শুভমান গিলকে জামাই আদর দিচ্ছে BCCI, আনফিট হ‌ওয়া সত্ত্বেও দলে পেলেন এন্ট্রি !! 1

দক্ষিণ আফ্রিকার (India vs South Africa T20 Series) বিপক্ষে ওডিআই সিরিজের পর ভারতীয় দল ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামবে। আগামী বছর ২০ ওভারের বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার আগে এই সিরিজ স্বাভাবিকভাবেই খুবই গুরুত্বপূর্ণ। সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) নেতৃত্বের সম্প্রতি এশিয়া কাপে (Asia Cup 2025) চ্যাম্পিয়ন হয়ে দুরন্ত ফর্মে রয়েছে ব্লু ব্রিগেডরা। এই জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে মরিয়া গৌতম গম্ভীরের (Gautam Gambhir) দল।‌ ইতিমধ্যেই বিসিসিআই (BCCI) একটি বাছাই করা দল প্রকাশ করেছে। চোটের মধ্যে থাকলেও এই দলে জায়গা পেলেন শুভমান গিল (Shubman Gill)। যা নিয়ে উঠল একাধিক প্রশ্ন।

Read More: BCCI’এর নির্দেশকে বুড়ো আঙুল বিরাট কোহলির, খেলবেন না বিজয় হাজারে ট্রফি !!

দলে আনফিট গিল-

ind vs sa
Shubman Gill | Image: Twitter

আগামী ৯ ডিসেম্বর থেকে ঘরের মাঠে প্রটিয়াদের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামতে চলেছে ভারতীয় দল। এই সিরিজের জন্য গতকাল একটি শক্তিশালী স্কোয়াড ঘোষণা করা হয়েছে। এই দলে সহ অধিনায়ক হিসেবে শুভমান গিলকেই বেছে নিয়েছেন কর্মকর্তারা। কিন্তু বিসিসিআই বিজ্ঞপ্তি দিয়ে বলেছে যে সেন্টর অফ এক্সেলেন্স (COE) থেকে ফিটনেসের ছাড়পত্র পাওয়ার পরেই গিল মাঠে নামতে পারবেন। ফলে আসন্ন এই সিরিজ তিনি খেলবেন কিনা তা নিশ্চিত নয়।

উল্লেখ্য দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইডেন গার্ডেন্সে প্রথম টেস্ট ম্যাচ চলাকালীন ঘাড়ে অসহ্য যন্ত্রণা অনুভব করেন এই তারকা ব্যাটসম্যান। তাকে হাসপাতালে পর্যন্ত ভর্তি করা হয়েছিল। বর্তমানে তিনি চিকিৎসকদের পরামর্শে রয়েছেন। যার ফলে টেম্বা বাভুমাদের (Temba Bavuma) বিপক্ষে দ্বিতীয় টেস্টে এবং চলতি ওডিআই সিরিজে অংশগ্রহণ করছেন না। এই আনফিট ক্রিকেটারকে নিয়েই টি-টোয়েন্টি দল ঘোষণা করায় বিসিসিআই’এর ভূমিকা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে। ক্রিকেট বিশেষজ্ঞরাও রীতিমতো অবাক হয়েছেন।

বাদ পড়লেন রিঙ্কু সিং-

Rinku Singh রিংকু সিং
Rinku Singh | Image: Getty Images

আইপিএল (IPL 2025) থেকে নিজের পরিচয় তৈরি করার পর আন্তর্জাতিক ক্রিকেটেও সুযোগ পেয়ে নিজেকে মেলে ধরেছিলেন রিঙ্কু সিং (Rinku Singh)। ফিনিশার হিসাবে নিজের আলাদা পরিচয় তৈরি করেন। তার ধারাবাহিক ব্যাটিং পারফর্মেন্স সকলকে মুগ্ধ করেছিল‌। কিন্তু শুভমান গিলকে (Shubman Gill) আবারও টি-টোয়েন্টি দলে ফিরিয়ে আনার পর ভারতীয় ব্যাটিং অর্ডারে একাধিক পরিবর্তন ঘটে। সঞ্জু স্যামসনকে (Sanju Samson) ওপেনারের পদ থেকে সরিয়ে দিয়ে তাকে নিচের দিকে ব্যাটিং করতে পাঠানো হয়।

এর ফলে একাদশে নিজের জায়গা হারিয়েছিলেন রিঙ্কু সিং। এবার তিনি জাতীয় দলের বাইরে চলে গেলেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি দলে জায়গা পেলেন না এই তারকা। উল্লেখ্য এখনও পর্যন্ত দেশের হয়ে এই ফরম্যাটে তার ব্যাট থেকে এসেছে ৩৫ ম্যাচে ৫৫০ রান।

প্রকাশিত ভারতীয় দল-

অভিষেক শর্মা, শুভমান গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক বর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), জিতেশ শর্মা (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, শিবম দুবে, অক্ষর প্যাটেল, আর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, হর্ষিত রানা, জসপ্রীত বুমরাহ

Read Also: “ভারতের হারিস রাউফ..”, দঃ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে হারের পর ট্রোলের মুখ প্রসিদ্ধ কৃষ্ণা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *