কলকাতা নাইট রাইডার্স (KKR) দলের আইপিএল ২০২৫ এর (IPL 2025) মঞ্চে সূচনা টা খুব একটা ভালো নয়। আট ম্যাচে পাঁচটি পরাজয় ও তিনটি জয় সহ পয়েন্ট তালিকায় সপ্তম স্থানে আছে দলটি। আগামী কাল ঘরের মাঠেই এই মৌসুমের তাদের নবম ম্যাচটি খেলতে নামছে কলকাতা ব্রিগেড। পাঞ্জাব কিংসের সাথে আবার খেলতে দেখা যাবে কলকাতা নাইট রাইডার্সকে। এই মৌসুমে এর আগেও পাঞ্জাবের বিরুদ্ধে একটি ম্যাচ খেলেছে কলকাতা। আর পাঞ্জাবের কাছে লজ্জাজনক ভাবে হারতে হয়েছিল কলকাতা নাইট রাইডার্স দলকে। যার বদলা অবশ্যই নিতে চাইবে নাইট শিবির।
দলে এন্ট্রি নিলেন গতি দানব

পাঞ্জাবের বিরুদ্ধে মাঠে নামার আগে শক্তিশালী হলো কলকাতা নাইট রাইডার্স (KKR) ব্রিগেড। এবার নাইট রাইডার্স শিবিরের যোগদান করলেন কাশ্মীরের উমরান মালিক (Umran Malik)। ২০২১ সালে সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH)-এর হয়ে আইপিএলে অভিষেক হয়েছিল তার। এরপর অবশ্য চোটের কারণে ধারাবাহিকভাবে দলে ঠাঁই হয়নি তার। ২০২২ সালে সানরাইজার্সের জার্সিতে ১৪ টি ম্যাচে ২২ টি উইকেট নিয়ে ভারতীয় ক্রিকেট দলের নির্বাচকদের নিশানায় চলে আসেন তিনি। এরপর ভারতের হয়েও খেলার সুযোগ পান তিনি, তবে আবার একবার চোটের কারণে তার ফর্মের অবনতি লক্ষ্য করা গিয়েছিল। আর তারপর থেকেই জাতীয় দল ও ফ্রাঞ্চাইজি দল থেকেও ধীরে ধীরে বাদ পড়তে থাকেন। গতবারের আইপিএলে কেবলমাত্র একটি ম্যাচেই সুযোগ পেয়েছিলেন তিনি। এমনকি এই মৌসুমে কলকাতা নাইট রাইডার্স নিলামে তাঁকে ৭৫ লাখ টাকায় শামিল করলেও উমরান চোটের কারণে পুরো টুর্নামেন্ট থেকে এই ছিটকে গিয়েছিলেন।
KKR-এর জার্সিতে অভিষেক হচ্ছে না উমরানের

গত নভেম্বরে উমরান (Umran Malik) দাবি করেছিলেন যে তিনি ২০০% ফিট এবং বেগুনি জার্সিতে প্রত্যাবর্তন করার হুংকার দিয়েছিলেন। তবে আইপিএল শুরু হওয়ার আগে ফিটনেস টেস্টে পাস করতে পারেননি তিনি। যে কারণে নাইট রাইডার্স দলের হয়ে তার খেলার স্বপ্ন আধুরা থেকে যায়। চোটের কারণেই তিনি মরশুমের প্রথমার্ধে খেলতে পারেননি। তাই, চেতন সাকারিয়াকে তাঁর বদলি হিসেবে নেওয়া হয়েছিল। এদিন পাঞ্জাবের বিরুদ্ধে মাঠে নামার আগেই উমরান মালিককে কলকাতা নাইট রাইডার্স দলের জার্সিতে দেখতে পাওয়া গিয়েছে। সূত্রের খবর কলকাতা নাইট রাইডার্স দলের বোলিং কোচ ভারত অরুণের সঙ্গে অনুশীলন করতে চলেছেন তিনি। যে কারণেই কলকাতা শিবিরে হাজির হয়েছেন উমরান। তবে কলকাতা স্কোয়াডে পুনরায় তিনি এন্ট্রি নিতে পারবেন না। যেহেতু তার পরিবর্তে একজন খেলোয়াড়কে ইতিমধ্যেই কলকাতা নাইট রাইডার্স তাদের শিবিরে সামিল করে নিয়েছে তাই আপাতত উমরানের পক্ষে এই মৌসুমে আইপিএল খেলা হচ্ছে না। কার্যত এই গতি দানবকে কাজে লাগিয়ে ফর্মে ফেরার স্বপ্ন ভেস্তে গেল কলকাতা নাইট রাইডার্সের।