তবে আন্দ্রে রাসেল, শাকিব আল হাসান, ডেভিড মিলারদের (David Miller) মত মহাতারকাদের মাঝেও আলাদা করে নজর কাড়েন উন্মুক্ত চাঁদ। ৫টি ম্যাচে ব্যাট করার সুযোগ পেয়েছিলেন তিনি। ৩১.৪০ গড়ে করেন ১৫৭ রান। ছিলো ২টি অর্ধশতক’ও। টুর্নামেন্টের শীর্ষ রান সংগ্রাহকদের মধ্যে জায়গা করে নিয়েছিলেন ভারতের প্রাক্তন অনুর্দ্ধ-১৯ অধিনায়ক।

টি-২০ বিশ্বকাপে ডাক না পেলেও মেজর লীগ ক্রিকেট (MLC) প্রতিযোগিতাতে ভালো ব্যাটিং করার পুরষ্কার হিসেবে হয়ত আসন্ন ২০২৪-২৭ ওয়ান ডে বিশ্বকাপ যোগ্যতা অর্জনের লীগ ২ টুর্নামেন্টের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের দলে উন্মুক্ত চাঁদ (Unmukt Chand) ডাক পাবেন বলে মনে করেছিলেন অনুরাগীরা। কিন্তু ভাগ্য সুপ্রসন্ন হলো না তাঁর। সেই দলের বাইরেই থাকতে হচ্ছে তাঁকে। গতকাল নিজেদের স্কোয়াড বেছে নিয়েছে তারা। নেতৃত্বে রয়েছেন মোনাঙ্ক প্যাটেল (Monank Patel)। অ্যারন জোনস, স্টিভেন টেলর, স্মিত প্যাটেল, সায়ান জাহাঙ্গিরদের জায়গা হলেও, নেই উন্মুক্ত (Unmukt Chand)। ভারতের হয়ে খেলার আশা নিভেছে আগেই, আমেরিকার হয়ে মাঠে নামার সম্ভাবনাও আসতে আসতে নিভে আসছে বলেই ধারণা ক্রিকেটবোদ্ধাদের। প্রসঙ্গত সৌরভ নেত্রাভালকার ও কোরি অ্যান্ডারসনকেও কানাডা ও নেদারল্যান্ডের বিপক্ষে এই ম্যাচগুলির স্কোয়াডে রাখা হয় নি।

এক নজরে দেখে নিন স্কোয়াড-

Also Read: IND vs SL: ভারতকে হারিয়ে আশায় বুক বাঁধছে শ্রীলঙ্কা, পাকিস্তানের মাটিতে খেলবে চ্যাম্পিয়ন্স ট্রফি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *