IPL 2025: পাঞ্জাবের বিপক্ষে কেকেআরের হার নিশ্চিত, দল থেকে বাদ পড়লেন এই তারকা ক্রিকেটার !! 1

IPL 2025: আজ আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাচ। শেষ চার ম্যাচের মধ্যে ৩ ম্যাচে হারের সম্মুখীন হয়ে অনেকটাই পিছিয়ে পড়েছে নাইট শিবির। ফলে প্লে অফের দৌড়ে টিকে থাকতে হলে ইডেন গার্ডেন্সে পাঞ্জাব কিংসের (Punjab Kings) বিপক্ষে জয় তুলে নিতে হবে আজিঙ্কা রাহানেদের (Ajinkya Rahane)। তাই এখন শেষ মুহূর্তের প্রস্তুতিতে নেমে পড়েছে কেকেআর। কিন্তু আজ গুরুত্বপূর্ণ ম্যাচে এই তারকা ক্রিকেটার নাইটদের জার্সিতে মাঠে নামতে পারবেন না। ইতিমধ্যেই চিন্তায় পড়েছেন নাইট সমর্থকরা।

Read More: অদিতি নয় বরং, এই পরম সুন্দরীর প্রেমে পাগল ঈশান কিষান, শীঘ্রই ঘুরবেন সাতপাক !!

দলে নেই তারকা পেসার-

IPL 2025: পাঞ্জাবের বিপক্ষে কেকেআরের হার নিশ্চিত, দল থেকে বাদ পড়লেন এই তারকা ক্রিকেটার !! 2
Umran Malik | Image: Getty Images

এই বছর আইপিএলের মেগা নিলামে ৭৫ লাখ টাকার বিনিময়ে উমরান মালিককে (Umran Malik) দলে নেয় কলকাতা নাইট রাইডার্স (KKR)। কিন্তু চোটের কারণে চলতি আইপিএল থেকে ছিটকে গিয়েছিলেন কাশ্মীরের এই তারকা পেসার। তার পরিবর্তে চেতন সাকারিয়াকে (Chetan Sakariya) দলে নেয় নাইট বাহিনী। তবে সম্প্রতি একের পর এক হারে বিধ্বস্ত কেকেআর শিবিরে যোগ দিয়েছেন উমরান মালিক (Umran Malik)। ফলে মনে করা হচ্ছিল তিনি এবার একাদশে জায়গা করে নেবেন। কিন্তু সূত্র অনুযায়ী উমরান এখনও সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেননি। তিনি নিজেকে ম্যাচে খেলার উপযোগী করে তোলার জন্য কেকেআর শিবিরে যোগ দিয়েছেন। নাইট রাইডার্সের (KKR) বোলিং কোচ ভরত অরুণ এবং বাকি সহযোগী কোচিং সদস্যরা এই ২৫ বছর বয়সী পেসারকে সম্পূর্ণভাবে ফিট করে তোলার জন্য সাহায্য করবেন। ফলে আজ পাঞ্জাব কিংসের (PBKS) বিপক্ষে উমরান মালিককে (Umran Malik) কলকাতার একাদশে দেখা যাবে না।

চলতি আইপিএলে কেকেআরের যাত্রাপথ-

IPL 2025: পাঞ্জাবের বিপক্ষে কেকেআরের হার নিশ্চিত, দল থেকে বাদ পড়লেন এই তারকা ক্রিকেটার !! 3
KKR | Image: Getty Images

গত বছরের চ্যাম্পিয়ন দল এই বছর আইপিএলের উদ্বোধনী ম্যাচেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) বিপক্ষে ৭ উইকেটে হারের সম্মুখীন হয়। তারপর দ্বিতীয় ম্যাচে রাজস্থান রয়্যালসের (RR) বিপক্ষে ৮ উইকেটে জয় তুলে নিয়ে ঘুরে দাঁড়ালেও তৃতীয় ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের (MI) বিপক্ষে পরাজিত হয়ে বড়ো ধাক্কা খায় আজিঙ্কা রাহানের (Ajinkya Rahane) দল। শেষ ৫ ম্যাচের মধ্যে শুধুমাত্র সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH) এবং চেন্নাই সুপার কিংসকে (CSK) হারাতে সক্ষম হয়েছে তারা। ফলে বর্তমানে কলকাতা নাইট রাইডার্স (KKR) ৮ ম্যাচের মধ্যে ৫ ম্যাচে হারের সম্মুখীন হয়ে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় সপ্তম স্থানে অবস্থান করছে। এই মুহূর্তে তাদের নেট রান রেট +০.২১২।

Read Also: IPL 2025: ডি কক বা গুরবাজ বাদ, KKR-এর হাল ফেরাবেন এই তরুণ উইকেটরক্ষক-ব্যাটার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *